আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে
ছোটবেলার ছোটবেলা এই বলে যে কত বলেছি তা ঠিক নেই। যখন চারিদিকে উষ্ণ বাতাস এবং মাটি ফেটে চৌচির সেই সময় পাড়ার বেশ কয়েকটি ছেলেমেয়ে এক জায়গায় মাথার ওপরে একটি কাপড় বিছিয়ে এভাবেই বলতাম।
- ছোটবেলা
আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে
ছোটবেলার ছোটবেলা এই বলে যে কত বলেছি তা ঠিক নেই। যখন চারিদিকে উষ্ণ বাতাস এবং মাটি ফেটে চৌচির সেই সময় পাড়ার বেশ কয়েকটি ছেলেমেয়ে এক জায়গায় মাথার ওপরে একটি কাপড় বিছিয়ে এভাবেই বলতাম।
ঠিক বলেছেন ভাই আমরাও ওভাবে বৃষ্টির জন্য প্রার্থনা করতাম।ছোটবেলার সেই মুহূর্তগুলো সত্যিই খুব মিস করি।