হন হন করে ঘরে ডুকে ওয়াশ রুমের দিকে যেতে যেতে তানিমকে রেডি হওয়ার তাগিদ দে জাকির সাহেব। অনেক দিন ধরে বাসায় বন্ধি তাই লকডাউন একটু সিথিল হওয়াতে শহরের অনেকের মতো জাকির সাহেবও হাফ ছেড়ে বাঁচে। জাকির সাহেব সময়ের ব্যাপারে খুবই সচেতন। সরকারি অফিসে চাকরি করার পরও তিনি অন্য অনেকের মতো দেরি করে অফিসে আসেন না এবং অতি আশ্চর্যের বিষয় এইযে উনি কোনদিন কারো কাছথেকে একটাকা উৎকোচ ও নেন নি।
কী হলে এখনে তোমরা রেডি হওনি? তোমাদের দিয়ে কিছু হবেনা। তানিম, সাদিয়া তোরাও লেট! তোদেরকে এতো বলি কেন জায়গায় যাওয়ার সময় অন্তত সময়-জ্ঞান মেনে চলিস, কিন্তু কে শুনে কার কথা! ওয়াশ রুম থেকে বের হয়ে সবাইকে একটা কড়া ভাষন শুনিয়ে দে জাকির সাহেব।
বাবা বেড়াতে যাচ্ছি এখনো তুমি জ্ঞান দিচ্ছো? তোমার সাথে কোথায় গেলেও আনন্দটাই মাটি হয়ে যায়। সারাক্ষণ শুধু এটা করবেনা, ওটা এখনো হলোনা কেন?
জাকির সাহেব ট্রলি বেগ টেনে নিয়ে যেতে বলে শুন জ্ঞানেই কাজ হয়, এইযে আমরা ঘুরতে যাচ্ছি তা কি শুধু আনন্দ লাভের জন্য, বিনোদনের জন্য? মানুষ ভ্রমণের মাধ্যমে সবচেয়ে বেশি শিখতে পারে, পাশাপাশি অভিজ্ঞতা অর্জন করতে পারে খুব সহজেই। তানিম আর কথা বাড়ায় না। সে জানে জাকির সাহেবের সাথে কথা বলে পারা যায়না।
জাকির সাহেবরা বাস স্টেশনে পৌঁছে যায় গাড়ি ছাড়ার দশ মিনিট আগেই। তানিম সুযোগ বুঝে বাপকে বলে আরো দশ মিনিট ঘুমাতে পারতাম শুধু শুধু আগে এসে বসে আছি। জাকির সাহেব তানিমকে বলে, "তুমি যদি সূর্য উঠা দেখতে চাও তাহলে সূর্য উঠার আগেই তেমাকে জাগতে হবে।" বাপের কথা শুনে তানিম চুপ মেরে যায়।
বাসে যেতে যেতে তানিম জাকির সাহেব কে প্রশ্ন করে। বাবা তোমার থেকে যারা নিচের পদবির চাকরি করে তাদের ও নিজস্ব গাড়ি আছে, অথচ তেমার না আছে গাড়ি না আছে বাড়ি! বাবা "সৎ ভাবে জীবন অতিবাহিত করার চেয়ে উত্তম পৃথিবীতে আর কিছু হয়না" যারা সৎ থাকে তারা কেন বিপদে পড়েনা। তামিম বুঝতে পারে তাদের টাকা পয়সা কম থাকলেও ওরা অনেক সুখী।
নির্দিষ্ট সময়ে ওরা বান্দরবান পৌঁছে যায়, হেটেলে রুম বুক দিতে গিয়ে কাউন্টারের লোকটি নলপ উঠে আরে জাকির সাহেব যে! জাকির সাহেব ঠিক মতো চিনতে পারেনা। লোকটি যখন পরিচয় দিলো তখন চিনতে পারলো, এবং ওদের জন্য দুটো প্রথম শ্রেণির রুম বুক দিয়ে দিলো কোন রকম টাকা পয়সা ছাড়া।
রুমে ডুকতে ডুকতে জাকির সাহেব পরিবারের সবাইকে বললো, দেখো সৎ থাকার পুরষ্কার।
বান্দরবানের প্রথম সূর্য উঠা দেখতে ওরা রুম ছেড়ে বাহিরে বের হয়, সূর্যের কচি আলো আর প্রকৃতির অপ্রকাশিত সুন্দর যেনো নতুন বইয়ের পৃষ্ঠার ন্যায় উপছে পড়ছে। এই রকম মুগ্ধ সকাল ওরা আর দেখেনি।
জাকির সাহেব বলে, দেখো সূর্যটা কিন্তু নতুন নয় এমনকি তোমরা জীবনে প্রথম সূর্য দেখোনি, অথচ তোমাদের কাছে নতুন রূপে ধরা দিলো। তেমনি দেখো আজকের আকাশ আর গতকালের আকাশের মাঝে ও কতো তফাত! মনে রাখবে প্রতিদিনই নতুন আকাশ!
Source Pixabay
nice
Thanks for read out the story and given your Opinion!
ভালো লাগলো পড়ে। ❣️
পড়ে মন্তব্য দেয়ার জন্য ধন্যবাদ ভাই।
Jibon aholei khubi choto. Eto tk poisha diye jodi rat e valo bhabhe ghumate parlam na, tahole ki hobe ei shob onnay pthe tk income kore.
Ei jinish gula jodi oishob oshot lok bujhto tahole aj amra onno rokom kta desh petam.
Nice writing. Liked it bro.
ভাই ঠিকই বলেছেন, সৎভাবে বাঁচাতে পারায় জীবন।
আপনি কিন্তু অনেক ভালো লেখেন।
Hi @ihfaisal, your post has been upvoted by @bdcommunity courtesy of @rehan12!
Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.
JOIN US ON
Congratulations @ihfaisal! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :
You can view your badges on your board And compare to others on the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
To support your work, I also upvoted your post!
Do not miss the last post from @hivebuzz:
This proverb best fits here. The outcomes of honesty may be small but those has immense satisfaction.
You wrote well brother❤
Obviously honesty is the best policy and there is no option, thank you brother for your complement.
সততা তো আর উনার একদিনেতৈরি হয় নাই! অনেক বছরের সাধনার ফল মিস্টি হবে এটাই স্বাভাবিক।
ঈদের শুভেচ্ছা ভাই।
ইদ মোবারক 😍
একদিনে কোন কিছুই তৈরি হয়নি, আর সম্ভব ও নয়, ঈদ মোবারক ভাই।
ঈদ মোবারক 😍