বাংলাদেশের বন্যা পরিস্তিতি

in BDCommunity4 years ago

বাংলাদেশ নদীমাতৃক দেশ। বন্যা এ দেশের একটি প্রাকৃতিক দুর্যোগ। বর্ষার ঋতুতে নদীগুলো যখন বিপদ সীমার ওপর দিয়ে অতিরিক্ত জলোচ্ছ্বাস গ্রাম ও নগর ভাসিয়ে স্থায়ী ও অস্থায়ী সম্পদ ধ্বংস করে অগ্রসর হয়,। জলবায়ু ও ভৌগোলিক কারনে বন্যা ঘটে।
received_1611773272321013.jpeg
অতি বৃষ্টিই বন্যার অন্যতম কারন, তা ছাড়াও নদ নদী গুলো পলি মাটিতে ভরাট হওয়ার কারনে কতিপয় নদীর গতিতে বাধা হওয়ার কারনে বন্যার সৃষ্টি হয়। বাংলাদেশের বন্যার অন্যতম কারন হল ভারতের গঙ্গা নদীতে একতরফা ফারাক্কা বাধ নির্মান। ২০০৭ সালে বাংলাদেশে বন্যায় হ্ময়হ্মতি হয়েছিল ব্যাপক , দেশের উওর- পূর্বে এলাকাতে প্রায় ৪৩ টি জেলায় বন্যাগ্রস্ত হয়ে পড়ে। ২০০৭ বন্যায় হ্মতির পরিমান ৭০০ কোটি ডলার বা ৪২ হাজার কোটি টাকা। ভারতের ওপর অবস্তিত হিমালয়ের বরফ আকস্মিক বন্যার সৃষ্টি করলেও তার ভয়াবহতা বহন করে নিতে হচ্ছে ভাটির দেশ বাংলাদেশকে। বাংলাদেশের সর্বনাশা বন্যার পানি পার্শ্ববর্তী রাষ্ট্রের ভূমি থেকেই আসছে। আন্তর্জাতিক আদালতে আমরা এর কোনো সমধান মেলেনি।
images (5).jpg

images (6).jpg

Sort:  

ছবিগুলো খুবই সুন্দর