আমার নিজের সম্পর্কে

in BDCommunity3 years ago

হ্যালো বন্ধুরা,
আমার প্রথম পোস্টে তোমাদের সবাইকে স্বাগতম। আশাকরি তোমরা সকলে খূব ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। hive.blog -এ আমি 2021 সালের অক্টোবর মাস থেকে কাজ করছি। বিডি কমিউনিটিতে আমি একজন নতুন সদস্য। তাই আজকে আমার পরিচয় দিতে চলে আসলাম। আমি হিরন রায়, বয়স তেতাল্লিশ বছর, গ্রাম- রাজাপুর, ডাকঘর- বাসুদেব পুর, উপজেলা- চিরিরবন্দর, জেলা- দিনাজপুর, বাংলাদেশ। আমি খুবই একজন সাধারণ মানুষ এবং সাদামাটা জীবন যাপন করতে পছন্দ করি।

20220715_184428.jpg
আমি বিবাহিত। ঈশ্বরের কৃপায় আমি এক ছেলে ও এক মেয়ের বাবা। আমাদের চার সদস্যে পরিবার সুখী পরিবার।
পেশা: আমি একজন ব্যবসায়ী। কম্পিউটারে যাবতীয় কাজ করে থাকি। ব্যবসার পাশাপাশি কৃষিকাজের দেখাশোনা করে থাকি। আমি ব্র্যাক পরিচালিত স্কুলে শিক্ষকতা করেছি এবং‌ প্রশিকা নামক একটি এন.জি. ও তে চাকরি করেছি। এখন বর্তমানে ব্যবসা করছি।
খেলাধুলা: আমার প্রিয় খেলা ফুটবল। আমি ফুটবল খেলাকে খুবই ভালবাসি। আমি একজন ফুটবল খেলোয়াড় ছিলাম। এখনও সময় পেলে মাঝে মাঝে ফুটবল খেলে থাকি। এছাড়াও ব্যাডমিন্টন, ক্যারম, দাবা খেলে থাকি।
শখ: আমি একজন ভ্রমণ পীপাষু। তাই সময় করে নিয়ে আমার মোটরসাইকেলটি নিয়ে হুটহাট ঘুরতে বের হয়ে যাই। শখ করে ছাগল পালন করি, শখের বশে ছবিও আঁকতে পছন্দ করি, কবিতা লিখি।

20220715_191136.jpg

20220310_180313.jpg
এতক্ষন ধৈর্য্য সহকারে আমার পোস্টটি পড়ার জন্য তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। নিরাপদ থাকুন এবং আপনার সামনের দিনটি ভালো কাটুক।

Sort:  

শুভ কামনা

ধন্যবাদ