হ্যালো বন্ধুরা,
আমার প্রথম পোস্টে তোমাদের সবাইকে স্বাগতম। আশাকরি তোমরা সকলে খূব ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। hive.blog -এ আমি 2021 সালের অক্টোবর মাস থেকে কাজ করছি। বিডি কমিউনিটিতে আমি একজন নতুন সদস্য। তাই আজকে আমার পরিচয় দিতে চলে আসলাম। আমি হিরন রায়, বয়স তেতাল্লিশ বছর, গ্রাম- রাজাপুর, ডাকঘর- বাসুদেব পুর, উপজেলা- চিরিরবন্দর, জেলা- দিনাজপুর, বাংলাদেশ। আমি খুবই একজন সাধারণ মানুষ এবং সাদামাটা জীবন যাপন করতে পছন্দ করি।

আমি বিবাহিত। ঈশ্বরের কৃপায় আমি এক ছেলে ও এক মেয়ের বাবা। আমাদের চার সদস্যে পরিবার সুখী পরিবার।
পেশা: আমি একজন ব্যবসায়ী। কম্পিউটারে যাবতীয় কাজ করে থাকি। ব্যবসার পাশাপাশি কৃষিকাজের দেখাশোনা করে থাকি। আমি ব্র্যাক পরিচালিত স্কুলে শিক্ষকতা করেছি এবং প্রশিকা নামক একটি এন.জি. ও তে চাকরি করেছি। এখন বর্তমানে ব্যবসা করছি।
খেলাধুলা: আমার প্রিয় খেলা ফুটবল। আমি ফুটবল খেলাকে খুবই ভালবাসি। আমি একজন ফুটবল খেলোয়াড় ছিলাম। এখনও সময় পেলে মাঝে মাঝে ফুটবল খেলে থাকি। এছাড়াও ব্যাডমিন্টন, ক্যারম, দাবা খেলে থাকি।
শখ: আমি একজন ভ্রমণ পীপাষু। তাই সময় করে নিয়ে আমার মোটরসাইকেলটি নিয়ে হুটহাট ঘুরতে বের হয়ে যাই। শখ করে ছাগল পালন করি, শখের বশে ছবিও আঁকতে পছন্দ করি, কবিতা লিখি।


এতক্ষন ধৈর্য্য সহকারে আমার পোস্টটি পড়ার জন্য তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। নিরাপদ থাকুন এবং আপনার সামনের দিনটি ভালো কাটুক।
শুভ কামনা
ধন্যবাদ