Introduction post

in BDCommunity3 years ago

আসসালামু আলাইকুম আসা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন। আমি আপনাদের মাঝে নতুন এক সদস্য৷ আমার নতুন কিছু শেখার জন্য আজ আপনাদের মাঝে এসেছি। আমার অনেকদিন ধরেই এখানে যোগদান করার ইচ্ছে ছিল তবে আমার পরীক্ষার জন্য যোগদান করতে পারিনি। আজ আমার পরীক্ষা শেষ হয়েছে তাই আর দেরি না করে আজই এই সৃজনশীলতা এবং উদ্ভাবনী জগতে যোগদান করে ফেললাম। আমি আনন্দিত যে, অবশেষে, আমি এই সম্প্রদায়ে যোগদান করেছি। আমি আমার বড় ভাইকে ধন্যবাদ জানাতে চাই, আমাকে এই সৃজনশীলতা এবং উদ্ভাবন সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আশা করি আমি এখানে আমার সৃজনশীলতা এবং উদ্ভাবন দিয়ে এখানে নতুন কিছু লিখতে শিখতে ও জানতে পারবো।

IMG_20211222_021010_205.jpg

আমার ব্যক্তিগত তথ্য :

আমার নাম মোঃ রাফিজুল ইসলাম (রাফি) । আপনারা সবাই আমাকে এখানে @freakrafi হিসেবে চিনবেন। এখানে আমার নামের আগে freak রাখার মূল কারণ হলো এর মানে খামখেয়ালেপনা। আসলে সত্যি বলতে আমি অনেক অলস আর কোন কাজ গুছিয়ে করি না। তাই মা সবসময় বলে আমি নাকি অনেক খামখেয়ালি। তাই আমি এই নামটাই ব্যাবহার করি। আমি আজকেই আমার কলেজ লাইফ শেষ করেছি এইচএসসি পরীক্ষা শেষ করার মধ্যে দিয়ে। আমি আমার পাঁচ সদস্যের একটি পরিবারের ছোট ছেলে । আমার আরও দুই ভাই আছে। আমার বাবা একজন সরকারি কর্মচারী, আর আমার মা একজন গৃহিণী। আমি বাংলাদেশের ঢাকা তেই জন্ম নিয়েছি ও এখানেই ছোট থেকে বড় হয়েছি। সব মিলিয়ে আমার একটি দুর্দান্ত পরিবার আছে, বিশেষ করে আমার বাবা-মা, যারা আমাদের যত্ন নিয়েছেন আমার সব চাওয়া তাদের সামথ্যের সেরাটা দিয়ে পুরন করেছেন। অনেক ধন্যবাদ, মা এবং বাবা, সবসময় আমাকে সমর্থন করার জন্য।

শিক্ষা জীবন :

আমি আজকেই আমার কলেজ লাইফ শেষ করেছি এইচএসসি পরীক্ষা শেষ করার মধ্যে দিয়ে।আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ থেকেই স্কুল ও কলেজ পার করেছি। এখন আমি আপাতত একজন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী।

কার্যক্রম :

এখন আমি আপাতত একজন স্বেচ্ছাসেবক হিসাবে একটি যুব সংগঠনের সাথে নিযুক্ত আছি যেটি দরিদ্র লোকদের সাহায্য করে। আমরা তাদের আমাদের পকেট খরচ দিয়ে সাহায্য করি। যা থেকে গরিব ও অনাথ ছেলে-মেয়েদের এই করোনা সময়ে, আমরা ১০০০ এরও বেশি পরিবারকে সাহায্য করেছি। এই যুব সংগঠনের নাম ব্রাদারহুড অরফান ফান্ড।

আগ্রহ এবং শখ :

আমি টুকটাক লেখালেখি করতে পছন্দ করি। তাছাড়া আমি যখনই অবসর সময় পাই সিনেমা ও ওয়েব সিরিজ দেখতে পছন্দ করি। গেম এবং খেলাধুলায়, আমি অনলাইন গেম খেলতে সবচেয়ে বেশি পছন্দ করি এর সাথে ফুটবলও। আমি আড্ডা দিতে অনেক ভালোবাসি। প্রায় প্রতিদিন, আমি আমার বন্ধুদের সাথে ভাল সময়। তবে আমার সবচেয়ে বড় নেশা হলো ভ্রমণ করা। আমি বিভিন্ন জেলা ঘুরেছি। আসা করি সামনে আরও ঘুরবো। সামনের মাসেই বান্দারবন যাওয়ার ইচ্ছে আছে। বাকিটা আল্লাহ ভরসা।

মনোযোগ সহকারে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি আমার পরবর্তী ব্লগে শীঘ্রই দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

Sort:  

Welcome to this platform,
I pray and hope that you will have a great journey here.

Learn the basic things about hive from your elder brother you mentioned above.

Thank you so much.