মানবতা

in BDCommunity4 years ago (edited)

মানবতা

সব জাতি ধর্ম এক ধর্ম নই , সব ধর্মের মানুষকেই ভালোবাসতে হবে। । আমরা সবাই জানি মানবতা কথাটার অনেক গভীরতা রয়েছে। তবুও সাধারণ মানুষের চোখে মানবতা হলো মানুষের ধর্ম বা ভালো কাজ , যার দ্বারা একজন মানুষ পূর্ণাঙ্গ মানুুষে পরিণত হতে পারে। ভালো ভাবে বলতে গেলে মানবতা হলো মানুষের জন্য মানুষের ভালোবাসা, স্নেহ, মায়া-মমতা। হোক সে আশেপাশের কেউ কিংবা অনেক দূরের কেউ। আমরা প্রায় সময় রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়ার পথে দেখতে পাই ডাস্টবিন থেকে নষ্ট খাবার তুলে খাচ্ছে। আবার কখনো হাফপেন্ট পড়া খালি গায়ে ৪ থেকে ৭ বছরের বাচ্চা ছেলে এসে হাত পাতে টাকার জন্য। তখনি মানুষের মনে মানবতা উঁকি দেয়।

বেশ কিছুদিন আগের কথা , হঠাৎ করে আমার মোবাইলে একটা কল আসলো। আমার ফ্রেন্ড আমাকে কল করেছে। বলতে লাগলো আমাদের পরিচিত সকল ফ্রেন্ড সবাই মিলে কিছু রাস্তার মানুষদের সহযোগিতা করবে। কথা টা শুনে বেশ ভালো লাগলো। আমি বললাম ঠিক আছে , আমাকে কি করতে হবে। বললো আমরা সবাই একসাথে হয়ে রাস্তায় বা রাস্তার পাশে থাকা গরিব শিশুদের দেখতে যাবো ও তাদের কি সমস্যা আছে জিজ্ঞাসা করবো এবং চাহিদা অনুযায়ী তাদেরকে সাহায্য করার চেষ্টা করবো। সত্যি বলতে মনের মধ্যে একটা ভালো অনুভূতি হচ্ছিলো। যা আমি মন থেকে করতে চাই।

মেয়ে বলে হয়তো অনেক কিছু ইচ্ছা থাকলেও করতে পারি না। কিন্তু যখন সবাই একসাথে হয়ে একটা কাজ করা হয় আর সবাই ভালো ভাবে কাজ তা শুরু করে , তখন সেই কাজের মধ্যে সাফল্য আসে। সবার জন্য কাজ করা অনেক সহজ হয়ে যাই। আমরা সবাই মিলে একটি জায়গায় যাই ও সকল শিশুদের একত্রিত করি। তাদেরকে আমরা অনেক ধরণের প্রশ্ন করি , যেমন তারা কি করে , কি করতে চাই , তাদের জীবনের স্বপ্ন কি , তারা কি হতে চাই , অনেকেই অনেক ধরণের প্রশ্নের উত্তর দিয়েছে। আমরা আমাদের সবার পক্ষ থেকে তাদেরকে ভালো পরামর্শ দিয়ে আসি। যেন তারা তাদের জীবনে ভালো কিছু করতে পারে। খারাপ রাস্তায় যেন না যাই।

ফ্রেন্ডরা সবাই মিলে টাকা সংগ্রহ করি , সবাই যার যার পরিচিত লোকদের কাছে ফোন করে এসব কথা বলে টাকা চাই। এভাবে অনেক ফ্রেন্ড , আত্মীয়স্বজন , এবং আমাদের সবার কাছ থেকে টাকা নিয়ে বেশ কিছু টাকা হয়ে যাই। তাদের মধ্যে একজনের মা অনেক অসুস্থ ছিল , উনাকে ওষুধ কিনে দেয়া হয়। এবং সবাইকে জামা কাপড় ও নগদ টাকা দেয়া হয়। আমাদের মেয়েদের মধ্যে কয়েকজন রাস্তার পাশে বসে ওদের খুশির জন্য তাদের হাতে মেহেদী পরিয়ে দেই . বলে বুঝাতে পারবো না মানবতার দিকে এগিয়ে আসতে পেরে কত ভালোলাগে।

তাদের খুশি দেখে আমরা সবাই অনেক খুশি হয় , ও আনন্দের সাথে তাদের সাথে কিছু ছবি তুলি। ভালো লাগে অনেক তাদের মুখে হাসি ফোঁটালে। এই মানবতার মধ্যে প্রাকৃতিক সুখ খুঁজে পাওয়া যাই। ভিবিন্ন মানুষের স্থান , কালের উপরে নির্ভর করে মানবতার রূপ পরিবর্তন হয়। রাস্তার পাশে ডাস্টবিন থেকে কুঁড়ে খাওয়া মানুষটাকে টেনে তুলে , তাকে নিয়ে হোটেলে গিয়ে পেট ভোরে খাওয়ানোর নাম ও মানবতা। এভাবেই যুগ যুগ ধরে মানুষ মানুষকে ভালোবাসা দিচ্ছে। একজনের মানবতা দেখে আরেকজন মানবতা শিখছে ও মানুষের সাহায্যে এগিয়ে যাচ্ছে।

একা হয়তো কিছু করা সম্ভব না। তাই আমরা সকলে চেষ্টা করবো দলবদ্ধ হয়ে সবাই মিলে একসাথে কাজ করবো। একজন আরেকজনকে মানবতার দিকে এগিয়ে আনবো। এবং তাকে সবসময় মানবতার দিকে এগিয়ে যেতে উৎসাহিত করবো। নিজেও সবসময় মানবতার দিকে এগিয়ে যাবো।

20210609_150843.jpg

Sort:  

ভালো উদ্যোগ।