ফুলের প্রেমিকা

in BDCommunity3 years ago

ফুলের প্রেমিকা

IMG-20210906-WA0005.jpg

ঘুম ভাঙ্গা কোনো এক সকালে নিজের বারান্দায় থাকা গোলাপ ফুলের গাছটার দিকে চোখ পড়লে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী কেউ। তারপর ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে গিয়ে বারান্দায় দাড়াই। আলতো করে গোলাপগুলোতে হাত বুলাই । মনে হয় আজকের পুরো দিনটাই বুঝি সুন্দর হয়ে গেল একদম। বড় বড় ডালের একদম শেষটায় গোলাপটা নিজের সৌন্দর্য নিয়ে যখন ফুটে থাকে তখন মনে হয় আকাশ ছুঁয়ে বুঝি মেঘেরা ভিড় করছে ওই গোলাপটার কাছে, তাকে একটুখানি প্রাণ ভরে দেখার আশায়। সত্যি বলতে ফুল নিয়ে ভেতরে তৈরি হওয়া সব এলোমেলো অনুভূতি আমি কোনোদিনই গোছাতে পারি না, সাজিয়ে বলতে পারি না। যতই বলি না কেন কোথায় যেনো একটু অপূর্ণ রয়েই যায়। কোনোদিন দুপুর বেলায় ব্যাস্ততার মাঝে গুনগুন করতে করতে তোমার নিজ বাগানের হলুদ ফুলগুলোকে দেখেছো বাতাসের তালে দোল খেতে? আমি দেখেছি। এত দারুন দৃশ্য আর একটাও হয় না। দুপুরের সব ক্লান্তি আর অবসাদ ওই দৃশ্যে তাকিয়ে থেকে কাটিয়ে নেয়া যায়। দুপুরের রোদ গায়ে মেখে ওই হলুদ ফুলগুলো আরো বেশি জীবন্ত, আরো বেশি সুন্দর হয়ে যায়।

IMG20210903171805.jpg

বেলা গড়িয়ে যাচ্ছে এমন সময় যে একটা কোমল আলো থাকে না চারপাশে....সেই আলোয় সাদা ফুলগুলোকে দেখলে মন ভরে যায়। সাদা ফুল ভালোবাসে এমন মানুষগুলো সবচেয়ে বেশি সুখী প্রকৃতির হয়ে থাকে। তাদের কিছু থাকুক বা না থাকুক তারা সুখী, তারা ভীষণ রকমের আনন্দ নিয়ে বাঁচতে জানে।

IMG-20210906-WA0004.jpg

একদম ভোরের বেলায় টুক করে একদিন বাগানের বেলী ফুলের গাছটা আমার ভেতরের সব অনুভূতি কেড়ে নিয়েছিল, সময় টা মনে হচ্ছিল থেমে গেছে হঠাৎ করেই। সবচেয়ে বেশি প্রিয় একটা ফুল আমার। এই ফুলের সাদা ছোটো পাপড়িগুলো দেখতে এত নিষ্পাপ কেন আমার জানা নেই। আর এর গন্ধটা.....যেকোনো নেশাকে হার মানাবে চোখের পলকে। এত সুন্দর, স্নিগ্ধ গন্ধ কিভাবে কোনো ফুলের হতে পারে আমি জানি না। আমি শুধু দুহাত ভরে বেলী ফুল নিয়ে নাক ডুবিয়ে দেয় তাতে। আমার ভীষণ মন খারাপের দিনগুলো জ্বলজ্বল করতে থাকা তারাদের মত সুন্দর হয়ে যায় নিমিষেই। আমার ক্লান্তি ওই তীক্ষ্ণ সুন্দর গন্ধটা নিজের ভেতর শুষে নেয় কিভাবে যেনো। আমি একটা আলাদা দুনিয়ায় চলে যাই আর আনন্দের ঢেউয়ে পা ভেজাতে থাকি আনমনে।

IMG-20210906-WA0003.jpg

বিকেলের রূপালী আলোয় কখনো জবা আর নয়নতারা দেখেছো? আমি দেখেছি। ওরা তো নিজেরাই একেকটা আনন্দের জগৎ । আর কিসের সাথেই বা তুলনা করবো এই ফুল দুটোর! রাতের আকাশে হাসতে থাকা তারাগুলো গুনে শেষ করা সম্ভব না আমরা জানি। কিন্তু নয়নতারা গাছের সামনে গিয়ে দাড়াও, একটু ছুঁয়ে দেখো......মনে হবে আকাশের তারাগুলো তোমার হাতের স্পর্শে আরো জ্বলজ্বল করে উঠছে। রক্ত জবা ই হোক কিংবা সাদা জবা.....ইনি তো চিরসুন্দরী! চারপাশে ছড়িয়ে থাকা এনার পাঁচ ছয়টা পাতা মনে হয় যেনো আকাশে কোনো বিরাট চিলের মেলে ধরা ডানার মতন। মাঝে থাকা ওই লম্বা ঝুমকার মত অংশটা.....মনে হয় যেনো পৃথিবীর সবচেয়ে রূপসী কারও কানে তারা হয়ে ফুটে থাকা ঝুমকার মতন। এত সুন্দর কি করে হয় এইসব ছোটো ছোটো ফুল গুলো?
আর কাঠগোলাপ.....আমার ভীষণ পছন্দের একটা ফুল। হাতে কখনো ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি। ছবিতে দেখেছি বহুবার। চোখ সরাতে পারি না যতবার দেখি। মনে হয় যেনো আটকে গেছি ওই ফুলের সাদা মায়ায়। ঝুম বৃষ্টি শেষে আকাশ টা জুড়ে অনেক বড় করে ওঠা রংধনু টা যেমন সুন্দর, চোখ সরানো বারণ একরকম....ঠিক তেমনি প্রতিটা ফুল এরকম সুন্দর। ছোটো, বড়, লাল, হলুদ, গোলাপী......কত হাজারো রঙে ভরপুর আশপাশের এই ফুলগুলো।

IMG20210903172151.jpg

এগুলো কি শুধু ফুল? আমার কাছে এগুলো একেকটা অনুভূতি, একেকটা বিরাট গল্প, একেকটা সুন্দর কবিতা আর সুর। চাইলেই দু তিনটে ফুল দিয়ে প্রিয় মানুষটার মুখে হাসি ফোটাতে পারি আমরা যেটা সব টাকা দিয়েও কেনা যাবে না। চাইলেই নিজেকে ফুলে ফুলে সাজিয়ে সুখ বিলাস করতে পারি আমরা। এগুলো শুধু ফুল না। এগুলো মায়া, টান, ভালোবাসা, হাসি, সুন্দর সব স্মৃতি আর হাজারো রঙিন মুহূর্ত। মাঝে মাঝেই ভাবি ফুলের সাথে বোধহয় আমার আত্মার সম্পর্ক আছে। আত্মার সম্পর্ক না থাকলে তো এত টানার কথা না, এত ভালো লাগার কথা না। আমি ফুলের সাথে আমার চারপাশ, মাথার উপর থাকা নীল আকাশ, নদীর ঢেউ, সমুদ্রের ডাক, ঝুম বৃষ্টির শব্দ....সবকিছুর একটা সম্পর্ক খুঁজে পাই। আমার ভেতরের সমস্ত অনুভূতি ফুলের সাথে খুব ভালো মানিয়ে নিতে পারে। দারুন ভালোলাগে ভেতরে। আমার এলোমেলো শব্দ গুছিয়ে নিতে পারি, আমার সব বিরক্তি, অভিযোগ শূন্যে ভাসিয়ে দিতে পারি।

IMG-20210906-WA0006.jpg

আমি আমার মধ্যে হারাতে পারি ফুলের স্পর্শে। ইচ্ছে হয় নিজের সবটুকু ধ্যান আমি ফুলকে উৎসর্গ করে দেই। ফুলের মাঝে নিজের স্বপ্নগুলো সাজাতে পারি নির্দ্বিধায়। আমার ভাঙ্গা গলার গানে কিংবা মাঝরাতের গুনগুন করার সুরে আমি শক্তি খুঁজে পাই ফুলের জন্য। ইচ্ছে হয় বিশাল কোনো ফুলের বাগান বুকের ভেতর পুষতে, যখন তখন জাপটে ধরতে। ফুলের বাতাসে মাথা দোলানো হাসি আমার অকারণ হাসির একটা বিশাল কারণ। ফুলের মাঝে থাকলেই মনে হয় আশেপাশে শত শত জোনাকিরা ভিড় জমিয়েছে আমার না বলা গল্পগুলো শুনে নিতে। পুরাতন সব চিঠি, মাথার ভেতরকার সব উদ্ভট কল্পনা....এই
সবকিছু আমি ফুলের মধ্যে নতুন করে খুঁজে পাই বারবার। আমার শান্ত সকাল, রুক্ষ দুপুর, আলসে বিকেল, আবছা আলোর ধূসর সন্ধ্যা, কালো ছাউনির রাত কিংবা মাঝরাতে বসে ঝিমানোর মাঝে যে আনন্দ আমি সবসময় পাই তার চেয়েও কয়েক হাজার গুণ বেশি আনন্দ পাই একটু ফুলের দেখা পেলেই।

IMG20210903164501.jpg

ফুল এনে দেয়ার একটা মানুষ থাকলে মন্দ হতো না খুব একটা। কোনোদিন খুব ভোরে তার ঘুম ভাঙিয়ে দিয়ে গোলাপ ফুল এনে দেয়ার বায়না ধরতাম। কোনো একদিন ভরদুপুরে কড়া রোদের মাঝেই একটা নীল শাড়ি পড়ে, হাতে কাচের চুড়ি আর চোখে কাজল লাগিয়ে তার কাছে একটা বেলী ফুলের মালা চেয়ে বসতাম। সে এই যানজটের শহরে পায়ে হেঁটে ঘেমে একাকার হয়ে আমার জন্য বেলী ফুলের মালা নিয়ে আসত। হঠাৎ একদিন তার কাছে নয়নতারা দিয়ে সাজবো বলে বায়না ধরতাম। কোনোদিন হয়তো বলতাম একটা লাল জবা লাগবেই লাগবে। খুব মন খারাপের দিনে কোনো এক সকালে তাকে অনেকগুলো আলমানডা ফুল পেরে এনে দিতে বলতাম। হলুদ সেই সুন্দর ফুলগুলো কানের পাশে গুঁজে আমি আয়নায় তাকিয়ে সব মন খারাপ আকাশে পাঠাতাম, একদম একবারের মত ছুটি দিয়ে দিতাম। হয়তো কোনোদিন গাঁদা ফুলের বড়ো একটা মালা এনে দেয়ার জন্য আবদার করে বসতাম তার কাছে। সেই ফুলের মালা হাতে পেঁচিয়ে নিয়ে পায়ে হেঁটে হেঁটে শহর ঘুরতাম আমি।

IMG20210903171946.jpg

কোনো একদিন বলতাম আমাকে ওই টিস্যুর মত হালকা গোলাপী রঙের কাগজ ফুল গুলো আছে না....সেগুলো এনে দিতে। আবার কোনোদিন বকুল ফুল কুড়িয়ে আনতে বলতাম আমার জন্য। সেগুলো দিয়ে মালা বানিয়ে ঘর সাজাতে দারুন লাগতো। একটা ছিমছাম বাগান থাকতো। সেখানে প্রতিদিন বিকেলে প্রিয় গোলাপ, কামিনী, বেলী, জবা, কাঠগোলাপ....ওদের সাথে গল্প জুড়ে দিতাম। মানুষ কত বোকা....না? পৃথিবীতে থাকা এত রঙিন ফুল বাদ দিয়ে তারা মানুষের সাদা চামড়ার প্রেমে পড়ে। ফুলের মাঝে লুকিয়ে থাকা এতসব সুন্দর সুর বাদ দিয়ে মানুষ অন্য মানুষের মাঝে মুগ্ধতা খুঁজে বেড়ায়। যে ছেড়ে যেতে পারে, পর হতে পারে তার জন্য এত আয়োজন আর পায়ের কাছে পরে থাকা অবহেলায় অযত্নে বেড়ে ওঠা সৌন্দর্যগুলোর দিকে মানুষ তাকিয়েও দেখে না। হায় অদ্ভুত .....বড়ো অদ্ভুত এই আমরা মানুষেরা....