গ্রেটেস্ট ওয়ার্ল্ডকাপ ডেবিউ এভার?
হয়তোবা। তখন তো আমার জন্মই হয়নি 😄। তবে আপনার লেখা পড়ে যতোটুকু বুঝলাম, ১৯৯৮ তে সেমিতে খেলতে পারাটাই ছিলো তাদের জন্য বিশ্বকাপ জয়!
তবে ২০১৮ সালের ক্রোয়েশিয়াও কোন অংশে কম ছিলোনা। আমিতো টুর্নামেন্টের শুরুতে কল্পনাও করতে পারেনি তারা ফাইনাল খেলবে। তবে তাদের বিশ্বকাপ জয়ের সামর্থ্য আছে!
নতুন একটা দেশের ওয়ার্ল্ডকাপ খেলাই অনেক। সেইখানে তো ওরা অনেক দূর গেছে। ডেবিউট্যান্টদের জন্য আসলেই অনেক।
সত্যিই!