এটি শুধুমাত্র অর্থের জন্য নয়, তিনি মনে করেন এর মাধ্যমে নিজেকে চালিয়ে যাওয়া এবং ফিট রাখা। যাতে তিনি বুড়ো হওয়া এবং কিছু না করার বোঝা অনুভব না করেন।
সমাজে এরোকম চিন্তাভাবনার মানুষ খুব কম ই দেখা যায় । একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবি হয়েও মানুষটার চিন্তাভাবনা আমাকে খুব অনুপ্রানিত করেছে ।