কুমিল্লা !! আমার শহর।

in BDCommunity3 years ago (edited)


image.png
img

কুমিল্লা !!বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি জেলা। এ জেলা খাদি কাপড় এবং রসমালাই এর জন্য বিখ্যাত। উপজেলার সংখ্যা অনুসারে কুমিল্লা বাংলাদেশের একটি এ শ্রেণীভূক্ত জেলা। এ জেলার মোট আয়তন ৩০৮৭.৩৩ বর্গ কিলোমিটার। রাজধানী ঢাকা থেকে জেলার দূরত্ব প্রায় একশ পাঁচ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগের সদর থেকে প্রায় ১৫০ কিলোমিটার।

কুমিল্লা প্রাচীনকালে সমতল জনপদের অন্তর্ভুক্ত ছিল। ১৭৩৩ সালে নবাব সুজাউদ্দিন খান ত্রিপুরা রাজ্য আক্রমণ করে এর সমতল অংশের সুবা বাংলার অন্তর্ভুক্ত করেন। কুমিল্লা নামকরণের অনেকগুলো প্রচলিত ধারনা রয়েছে তার মধ্যে প্রচলিত চৈনিক পরিব্রাজক ওয়াং চুয়াং কর্তৃক সাম্রাজ্য পরিভ্রমণের বৃত্তান্ত থেকে। তার বর্ননায় কেয়া-মালংকিয়া নামক যে স্থানের বিবরণ রয়েছে সেটি থেকে কুমিল্লার নামকরণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় কুমিল্লা দুই নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল।

রসমালাই নামক বিখ্যাত মিষ্টি কুমিল্লায় তৈরি হয়। তাছাড়াও কুমিল্লা বিখ্যাত ক্ষদ্দর বা খাদি শিল্পের জন্য। ১৯২১ সাল থেকে ক্ষদ্দর বা খাদি শিল্প এ এলাকায় পরিচিত। বাশের বাশির জন্যও কুমিল্লা অনেক বিখ্যাত। কুমিল্লার হোমনার সৃমদ্ধিগ্রাম উপমহাদেশে বাশের বাশির জন্য সুবিখ্যাত। এছাড়াও বাংলাদেশের পল্লী উন্নয়ন সমিতিও এ জেলায় অবস্থিত। কুমিল্লা জেলা একটি সিটি কর্পোরেশন, ১৮ টি থানা, আটটি পৌরসভা এবং 11 টি সংসদীয় আসন নিয়ে গঠিত। কুমিল্লা জেলায় মোট সতেরোটি উপজেলা রয়েছে। এগুলো হলো ব্রাহ্মণপাড়া, চান্দিনা, চৌদ্দগ্রাম, তিতাস, দাউদকান্দি, দেবিদ্বার, নাঙ্গলকোট, বুড়িচং, মনোহরগঞ্জ, মুরাদনগর, মেঘনা, লাকসাম, লালমাই, সদর দক্ষিণ, এবং হোমনা উপজেলা।

এযাবত আবিষ্কৃত লালমাই অঞ্চলের প্রাচীন নিদর্শন এবং ময়নামতি প্রত্নস্থল জেলায় অবস্থিত । বাংলাদেশ দুইটি কমনওয়েলথ রণ- সমাধিক্ষেত্র আছে যার একটি কুমিল্লা জেলা অবস্থিত এবং অন্যটি চট্টগ্রামে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বড় সেনানিবাস কুমিল্লার ময়নামতিতে অবস্থিত। এটি স্বাধীন বাংলাদেশের প্রথম ক্যান্টনমেন্ট যেখানে ১৯৭১ সালে অনেক অস্ত্র সংরক্ষিত ছিল। কুমিল্লা জেলা অর্থনীতি মূলত কৃষিনির্ভর, তারপরও এই জেলার ১১.৬ শতাংশ মানুষ বিভিন্নভাবে ব্যবসার সাথে জড়িত । কুমিল্লায় রয়েছে দুটি শিল্পনগরী এবং বাখরাবাদ গ্যাসক্ষেত্র।

কুমিল্লা জেলার প্রধান নদী গুলোর মধ্যে অন্যতম হলো মেঘনা, গোমতী, তিতাস, ডাকাতিয়া, কাকড়ি, ছোটফেনী, আরচি, ঘুঙ্গুর এবং সালদা। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কুমিল্লা জেলার শিক্ষার হার ৬০ শতাংশ। এ জেলার উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হল কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ।

কুমিল্লা জেলার পর্যটন কেন্দ্র গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আনন্দ বিহার, ইটাখোলা মুরা, উজিরপুর টিলা, কুটিলা মুরা, কোটবাড়ি, মজিদপুর জমিদার বাড়ি, শালবন বিহার, কুমিল্লা চিড়িয়াখানা, জাহাপুর জমিদার বাড়ি, ধর্ম সাগর জলাধার , নবাব ফয়জুন্নেছা চৌধুরীর জমিদার বাড়ি, শরীয়তপুর মসজিদ, লালমাই পাহাড়। একদিন অথবা দুইদিন ঘুরার জন্য আদর্শ জায়গা কুমিল্লা। পুরাতন এইসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রাচীন বাংলার ঐতিহ্যকে তুলে ধরে।

image.png
img

image.png
img

image.png
img

কুমিল্লার বিখ্যাত রসমালাই সারাদেশেই অনেক পরিচিত। এই রসমালাই খেতে ভিষন সুস্বাদু। তবে অরজিনাল রসমালাই খুজে বের করাটাই অনেক কঠিন। কারন আপনি কুমিল্লা শহরের প্রতিটি দোকানেই মাতৃভান্ডার লেখা দেখতে পাবেন। সব দোকানেই লেখা থাকে এখানে কুমিল্লার আসল রসমালাই পাওয়া যায়। কিন্তু অরজিনাল কিনতে হলে আপনাকে যেতে হবে কুমিল্লার মনোহরপুরে। মনোহরপুরের কান্দিরপারে অবস্থিত কুমিল্লার ঐতিহ্যবাহী অরজিনাল রসমালাই এর দোকান মাতৃভান্ডার। এই দোকান থেকে খুব সহজেই আপনি কিনতে পারবেন রসমালাই যা প্রতি কেজি ২৮০ টাকা নিবে ৷ যারা এখনো কুমিল্লার রসমালাই খান নি তারা অবশ্যই খেয়ে ট্রাই করতে পারেন ৷ আশা করি অবশ্যই ভালো লাগবে।

সবাই ভালো থাকবেন 😊 আজকে এই পর্যন্তই । ধন্যবাদ !!

Sort:  

কুমিল্লার আসল মাতৃভান্ডারের রসমালাই এখনো খাওয়া হয় নি। আসলে জানা ছিলো না যে আসল মাতৃভান্ডারটা কোথায়, কারণ এখন কুমিল্লায় প্রবেশের পর থেকেই মাতৃভান্ডার নামে এতগুলো দোকান দেখা যায় যে আসল বা নকল বোঝা মুশকিল হয়ে যায়। আপনার পোস্টটি থেকে এখন জানলাম আসল মাতৃভান্ডারের রসমালাই পেতে কোথায় যেতে হবে।
কুমিল্লা শহর নিয়ে এতো তথ্যবহুল সুন্দর লিখাটির জন্য অসংখ্য ধন্যবাদ ব্রাদার :D

কুমিল্লায় দাওয়াত রইলো ভাই 😊 ঘুরা ও হবে খাওয়া ও হবে।

ইনশা আল্লাহ ভাই। :)

Congratulations @fa-him! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):

You have been a buzzy bee and published a post every day of the week.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Check out the last post from @hivebuzz:

Hive Power Up Month - Feedback from February day 5
Hive Power Up Month challenge - Feedback from February day 3
Our Hive Power delegations to the last Power Up Month challenge Winners
Support the HiveBuzz project. Vote for our proposal!

I was in Comilla once, apart from the hospitality I received, I was overwhelmed with the fitness of the highway. And to this date, I still regret not driving there.
It's quite rough where I live and offers little to zero opportunity to drive like you want to; traffic, uneven road- you just can't stop braking.
You live in one of the most privileged areas, brother.