আসসালামুআলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি,ভালো আছেন।
আমি আজ আমার লেখা একটি কবিতা আপনাদের সামনে উপস্থাপন করলাম।
এ কবিতাটি মূলত পথশিশুদের নিয়ে লেখা। যারা আমাদের এ সমাজে সবচেয়ে অবহেলিত, নিচু স্তরের মানুষ, বয়সে কম তাদের জীবনযাত্রার কষ্টকর দিক তুলে ধরলাম।৩ স্তবক লিখেছি, আরো ২ স্তবক যোগ করার কথা ছিল,কিন্তু কবিতাটি ছোট করার ইচ্ছে ছিল বিধায়, বেশি লিখিনি।
আশা করি কবিতাটি আপনাদের ভালো লাগবে।
মনের আবছা আলোছায়ায়, আবছা কুয়াশায় নিরবধি নীলাচল,
দোলায়, অবহেলায় পথের প্রান্তরে হেরিয়ে ফেরা পথশিশুর দল,
পথেই আনন্দ, পথেই ঘুরে বেড়ানো,শুকনো কালিমাখা মুখ,
কতদিন তার আহার জোটে নি, কেউ শুনেনি তার অন্তরের দুখ।
এই নিষ্প্রাণ, নির্দয় নগরীতে কেউ কি তার কাছের আপন আছে,
যে পথের ধারে, সমব্যথী হয়ে, তরুর ছায়ায় বসে অনাথের অশ্রু মুছে,
ইটের ওপর ইট রাখা, এই পাষান পাথরের সাগরে কেবা কার তরে,
পথের অবুঝ শিশু, মাসুম বাচ্চার ধিকিধিকি আবেগ বহ্নি জ্বলে অন্তরে।
Src
এক পথ থেকে অন্য পথে,ধুলোর পথে বয়ে যায় তার অচল মলিন পথচলা
পাতা কুড়োনোর দল, কখনো টোকাই হয়ে ফিরে চলা, অন্য পথে বেলা অবেলা,
এ জগতের দুস্থ অনাথ, যত সহায়হীন পথের পথিক,দৈন্য দশায় হাফছাড়া,
নিয়তির ফেরে আজ এই ভগ্নদশা, কোথাও কেউ নেই যার, তাই তারা সৃস্টিছাড়া।