নিয়তির ফেরে শহুরে জীবনে ফিরে চলা,
বুঝ কি তুমি?
কষ্টে কাটানো কোনো মলিন ঘরে রাত্রিযাপন,
দিন গুজরানো একটি চাকরির প্রতীক্ষায়,
ছেড়ে আসা পরিবার পরিজন, স্মরনে ঐ স্মৃতির রোমন্থন,
বুঝ কি তুমি?
কতদিন আপনজনের কাছ থেকে দূরে,
পাষাণ পাথরের শহরের অনাদরে হাতড়ে বেড়ানো,
নতুন করে বাঁচতে শেখা, জীবিকার টঙ্কা কুড়োনো,
বুঝ কি তুমি?
মমতার মর্মে স্নিগ্ধতায় মন ভুলিয়ে, এগিয়ে চলা,
শত কষ্টের মাঝে হাসতে শেখা,
বেদনার যাতনা নিংড়ে সুখ খোঁজা,
মনের মাঝে ফুল রেখে হৃদয় রাঙিয়ে পড়াশোনা,
বুঝ কি তুমি?
জানি,তোমার বাবার অঢেল টাকার পাহাড়ে,
আমাকে খুব সহজেই কাবু করে রাখা যায়।
স্ট্যাটাস এমন এক ছলনা, যা দিয়ে তোমার বাবার
সমান কখনোই হবো না।
কিন্তু, ভালোবাসা মাপার মতো মানদণ্ড কি আছে এ ধরায়?
বুঝ কি তুমি?
রবীন্দ্রনাথ বলেছিল, যাকে ভালোবাস তাকে কখনোই,
নিজের করে কোনোদিন পাবে না।
তাইতো মনে পড়ে,কিছু ভালোবাসা অপূর্ণতায় পূর্ণতা পায়,
যা অধরা থাকে চিরদিন।
মনের মাঝে হাঁফ ছেড়ে তোমায় খোঁজার মূল্য,
বুঝ কি তুমি?
একটি চাকরি পেলে কি তোমায় পাবো?
না পাবো না,তার হিসাব কষতে রাত পেরিয়ে ভোর হয়,
ভোরের আলোয় তোমার ছায়ার ভ্রমে, মন পুড়ে যাওয়া,
তুমি কি বুঝ?
হৃদয়ের চিলেকোঠায় ধোঁয়ার কুন্ডলি পাখা মেলে,
দূর আকাশে মিলিয়ে যায়,
তোমার প্রতীক্ষায় একাকী পার্কে বসে থাকা,
চনমনে পুবের হাওয়ায় দীর্ঘশ্বাসের হল্লা বওয়া,
বুঝতে পারো?
জানি,আমার এ প্রশ্নের কোনো উত্তর নেই তোমার।
ভাবছো,কত শত প্রলাপ বকছি, ঘুমের ঘোরে।
ভালোবাসার হৃদয়হরন কতটা গভীর,
যেমন বাঁধভাঙা ঢেউয়ে টালমাটাল নদীর তীর।
ভুলে যাওয়া ভালোবাসা কি ফিরে আসে,
জানিনা, কারন তোমাকে ছাড়া প্রতি মুহূর্ত মূল্যহীন।
ধোঁয়ায় উঠে মিলিয়ে দিলাম ভালোবাসার রং,
হয়তো কোনোদিন সেই ধোঁয়ায় ফুটে উঠবে তোমার প্রতিচ্ছবি,
আর আমি পার্কে বসে তা দেখবো।
তোমার বাবার টাকার পাহাড়ে পড়ে থেকো,
আরেক টাকাওয়ালাকে নিয়ে সুখের শান্তিতে দিন কাটিও।
আমি চললাম,শেষে সব হারিয়ে বুঝেছি,
আমার মতো কুলহারার জন্য ভালেবাসা,
সে তো বিলাসিতা আর দিবাস্বপ্নের মতো।
আসে ঝলকে, চমকে উঠি, ফির চলে যায়, চলে যায়, চলে যায়।
Congratulations @beehiver24! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :
Your next target is to reach 900 upvotes.
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP