সু স্বাগতম, বাংলা কমিউনিটি মেম্বার ও অতিথিবৃন্দ।।সবাই কেমন আছেন?
আশা করি ভালোই আছেন।বেশ অনেকদিন পর লিখতে বসলাম।আজ বিকেলে একটি গল্প লিখছিলাম, হঠাৎ মনে হলো আপনাদের সাথে নিজেকে পরিচিত করাই। আমি একজন সাহিত্য অনুরাগী ও গল্পকার।গ্রামীন ও শহুরে সাহিত্য নিয়ে লেখার বিভিন্ন চর্চা করি।অবসরে লিখি এবং হাইভ ব্লগে বিডি কমিউনিটিতে নিজের গল্পগুলো শেয়ার করার জন্য একটি আদর্শ প্লাটফর্ম বলে মনে করি।
আমি এমনিতে নিজে নিজে গল্প ছাড়াও কবিতা,উপন্যাস রচনা করতে পারি। একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কল্পনার জগতে বিচরন করতে করতে গল্প লেখার ভাব পেয়ে বসে।তখন, কালি, কলম, মন,, লেখে তিন জন,এই উক্তিটির উপলব্ধির মতো লিখতে শুরু করি।
সাহিত্য বিশেষ করে, বাংলা সাহিত্য নিয়ে আমার রোমাঞ্চ অনেক দিন ধরে।ছোটবেলা থেকেই লেখালেখির অভ্যাস আমার৷ অভ্যাসটা একদিনে তৈরি হয়নি। বড় বড় সাহিত্যেকদের রচনা পড়তাম কচি বয়সে,তারপর যখন একটু বড় হলাম, তখন নিজেই ডায়েরিতে লিখে রাখতাম গল্প আর প্রবন্ধ। এভাবেই লেখালেখির প্রতি একটা ঝোঁক চলে এসেছিল।
হাইভ ব্লগের সাথে পরিচিতি হবার পর থেকে, বিডি কমিউনিটিতে এসে পড়লাম৷ মাঝখান দিয়ে কিছুদিন লেখালেখি বন্ধ করে দিয়েছিলাম কোন ভালো দৃশ্যপট পাচ্ছিলাম না বলে।তবে,এখন থেকে নিয়মিত লিখবো বিভিন্ন গল্প ও কবিতা। আশা করি,আপনারা আমার সাথেই থাকবেন এবং সাপোর্ট করে যাবেন।এই কমিউনিটি অন্য সব কমিউনিটি থেকে একটু ব্যতিক্রমধর্মী, বিভিন্ন দিক থেকে।বাঙালীদের জন্য তো বটেই, তাছাড়া বিদেশী অন্যান্য লেখকরাও ইংরেজিতে বিভিন্ন কন্টেন্ট শেয়ার করেন, এবং বিডি ভোটার টিম কমিউনিটির জন্য ভালো কন্টেন্টগুলোকে সাপোর্ট করে চমৎকার একটি পঠনশীল শিক্ষনীয় ও বিনোদনকারী ব্লগ প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে পেরেছে। তাই,এই কৃতিত্বের জন্য ধন্যবাদ জানাই পুরো টিমকে।
অবসরে যারা ব্লগ লিখতে পছন্দ করেন এবং বাংলাতে লিখেন তারা এ মঞ্চে ভালো করবেন, এটা ধরে নেওয়া যায়।আমিও নিজের লেখা বিভিন্ন সাহিত্য ও জীবনধর্মী লেখা লিখবো ভবিষ্যতে এই আশা করি।ব্লগ লেখা হলো একটা রুচিশীল আর্ট যা লেখার ভালো দক্ষতা অর্জন করতে সাহায্য করে।এই ব্লগ লিখার ক্ষেত্রে শিক্ষনীয় অনেক বিষয় আছে,অন্যদের থেকেও শেখাার আছে।
বিভিন্ন সৃষ্টিশীল লেখা ফুটিয়ে তোলার মাধ্যমে উপস্থাপন দক্ষতা বাড়ে বলে আমি মনে করি, এবং গুছিয়ে লেখার গুনগুলোও রপ্ত করা যায়।
এই কারনে,অবসরে ব্লগ লেখার প্রতি আমার আগ্রহ বেশি।
Src
সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।
সবার জন্য শুভকামনা।
শুভ বিকেল।
Congratulations @beehiver24! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :
Your next target is to reach 800 upvotes.
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP