পাই নাই, আই ঠাঁই,
বলি তাই,পুরে ছাই,
অন্তর গেল জ্বলে....
আমিও এবার মনের কথা ,
চাইছি দিতে বলে...
ওগো চন্দ্রমল্লিকা রাই.....
যদি তোমার হয়ে যাই!?
টানবে কি, মনের কাছে,
আনবে কি ধরে...
মানবে কি হৃদয় ভাঁজে,
নিয়েছি আপন করে...?
যদি দিশাহারা তরী,
ডুবি ডুবি ভরি,
নাই খুঁজে পায় কূল...
আমি না হয়
করব তোমার,
খানিক ক্ষমা ভুল...
যদি হৃদয়ের টান,করে আনচান,
পরানে নাহি সয়...
গুনবো তখন, শুনবো আমি,
চুপিসারে কি কয়...
ওগো রাই , বলি তাই ,
দেখ না ভেবে এমন...
খুঁজে নাও তুমি, বুঝে নাও এই,
আমার আমি কেমন...??
![Screenshot_20201012-095348.png](UPLOAD FAILED)