মৃত্যু তুমি আসলে কি?
আমার জীবনের সমাপ্তি নাকি তুমি ঘটে যাওয়ার পর এটা বোঝানো যে জীবন বলতে কিছুই নেই!
তোমাকে অনুধাবন করেছে সবাই কিন্তু তোমার প্রত্যক্ষ বর্ণনা দেওয়ার ক্ষমতা হয়তো কারো নেই !
তুমি কাউকে আলাদা করে দেখো না কিন্তু তা সত্ত্বেও সবাইকে সবার থেকে আলাদা করে দাও।
মৃত্যু তুমি আসলে কি?
তুমি আমার সকল ক্ষমতা কেড়ে নেওয়া শক্তি নাকি আমার জীবনের একমাত্র গন্তব্য স্থল?
আমি মরে যাওয়ার অর্থ আমি আর এই পৃথিবীতে নেই ! নাকি এই পৃথীবিটাই আমার কাছে মিথ্যা!!
মৃত্যু তুমি আলো নাকি অন্ধকার ?
বাতাস নাকি বয়ে যাওয়া চিরন্তন সত্য!
মৃত্যু তুমি কি জীবনের সাথে জড়িয়ে থাকা সুখ্য যুক্তি? নাকি জীবন থেকে প্রদান করা চির মুক্তি?
তুমি কি জানা তথ্য? নাকি একটি শব্দের (মৃত্যু) বাহিরে লুকিয়ে থাকা অজানা কিছুই নও!
তুমি কি জীবনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা সত্য নাকি এটাই যে তুমি বাদে সব মিথ্যে !!
তুমি কি শেষ নাকি শুরু?
জ্ঞান নাকি ধ্যান?
প্রাণের ক্ষয় নাকি অক্ষয় সামর্থ্য?
অপবিত্র নাকি অভিশাপ থেকে মুক্ত করার পবিত্র শক্তি?
মৃত্যু তুমি কি?
তুমি প্রাণী থেকে প্রাণ ছিনিয়ে নেওয়ার অধিকার নাকি সমস্ত কিছুই তোমার অধীনে?
তুমি ত্যাগের কারণ নাকি নিজেই স্বয়ং ত্যাগ!?
মৃত্যু তুমি জীবন কে অতিক্রম না করতে পারা সীমা নাকি নিজেই অসীম ? তুমি শিক্ষিত নাকি সমস্ত শিক্ষার অবসান !
তোমায় জেনে নিতে হবে নাকি সবার প্রথমে মেনে নিতে হবে?
মৃত্যু তুমি কি কষ্টের নাকি এটার একমাত্র প্রমাণ যে কষ্ট শব্দটাই মোহের সাথে জরিয়ে থাকা মুক্তির পথ ভ্রষ্ট!
তুমি কি কান্না নাকি কান্না দিয়ে ধুয়ে মুছে ফেলা এক মুঠো সজীবতা?
মৃত্যু তুমি ধরো নাকি ধরা দাও ?
অভিশাপ নাকি আশীর্বাদ!
শেষ নিঃশ্বাস নাকি তুমি আছো এই আশ্বাস !
প্রতিটা প্রশ্বাসে কেন তোমায় মনে করি না ?
মৃত্যু তুমি আমায় ধরিয়া
তব চরণে দিও ঠাঁই ,,,
তোমাকে পাইলে মোর পরানে ,
প্রত্যাশা তো আর নাই....!