কে বলেছে, মৃত্যু শুধু কান্না ভীষণ ধুপের ছাই?
শীতল হাওয়া, পরম পাওয়া, সংকোচ নাই..
শুধুই কি বোবা মুখ ? আর বন্ধ চোখ?
এটাও তো মেনে নেওয়া, যা হবার হোক!
মৃত্যু কি কাঁদায়? নিজেও কি হাসে?
কারন ছাড়া বারণ ভুলে অসময়েও আসে!
মৃত্যু কি এটাই যে জীবন শেষ?
বাকিদেরও রেখে যাওয়া দারুন বেশ!
জীবন হলো চলছে যেটা সবাই যেথা রয় !
যদি বলি আমার জীবন? কেমন কথা হয়?
ওই,,,,, কান্না কেন? মারব কিন্তু! আবার ?
আমি কিন্তু এখন আড়ি করব ...
চোখকে বলো কাদিস না আর মনকে বলো থাম,
কে পেরেছে এ জগতে মিটিয়ে দিতে দাম !?
সবাই কি নিয়ম করে আশি বছর বাঁচে!?
কারো মৃত্যু আট বছর বা আট দিনেও আসে!
আমিও যাচ্ছি শেষ বেলাতে সময় গেল রয়ে,,
কেউবা যাবার সাক্ষী হলো আপন চেনা হয়ে ।
চলে যাচ্ছি ? কোথায় ছিলাম ? আবার কোথায় যাবো?
ও জম্মেও কি তোমার মত কাউকে এমন পাবো?
এ জম্মেও বা পেলাম কোথায়? পাওয়া কাকে বলে?খানিক সময় কাছে থাকা তাতেই জীবন চলে !
স্বাধ মেটে না ? সাধ্য আছে ? রাখবে কোথায় আবার?
সেই তো আবার ফিরিয়ে দিবে সময় হলে যাবার!
আচ্ছা আচ্ছা হবো ! আরে আমি তো মজা করছিলাম!
পরের জন্মে তোমার হবো আবার জীবন পেলে !
স্বপ্ন গুলো করব পূরণ মুক্ত ডানা মেলে!
আচ্ছা আমায় চিনবে? ওইতো চিনবে না তো?
ঠিক , ঠিক ধরেছিলাম !
শোনো তাহলে,
আমায় চিনবে দিনে শেষে সন্ধ্যা হলে পরে !
কোন ছেলেটা কারন ছাড়াই খাময়ালি করে..?
কোন ছেলেটা অল্প কথায় বড্ড বেশি হাসে ?
আমার মতই আবার কখন তোমায় ভালোবাসে?
সাধ্য হবে সাদামাটা গল্প হবে দামি !
সেটাই হবে আমার লেখা, সেটাই হবো আমি।
তখন আবার ডাকবে নাকি? পিছন থেকে হাত নাড়িয়ে বলবে, এই যে আমি এখানে!?
আচ্ছা ডেকো ..
আমার দেওয়া লাল সুতটা আবার নাহয় বেঁধে ,
পরের জন্মে ডেকো আবার হাত নাড়িয়ে সেধে ।
বরাবরের মতো গুছিয়ে বলে দিলাম তো?
এটাই হবে , এটাই হবো, মিলিয়ে নিও কেমন?
ও জম্মেও এমন হবো এবার ছিলাম যেমন!
কি দারুন তাই না?
এবার তাহলে আসি?
যাবার বেলায় অগ্নিশিখায় আকাশ ভালোবাসি!
নিজের মত গুছিয়ে দিলাম তোমার চাওয়া পাওয়া!
এবার না হয় শান্তিতে হোক আমার চলে যাওয়া ..
কবিতাটি বেশ সুন্দর ছিল। এইটা আবৃত্তি করা গেলে দারুণ হতো, আবৃত্তি পারেন? 😛
😊😊 ধন্যবাদ
অসাধারণ হয়েছে কবিতাটা!
ধন্যবাদ