ভালো লাগে শ্মশানে দেখা,
নিজের দেহের ছাই..,
আশ্চর্য সেই ছাইটা কেন,
দেখার উপায় নাই..?
ইচ্ছে ভীষণ মরার পরে ,
দেখব চেয়ে চেয়ে ,,,
কার পড়ে যায় অশ্রু ঝরে,
আঁখিতে আঁখিতে বয়ে,,
সেই চেনা সুর, আর কতদূর,
এবার আসিলো দিন ,,,
ভাসিলো নয়ন অশ্রু তলে,
কাটিলো আয়ুর ঋন!
মৃত্যু হলো সকাল বেলা,
বাইরে এলো প্রাণ ,,
অস্তিত্ব মোর হারিয়ে গেল ,
নিরব অভিমান ,,
হ্যারে ...
কখন কাটে গাছের চলা ,
মিষ্টি আমের নাকি?
বলছে রে কেউ মাটির দেহ ,
মাটি দিয়েই ঢাকি,,,
স্বাধ ছিল মোর কাষ্ঠে সাদা,
টগবগিয়ে জ্বলে ,,,
পুড়বো ভীষণ শীতের দিনে,
বিকেল বেলা হলে,,
ওসব ভীষণ খামখেয়ালি,
যদিও বলে ওরা ,,,,
ইচ্ছে গুলো করবি পূরন ,
কাছের মানুষ তোরা,,
ঘিরছে লোকের কোলাহলে,
আমার চারি পাশ,,,
কোথায় আমার বন্ধু মহেশ?,
দেখব অভিলাষ,,,
ছেলে পুলে, গিন্নী আমার,
কাঁদছে এসে এসে,,
পাশের বাড়ির নিতাই দাদা,
খাট গড়নের বেশে,,
হ্যারে ,,,
কৃত্তনেতে মাতছে কারা?
কৃষ্ণ কৃষ্ণ বলে।
এখন আমার হচ্ছে মনে,
ঘুমিয়ে মায়ের কোলে।
এক এক করে অতীত গুলো ,
পড়ছে মনে বেশ ।
সেদিন থেকে শুরু আমার,
আজকে আমি শেষ।
এইতো সেদিন কান্না করে ,
দুলছি মায়ের কোলে,,
আজকে রে হায় নিচ্ছে মোরে,
পূর্ব শ্মশান তলে,,
বেলা গেল খেলার ছলে,
হেলায় গেল দিন ..
এত শত হিসেব করেও ,
শোধ হলো না ঋন ।
মায়ের হাতের রান্না করা,
ছানার বড়ার ঝোল,
সাতাশ বছর হারিয়ে মাগো,
কোথায় তোমার কোল?
বাবাও জানো গত হলো ,
তোমার যাওয়ার পরেই ..
তার পরে হায় পঁচিশ বছর,
নিজের মত করেই ,,,
এইসব ভেবে পাচ্ছি না কূল,
শেষের বেলায় এসে ...
হেলায় গেছে অনেক কিছু ,
সময় গেছে ভেসে ...
শশ্মান যাত্রা করার পথে ,
বিদ্যালয়ের মাঠ ,,
তার পাশে বয় গঙ্গা নদী,
চিরচেনা ঘাট ,,
মনের দিকে বাচ্চা ভীষণ,
এদিক ওদিক যাই ,,,
ইচ্ছে হলো খেলব মাঠে,
নামিয়ে দে না ভাই ,,
বাল্যকলের বন্ধু গুলো,
আবার ঢেকে আন ...
খানিক সময় তাদের সাথে,
জুড়িয়ে নিবো প্রাণ ...
ইচ্ছে গুলো রইবে তোলা,
সেটা বোধহয় হবে না...
আমার মনের কথা গুলো,
বোধহয় কেউ আর কবে না,,
দুলছে আমার দেহ যেটা,
সুঠাম ছিল ভারী ,,,
কে নিয়েছে কাঁধে আমায়,
মুখটা দেখি তারি?
একটু বাদেই নামিয়ে দিলো,
শ্মশান ঘাটে এসে,, ,
একাই আমার মৃত দেহ,
সবাই বাঁচার বেশে ,,,
স্নান করালো , মান বাড়ালো,
অগ্নি দিলো মুখে,,
অবশেষে বিদায় দিলো ,
আমার পরম সুখে..
কোথায় গেল হাত দুখানা,
কোথায় গেল মাথা?
অগ্নি শিখায় মলিন হলো ,
তীব্র কোমর ব্যথা,,,
ওরে ওদিকে কেহ থামা....
থামা আপন কান্না গুলো
আপন যাদের মুখ,,,
আমার হয়ে বল না তাদের,
মৃত্যু পরম সুখ,,
সুখের ছোঁয়া, তীব্র ধোঁয়া,
উঠলো শ্মশান ঘাটে,
খানিক বাদে পুড়ছে দেহ,
সূর্য নামে পাটে,,,
✍️ আকাশ সিংহ
(সংক্ষিপ্ত কবিতা
Really very nice....Go ahead
Thank you so much brother
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমার একটি প্রশ্ন ছিল আপনার কাছে।। এই কবিতাটি কি আপনার নিজের লেখা?? এবং আপনি ছবিটি দিয়েছেন সেটা কি আপনার নিজের? আর আপনি যদি এখানে নিজের পরিচয় দিয়ে শুরু করতেন, তাহলে অনেক খুশি হতাম আপনার সাথে পরিচয় হয়ে।
হ্যাঁ এটি আমার নিজের লেখা কবিতা। ছবিটিও নিজের তোলা, নিজের ডিজাইন । আমার নাম আকাশ সিংহ , পেশা: student . ধন্যবাদ