প্রায় ৪০ কেজি ওজনের মুঠোফোন!

in BDCommunity2 years ago

গাড়ীর পিছনে ডেকে ৩৭ কেজি ওজনের CAR PHONE হতে ১৫০-২৫০ গ্রামের টাচ স্ক্রীন প্রযুক্তিযুক্ত ফোন! ১৯৪৭ খ্রীষ্টাব্দের CAR PHONE হতে বর্তমানের স্মার্টফোন যুগে পৌছাতে শুধুই যে ২৪৬ গুণ ওজন এবং আকৃতিতে কমেছে তাই নয় কিন্তু পেরিয়ে আসতে হয়েছে অনেক প্রযুক্তিগত বাঁধা। যদিও প্রথম মোবাইল ফোনের কথা মনে পরলে আমাদের মনে ভেসে ওঠে একটি BAR PHONEআলোকচিত্র!

যাই হোক CAR PHONE কাজ করত একটি লোকাল নেটওয়ার্ক সিস্টেমের মতো! রাস্তায় এবং আশেপাশে থাকা গাড়ীর মাধ্যমে নেটওয়ার্ক বিস্তৃতি লাভ করত! কিন্তু দিন দিন ব্যবহারকারীর সংখ্যা যত বাড়তে লাগল কার ফোনের নেটওয়ার্কেও ট্রাফিক জামের মত সিরিয়াল বাড়তে লাগল! দেখা যেত একটা সময়ে গিয়ে কাউকে কল দেবার জন্য সর্বনিম্ন ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকা লাগত! কিন্তু ১৯৭৩ খীষ্টাব্দে এই সমস্যার সমাধান নিয়ে আসেন মোটোরোলা কোম্পানির একজন প্রকৌশলী – মার্টিন কুপার! তিনি পৃথিবীকে দেখান মোবাইল নেটওয়ার্কের ভবিষ্যৎ কিরূপ হতে চলেছে!

তিনি ড্যানাটেক ৮০০০ক্স- জানি আপনার মনে হচ্ছে আহহহ কি এটা? এটি আর কিছু নয় সেই বার ফোন! আজকের টাকায় প্রায় ১৩৩০ কোটি টাকা ব্যয় এবং প্রায় ১০ বছর পর মোটরোলা তাদের ড্যানাটেক ৮০০০ক্স মোডেলের হাতে বহনযোগ্য মোবাইলফোন জনসাধারণের জন্য বাজারে আনে! যেটি বর্তমানের ১২ লক্ষ ৩৫ হাজার টাকা সমমূল্যে বাজারে সর্ব সাধারণের জন্য উন্মুক্ত হয়! ১০ বছর সময় লেগেছিল কারণ সেলুলার টাওয়ার স্থাপন করতে হয়েছিল যেহেতু সেই সময় প্রযুক্তি এই ফোনের জন্য প্রস্তুত ছিল না! এর পর আরকি- একের পর এক প্রযুক্তি গত উন্নয়ন! ভিন্ন মডেলের বার ফোন থেকে আরও ক্ষুত্র আকৃতি ফোন! এদের মধ্যে উল্ল্যেখযোগ্য কিছু ফোন হলঃ

আই বি এম- সাইমন(১৯৯৪)
*এটি ছিল প্রথম স্মার্টফোন!
*প্রথম টাচস্ক্রিন ফোন!
এবং এই ফোনের প্রথম সফটওয়ার অ্যাপ ছিল!

যার দাম বর্তমানের ২ লক্ষ টাকার মত ! এর পর অনেক ধরণের ফ্লিপফোন এবং কুয়েট্রি কি-বোর্ড ওয়ালা ফোন বের হয়!কিন্তু ২০০৭ এ আইফোন মুঠোফোনের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়! যার ফল আমাদের আজকের সকল স্মার্টফোন! হোক android or ios or lunix সকল বর্তমান স্মার্টফোন এর পর থেকে একই ধারা অনুসরণ করছে! হয়ত সামনে পিছে নতুন ক্যামেরা যুক্ত হচ্ছে অথবা প্রসেসর-র‍্যাম-স্টোরেজ বাড়ছে কিন্তু একই জিনিস অব্যাহত আছে!
আহহ এতো ছিল মুঠোফোনের একাল-সেকাল! মন্তব্য কমেন্টে শেয়ার করুন!

- অষ্টিন নির্ণীত বিশ্বাস
Sort:  

মোবাইল আসলেই বিজ্ঞানের এক বিরাট বিস্ময়।খুব আবাক লাগে কিভাবে এখানে বসে কথা বলছি আর হাজার মাইল দূরে একজন আমার কথা শুনতে পাচ্ছে।হ্যাঁ এর বৈজ্ঞানিক ব্যাখ্যা জানি,কিন্তু এই ব্যাখ্যা মনকে তৃপ্ত করতে পারে না।

এখন পুলিশরা যেমন ওয়াকিটকি ব্যবহার করে ২০০৪-২০০৫ এর দিকে এ ধরনের ফোন গ্রামের বাজারে কিনে আনে একজন ব্যবসায়ী,তখন শুনতাম ফোনের দাম নাকি ছিলো আশি হাজার, সিমের দামও নাকি এমনই অনেক।বিদেশে ফোন করার জন্য প্রতি মিনিট আশি টাকা দেওয়া লাগতো।

Dear @austinbiswas, we need your help!

The Hivebuzz proposal already got important support from the community. However, it lost its funding a few days ago and only needs a bit more support to get funded again.

May we ask you to support it so our team can continue its work?
You can do it on Peakd, ecency,

Hive.blog / https://wallet.hive.blog/proposals
or using HiveSigner.
https://peakd.com/me/proposals/199

Your support will be really appreciated.
Thank you!