চারিদিগে এত দূষন নিজেকে দূষন মুক্ত রাখা মুশকিল প্রায়। দূষিত হচ্ছে মানুষ এর মস্তিষ্ক।
পুঁজিবাদ, ভোগবাদ যেন চারদিক থেকে ঘিরে রেখেছে। কোন লালসা পিছনে ছুটছি তা যেন আমাদের আজানা। সেশ পর্যন্ত সকলের শান্তি চায়। কিন্তু সুখটা যেন বেধে রেখছি সোনার হরিন এর কাছে। আরো চাই আরো দেও। এযেন এক আসুস্থ প্রতিযোগিতা নেমে পরেছি আমরা।
প্রতিযোগিতা মানেই সেই বিভেদ, দন্দ,ঈর্ষা।
তাই প্রতিযোগিতা শব্দটা অদ্ভুত মনে হয় নিজের কাছে।
নোটিস বোর্ড এ টানানো কাগজ ঠিক করে দেয় তুমি ছোট কিনা বড়। কিন্তু একজন রিকশাচালক এবং
একজন ডাক্তার দুজনেই সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের নিচু শ্রেণী মানুষ যাদের বলছি তারা কি একজন কোট টাই পাড়া উচু শ্রেণীর মানুদষের মত আমাদের প্রয়োজন মেটায় না? তাইলে এত ভেদাভেদ করে দেখার কি আছে। সকলে সম্মান প্রাপ্য। বর্তমান মহামারি সাময়িক সময় এর মাএ কিন্তু মানুষ এর চিন্তার উন্নতি সময় সাপেক্ষ ব্যাপার।
আমারদের চারিপাশ প্রতেকটা জিনিশ আমরা নিজেরা, আমাদের চিন্তা ধারনা বিবর্তন এর মধ্য থেকে এসেছে। আর বিবর্তন সময় সাপেক্ষ ব্যাপার।
আর আমার বিশ্বাস এই পরিবেশ এর উন্নতি ঘটবে। প্রজন্ম থেকে প্রজন্ম এর পরিবর্তন হচ্ছে সামনে আরো হবে। স্বাভাবিক ভাবে বলতে গেলে আমার বাবার ধারনা আনেকটা ধর্ম কেন্দ্রিক যার কারনে আমি আমার মতামত এর সাথে আনেক আমিল খুজে পাই এইটাই পরিবর্তন।নতুন প্রজন্ম আরো আনেক পরিবর্তন হবে এটাই আমার আশা।
ব্যাক্তিগত জায়গা থেকে এটাই আমার নিরাশা বা হতাশা, আশা কারন।
আমি লেখালেখি করিনা তেমন বলা যায় এইটাই আমার প্রথম লেখা।ভুল গুলো ক্ষমা সুন্দরদৃষ্টিতে দেখার আনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ
It is almost difficult to keep oneself free from so much pollution.Contaminated is the human brain.Capitalism and consumerism seem to surround us.
It is unknown at this time what he will do after leaving the post. Everyone wants peace till the end. But we are keeping the happiness tied to the golden deer. we want more, give more. we are descended into an unhealthy competition.
Competition means that division, punishment, jealousy. So the word competition seems strange to myself. The paper drawn on the notice board fixes whether you are small or big.But a rickshaw puller and a doctor both play an important role in society. Don't the lower class people of the society who I am talking about meet our needs like the upper class people wearing a coat and tie? So what is there to see so much discrimination. Everyone deserves respect. The current epidemic is temporary, but the improvement of human thinking is a matter of time. And I believe this environment will improve. The change from generation to generation will be more up front.Naturally, my father's ideas are very religious, which is why I find so many differences with my opinion. This is the change. This is my hope that the new generation will have many more changes.
thank you.
Congratulations @artistparthoroy! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :
You can view your badges on your board And compare to others on the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
To support your work, I also upvoted your post!
Marvelous writing. Good luck. :)
thanks a lot dear 😊😊😊
Wonderfully written brother..so nice. :)
আনেক ধন্যবাদ ভাই 😊😊😊
The language at the top looks absolutely beautiful. I've never seen it before, what is it?
bangli
মানুষ বড়ই অদ্ভূত থেকে থেকে রং পাল্টায় কিন্তু তাদের বিবেক পাল্টায় না ।
এই যায়গা থেকে সরে আশা দরকার আমাদের ভাই । এক জায়গা পরে থাকা মানুষের ব্যার্থতা।
ভাল আইনজীবি নয় ভাল মানুষ হওয়া দরকার।
Mindblowing brother.
আনেক ধন্যবাদ ভাই 😊😊😊
হ্যা নিজেকে পরিষ্কার করতে হবে।😊😊