রাইত এহন ম্যালা গভীর
তোমার কথা মনে হইতাসে জানো?
এমন কত রাইত আমরা
চান্দের দিকে চাইয়া পার করসি।
এমন কত রাইতে
তোমারে আমার সুখের কবিতাগুলান শুনাইতাম শুধু
আর তুমি সরল ভালোবাসা নিয়া শুইনা যাইতা,
মাঝেমাঝে বড় একখান শ্বাস ফালায়া
কপালে হাত দিয়া কইতা
কবিতায় কি ঘরে খাওন আনে?
উত্তর দিবার পারতাম না তহন
ঘরের গরিবি হালের কষ্ট লইয়া সুখের কবিতা বানাইতাম
কষ্টের ভিত্রে থাইকা আবার কষ্টের কবিতা লেখন কি মানায় কও?
আগেরমত এহনো সুখগুলা নিয়া,
তোমারে নিয়া কবিতা লেখি জানো?
খালি শুনাইবার পারিনা!
আসমানের দিকে চাইয়া শুনাইলে কি
তুমি শুনবা?
আরেকবার কি আমারে কইবা
কবিতায় কি ঘরে খাওন আনে?
টুকটাক কবিতা লেখা চেষ্টা করি, গতবছর এক লকডাউনের রাতে লিখেছিলাম এ কবিতাটি। কেমন লাগবে জানাবেন কমেন্টে।
অনেক অনেক ভাল হয়েছে ভাইয়া। আমি মুগ্ধ। মনে হচ্ছে আপনার লেখার হাত খুব ভাল। ❤
ধন্যবাদ ভাই। সাপোর্ট পেলে এই কমিউনিটিতে আরো পোস্ট করব ইনশাল্লাহ :)