সকাল এবং সন্ধ্যার সময় গ্রামের রাস্তা দিয়ে হাটতে অনেক ভালো লাগে। গ্রামের পরিবেশ অনেক সুন্দর হয়। কারণ গ্রামে কলকারখানা নেই। মানুষের ভিড় নেই। গ্রামে প্রাণ ভরে শ্বাস প্রশ্বাস নেওয়া যায়। গ্রামে রয়েছে সুপারি গাছ এর সারি, ডাব গাছ এর সারু, তাল এর সারি, বাঁশঝাড়। এগুলোর মাঝে নিজেকে হারিয়ে ফেলতে মন চায়৷ বাঁশঝাড়ের ভেতর ঢুকলে দেখতে পারবেন পাখির কলরব। ঝিঁঝি পোকার ডাক, ব্যাঙ এর ডাক।
Picture Source
গ্রামে রয়েছে পুকুর ছোট ছোট খাল। যেখানে গ্রামের মানুষ মাছ চাষ করে। গ্রামে সবারই একটি করে ছোট বড় পুকুর থাকে। তারা তাদের পুকুরের ফ্রেশ মাছ খায়। কিন্ত চহরে মানুষ এর কিছুই পায় না। তাদের বাজার থেকে 2-3 দিন এর পুরনো মাছ খেতে হয়। পুকুরের টাটকা মাছ এর স্বাদ অনেক বেশি হয়৷ গ্রামে টাটকা ফলমূল পাওয়া যায়৷
এক কথায় গ্রামে শহরের মত সুযোগ সুবিধা না থাকলেও শহরের থেকে বসবাসের জন্য গ্রাম বেশি ভালো আমি মনে করি।
Congratulations @anik99! You received a personal badge!
You can view your badges on your board And compare to others on the Ranking
Support the HiveBuzz project. Vote for our proposal!