মিক্সড সবজি

in BDCommunity4 years ago

IMG_20210503_015520626.PORTRAIT.jpg

হ্যালো বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি করেছিলাম মিক্সড সবজি। খুব সহজেই রান্না করা যায়। চাইলে যে কোন সবজি মিক্সড করে রান্না করতে পারবেন। চলুন দেখে নেই কিভাবে করতে হবে।

প্রয়োজনীয় উপকরণঃ

IMG_20210502_222355753.jpg

IMG_20210502_230521064.jpg

আলু ১ টি

মিষ্টিকুমড়া

বেগুন ১ টি

শসা ১ টি

গাজর ২ টি

টমাটো ১ টি

আদা বাঁটা ১/২ চামচ

রসুন বাঁটা ১/২ চামচ

পিয়াজ বাঁটা ২ চামচ

পিয়াজ কুচি ১/২ কাপ

শুকনা মরিচ ৪ টি

হলুদ গুড়া ১/২ চামচ

লাল মরিচ গুড়া ১/২ চামচ

গরম মসলা গুড়া ১/৪ চামচ

ভাঁজা জিরা গুড়া ১/৪ চামচ

ধনিয়া গুড়া ১/৪ চামচ

লবণ পরিমাণমত

কার্যপ্রণালীঃ

IMG_20210502_235810859.jpg

একটি প্যানে ২ চামচ পরিমাণ তেল দিয়ে শুকনা মরিচ ছেঁড়ে দিতে হবে।

IMG_20210502_235923174.jpg

কিছুক্ষণ মরিচ ভাঁজার পরে পিয়াজ ছেঁড়ে দিতে হবে।

IMG_20210503_000215578.jpg

পিয়াজ হালকা লালচে হয়ে আসলে পিয়াজ বাঁটা, আদা বাঁটা ও রসুন বাঁটা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে।

IMG_20210503_000255010.jpg

এবার এক এক করে সব গুড়া মসলা গুলো দিয়ে দিতে হবে।

IMG_20210503_000401658.jpg

IMG_20210503_000625789.jpg

এবার ১/৪ কাপ পানি দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিতে হবে।

IMG_20210503_000656757.jpg

IMG_20210503_000758389.jpg

IMG_20210503_000920715.jpg

IMG_20210503_001823367.jpg

মসলা কষানো হয়ে আসলে টমাটো বাদে সব সবজি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ৪-৫ মিনিটের জন্য মাঝারি আঁচে ঢেকে রাখতে হবে।

IMG_20210503_001928400.jpg

IMG_20210503_002208233.jpg

এবার ২ কাপ পরিমাণ গরম পানি দিতে হবে। গরম পানি দিলে সবজিতে অন্যরকম একটি স্বাদ আসে। টমাটো ছেঁড়ে দিয়ে জ্বাল বাড়িয়ে ঢেকে দিতে হবে।

IMG_20210503_004109574.jpg

পানি গায়ে গায়ে লেগে আসলে জ্বাল বন্ধ করে দিতে হবে।

খুব সহজেই হয়ে গেলো রেসিপিটি। আপনারা বাসাতে তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।

Sort:  

আমার মিষ্টি কুমড়া বেগুন খুব পছন্দের সবজি.আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে.ভালো আপনার রেসিপি গুলো

ধন্যবাদ আপনাকে। রেসিপিটি তৈরি করে দেখবেন। আশা করি ভালো লাগবে। :)