চিড়ার পোলাও

in BDCommunity3 years ago

IMG_20210430_193623071.PORTRAIT_2.jpg

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি করেছিলাম চিড়ার পোলাও। বিকালের নাস্তায় অথবা ইফতারিতে খুব সহজেই তৈরি করা যায় এটি। হাতের কাছের জিনিস দিয়ে অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি করে ফেলতা পারবেন। চলুন দেখে নেই কিভাবে করতে হবে।

প্রয়োজনীয় উপকরণঃ

IMG_20210430_191235820_2.jpg

চিড়া ২ কাপ

ডিম ২ টি

পিয়াজ কুচি ১/২ কাপ

কাঁচা মরিচ ৩-৪ টি

আদা কুচি ১/৪ চামচ

রসুন কুচি ১/৪ চামচ

হলুদের গুড়া ১/৪ চামচ

লাল মরিচের গুড়া ১/৪ চামচ

লবণ পরিমাণমত

কার্যপ্রণালীঃ

IMG_20210430_175513624_2.jpg

IMG_20210430_175727866_2.jpg

একটি পাত্রে ২ কাপ পরিমাণ চিড়া নিয়ে পানি দিয়ে ধুয়ে ৩-৪ মিনিট ভিজিয়ে রাখতে হবে।

IMG_20210430_181044789_2.jpg

ভিজানো হয়ে গেলে পানি গুলো ছেঁকে নিতে হবে।

IMG_20210430_191612993_2.jpg

IMG_20210430_191706687_2.jpg

প্যানে ১ চামচ পরিমাণ তেল দিয়ে ডিম দুটো এভাবে ভেঁজে নিতে হবে।

IMG_20210430_191816701_2.jpg

IMG_20210430_191905816_2.jpg

IMG_20210430_192004790_2.jpg

ডিমগুলো তুলে নেয়ার পরে প্যানে আবার ১ চামচ পরিমাণ তেল দিয়ে আদা কুচি ও রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেঁজে নিতে হবে। তারপরে পিয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে হলুদ গুড়া ও লাল মরিচের গুড়া দিয়ে দিতে হবে।

IMG_20210430_192118670_2.jpg

এবার চিড়া দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে।

IMG_20210430_192138468_2.jpg

IMG_20210430_192321533_2.jpg

ডিম, কাঁচা মরিচ ও লবণ দিয়ে ৫ মিনিট মাঝারি আঁচে রেখে নামিয়ে ফেলুন।

IMG_20210430_193542680_2.jpg

বাড়িতে আপনারা তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।

Sort:  

চিড়ার পোলাও? আমি কখনো দেখিই নি এমন আইটেম! রেসিপি দেখে মনে হচ্ছে অনেক মজার হবে!

এটা অনেক মজার। আমাদের সবার বাসাতেই মোটামুটি করে। আপনি চাইলে সাথে অল্প পরিমান চিনি দিতে পারেন। ঝাল এবং ঝালের মদ্ধে মিষ্টি দুটোই মজা লাগে।