ভুলের কি কোন ক্ষমা নেই?

in BDCommunity5 years ago

জীবনটা অনেক কষ্টকর। সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি জীবনে। আমি দেখেছি ভুল করলে ক্ষমা পাওয়া যায়। কিন্তু আমার বেলায় সম্পূর্ণ ব্যতিক্রম ঘটলো আমি একটি বারও সুযোগ পেলাম না। যদি একটিবার সুযোগ পেতাম তাহলে আর এমনটা করতাম না। কেউ আমার কষ্টটা বুঝবে না আমি কতটা কষ্ট করে এই পজিশন এসেছিলাম। প্রায় দুই বছর যাবত এখানে কাজ করেছি। আমি ভালোমতো ইংরেজি জানি না অনেক কষ্ট করে ঠিকে ছিলাম এখানে।
IMG_20200125_152956.jpg
তবে আমি অনেক বড় ভুল করে ফেলেছি যদি একটিবার সুযোগ পেতাম তাহলে কখনই এমনটা করতাম। আমি চেষ্টা করতাম সব সময় ভালো কিছু দেবার। আমি কিছু পোস্ট কপি করেছি কিন্তু সব গুলো পোস্ট কপি পেস্ট নয়। যদি সবগুলো পোস্টই কপি-পেস্ট হতো তাহলে আমি এতদূর আসতে পারতাম না। হ্যাঁ আমি মানি আমি অন্যায় করেছি কিন্তু কেউ একটিবার আমাকে সুযোগ দিন ধরে এখানে কাজ করি কেউ একটিবার খবর নিল না।
IMG_20200125_152828.jpg
আমি যতগুলো মানুষের সাথে পরিচিত ছিলাম ভাবতাম সবাই আমাকে খুব ভালোবাসে এবং ভাবতাম কোন একটি ভুল করলে একটিবার হলেও ক্ষমা করবে। আরো ভাবতাম ক্ষমা না হোক না করলো কিন্তু একটিবার হলো খবর নিবে। আমি আগে বিশ্বাস করতাম না ভার্চুয়াল জগত এতটা নিষ্ঠুর এতদিনের সম্পর্ক এত সহজে ভেঙে যায়।

আর সবথেকে কষ্ট পেলাম কেউ একটিবার চেষ্টা করল না আমার মনটা বোঝার। আমি হয়তো আর কোনদিন এমনটা করতাম না একটিবার সুযোগ পেলে আমি হয়তো আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকতাম কেউ যদি আমাকে একটিবার সাহায্য করত।
IMG_20200125_152815.jpg
এখানে প্রায় দুই বছর শ্রম দিয়েছি হয়তো যারা ভালো ইংরেজি আমি তাদের কাছে অনেক সহজ কিন্তু আমাদের কাছে এই সাইটটি ছিল অনেক কষ্টের। ‌ প্রথম দিকে যখন কাজ করতাম প্রায় এক বছর মাত্র 15 স্টিম আমি করেছিলাম তারপরও কোনদিন একটি কপি পেস্ট করিনি। কোন কিছুই বুঝতাম না কিভাবে কাজ করতে হবে। কিভাবে কি করলে ভালো একটি সে করা যাবে এখান থেকে। কত কষ্ট শ্রম দিয়েছে আল্লাহই ভাল জানে। আমাকে সাহায্য করার মত কেউ ছিলনা ইউটিউব দেখে দেখে কিভাবে পোস্ট করতে হয় শিখেছি কিভাবে কোথায় কাজ করলে ভালো কিছু করা যাবে কিছুই জানতাম না প্রায় এক বছর শুধু ফ্রি শ্রম দিয়েছে। তারপরও বিশ্বাস হারাই ছিলাম না।

হঠাৎ এবার ভালো একটি পজিশনে আসার পর লোভ মানুষকে নষ্ট করে দেয়। যখন ভালো একটি পজিশনে গিয়েছে তখন আমার পড়াশোনার চাপ চলে আসে এমন সময় আমি কোন পোস্ট করতে পারছিলাম না।
IMG_20200125_152831.jpg
পোস্ট করার জন্য কোনো সুযোগ ছিল না আমার হাতে তাই আমি বাধ্য হয়ে চার থেকে পাঁচটি পোস্ট বাংলা কপি করেছি। আমি মানি আমি ভুল করেছি কিন্তু আমাকে যদি একটিবার সুযোগ দেওয়া হয় আমি কষ্ট করব।

Sort:  

Really sad bro

Koto kosto korsi vai aj kopal kharap
Allah dakhi ki kore Allah ja korbe Vlor jonnoi korbe😓😓

Congratulations @alamin33! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You distributed more than 31000 upvotes. Your next target is to reach 32000 upvotes.

You can view your badges on your board And compare to others on the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Do not miss the last post from @hivebuzz:

Introducing HiveBuzz Shop - Offer gifts with your favorite badges
Support the HiveBuzz project. Vote for our proposal!



Your level lowered and you are now a Red Fish!@alamin33, sorry to see you have less Hive Power.

Do not miss the last post from @hivebuzz:

Introducing HiveBuzz Shop - Offer gifts with your favorite badges
Support the HiveBuzz project. Vote for our proposal!