শেষ বিদায়

in BDCommunity3 years ago (edited)

শেষ বিদায়

roses-3061486_960_720.jpg
Image score

ছোটবেলায় আমার মা মারা যান। তারপর বাবা আরেকটি বিয়ে করেন। বাবা বিয়ে করার পর থেকে আমার আর সেখানে থাকা ভাগ্য হয়নি। আমি চলে যায় মামার কাছে। মা মারা যাওয়ার পর থেকে মামার কাছে থেকে বড় হয়েছি আমি । পড়াশোনা শেষ করার পর মামা আমাকে একটি চাকরি খুঁজে দেন। আর সে চাকরির কারণে আমাকে মামার কাছ থেকে একটু দূরে থাকতে হয়।

কিছুদিন পর আমি মামার বাসায় যায় মামার সাথে দেখা করার জন্য। মামার সাথে দেখা করে আবার আমার নিজের বাসায় ফিরব এমন সময় একটি মেয়ের গানের কণ্ঠ ভেসে আসলো আমার কানে। এই কণ্ঠ সুর আশেপাশে কোনো জায়গা থেকে আসছে বুঝতে পারলাম। গানের কন্ঠ ছিল অসাধারণ সে গানটি ছিল একটি রবীন্দ্রসঙ্গীত। যে গানটি আমার অনেক পছন্দের। আমি গানের সুরে সুরে মেয়েটিকে খুঁজতে শুরু করি। খুঁজতে খুঁজতে মেয়েটির বাসার সমানে চলে যাই আর দেখি সে বসে বসে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে ।

মেয়েটিকে দেখে আমি মুগ্ধ হয়ে মেয়েটির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম। গানে কন্ঠ যেমন সুন্দর তেমনি মেয়েটির চেহারা। আমি যেন মুহূর্তে মেয়েটির কাছে হার মেনে যায়। হটাৎ সে আমাকে দেখে ফেলে , আর জোরে জোরে বলতে লাগে কে? কে ? কে ওখানে ? তখনই আমি সেখান থেকে মুহূর্তেই সরে যাই । তারপর আমি আমার নিজের বাসায় চলে আসি। বাসায় আসার পর খাওয়া-দাওয়া সেরে একটু ঘুমানোর চেষ্টা করি কিন্তু মেয়েটির মধুর কন্ঠ সুর যেন আমার কানে সারাক্ষণ বাজতে থাকে। কোন ভাবে আমি সেই গানের কণ্ঠ সুর আর সেই মুখটাকে ভুলতে পারছিনা।

পরদিন ভোর বেলা আবারও আমি চলে যাই মামার কাছে। মামার বাসার ড্রয়িং রুমের জানালা খুলে দিলে মেয়েটির গানের সুর স্পষ্ট শুনা যাই। আজকেও ঠিক একই ভাবে মেয়েটি গান করছিলো আর আমিও গানটিকে খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। মামা ফ্রেশ হয়ে আমার সামনে এসে বললো কি রে গান শুনছিস ?আমি হাসিমুখে বললাম হা মামা কি সুন্দর কণ্ঠ না শুনে কি পারা যায়। মামা বললো হ্যা মেয়েটির কন্ঠ খুবই সুন্দর। আর শুধু কন্ঠ না দেখতে অনেক সুন্দর মেয়েটি। সে অনেক ভালো একটি মেয়ে কিন্তু মেয়েটি এতিম। পৃথিবীতে মেয়েটির কেউ নেই। দুই বছর আগে রোড এক্সিডেন্টে মেয়েটির বাবা-মা দুজনেই মারা যায়।

তবে থেকে মেয়েটি একাই থাকে। মাঝেমধ্যে মেয়েটির চাচা এসে কিছুদিন থাকে আবার চলে যায়। মামার কথাগুলো শুনে আমার খুবই খারাপ লাগলো। মামার কথা গুলো শুনে আমি আমার বাসায় ফিরে আসি। আজকে যেন মেয়েটির চিন্তা গুলো পিছু ছাড়ছে না। আমি কোন ভাবে আমার মাথা থেকে তাকে সরাতে পারছি না। এভাবে কিছুদিন কাটার পর আমি আবারো মামার বাসায় যাই মেয়েটিকে দেখতে। কিন্তু আজকে মেয়েটির কোনো গানের শব্দ আমি শুনতে পেলাম না। অনেকক্ষণ মামার বাসার আশেপাশে ঘোরাফেরা করছিলাম কিন্তু না মেয়েটির কোনো সারা পাওয়া যায়নি।

ব্যার্থ হয়ে আমি নিজের বাসায় চলে আসি। আমি যা কিছু করছি সবকিছুতেই আমি যেন মেয়েটাকে দেখছি। আমার কল্পনা জুড়ে যেন শুধু সেই মেয়েটি । আমি কোনো কিছুই ভাবতে পারছিলাম না তাকে ছাড়া। আমি বুঝতে পারছি আমি মেয়েটিকে ভালবেসে ফেলেছি।

এবার চিন্তা করলাম আমি আর দেরী করবোনা। এবার মেয়েটিকে আমার ভালোবাসার কথা বলতে হবে। তাই আর দেরি না করে সোজা মামার বাসায় যাই ও মামাকে আমি আমার মনের কথাগুলো খুলে বলি। মামা উত্তরে বললো কোন ব্যাপার না , আমি তোর দায়িত্ব নিচ্ছি। তোর বেপারে আমি কথা বলব মেয়েটির সাথে। কিছুদিন পর মামা মেয়েটির সাথে আমার সম্পর্কে কথা বলে আর এটাও বলে সে তোমারি মতো এতিম।

ছোটবেলা আমার বোন মারা যাওয়ার পরে আমার বোনের জামাই আরেকটা বিয়ে করে। বিয়ে করার পর থেকে আমার ভাগিনা আর সেখানে থাকতে পারেনি। আমার কাছে থেকে বড় হয়েছে। মেয়েটি আমার কথা শুনে মামাকে বলতে লাগলো আমি আপনার ভাগিনার সাথে দেখা করতে চাই ও তার সাথে কথা বলতে চাই।

মামার কথা শুনে আমি মেয়েটির সাথে দেখা করতে যাই। আমরা বাহিরে একটি প্রাকৃতিক সুন্দর খোলা জায়গায় দেখা করি। সেখানে আমাদের দুজনের মধ্যে অনেক কথা হয়। আমি আমার ভালোবাসার কথা গুলো তাকে জানাই। সে আমার কথা শুনে আমাকে বিয়ে করবে বলে সম্মতি দেয় । তার কথা শুনে আমি খুবই আনন্দিত হই আর কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে হয়। নিজের মা-বাবাকে হারিয়ে যে কষ্ট আমি জীবনে সহ্য করেছি তা হয়তো এখন থেকে বিদায় নিল।

আমাদের বিবাহিত দিনগুলো খুব ভালোই কাটছিল। তবে কথায় আছে না সবার কপালে সুখ সয়না। কিছুদিন যাওয়ার পর আমরা দুইজন একসাথে ঘুরতে বের হই। দুজনের অনেক আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে সময় গুলো কাটছিলো। আমরা রাস্তা পার হবো বলে রাস্তার পাশে গিয়ে দাঁড়ায় । রাস্তা পার হবার সময় সে আমার হাত শক্ত করে ধরে। ঠিক তখনি আমার ফোনে ফোন আসতেই আমি ফোন রিসিভ করার জন্য তার হাত ছেড়ে দেয়। ফোনটা হাতে নিতেই ঠিক তখনি একটি কভার ভ্যান এসে আমাদের দুজনকে ধাক্কা দিয়ে ছিটকে দূরে ফেলে দেয়। আমি রাস্তার একপাশে পড়ে গেলেও সে রাস্তার মাঝে ছিল। আমি সেদিন তার কোনো অস্তিত্ব খুঁজে পাইনি।

আমাদের জীবন মুহূর্তেই মাটির সাথে মিশে গেছে। আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি আর আজ ও আমি দাঁড়িয়ে থাকি সেই রাস্তায়। যেখানে হয়েছিল আমাদের শেষ বিদায়।

Thank you all for visiting my page and giving your nice support.
@aislam
Check my others social sides profile-
Facebook - https://www.facebook.com/profile.php?id=100007607950342
Instagram- https://www.instagram.com/aminul6032/?hl=en