জীবন ও আনন্দ

in BDCommunity3 years ago

জীবন ও আনন্দ

woman-1031000_960_720.jpg
Image score

দাদি বিছানা ছেড়ে উঠে বলতে লাগলো .....
দাদি : আরে বাবা , ভোর হইয়া গেলো। এবার তো বের হতে হবে , এ তো চোখ দেখসি শুধু ঘুম আসছে , এই আমার হয়েছে এক বাজে ঘুম। চোখ লেগে আছে সারাক্ষণ। ধুর ধুর ধুর , যায় বেরিয়ে পড়ি।

বালতি হাতে নিয়ে বেরিয়ে পড়ে দাদি। দাদিকে আমি দেখে বললাম .......
আমি : কি দাদি মাছ ধরতে চললে নাকি?

দাদি : হো রে নাতি , কি আর করি বল কেউ তো আমায় বসে বসে খাওয়াবে না।

আমি : খাওয়াতো গো খাওয়াতো। যদি তোমার একটা ছেলে থাকতো।

দাদি : তাই তো একটা দুঃখ থেকে গেল রে বাপ। কি আর করা তোর দাদা চলে যাওয়ার পর থেকে একদম একা হয়ে গেলাম রে।

আমি : থাক এখন আর এসব কথা বলে দুঃখ করো না। তা কি মাছ ধরবে গো আজ ?

দাদি : মাছ জালে পড়ে না রে বাপ। দিন আনি দিন খাই আর একটু বয়স বাড়লে খাবো কি ।

আমি : ও নিয়ে তুমি চিন্তা করো না দাদি। আমি তোমার নাতি আছি তো আমি তোমায় খাওয়াবো। আর তুমি মরে গেলে তোমাকে কাফনের সব ব্যবস্থা আমি করবো। হা হা হা হা। ......

দাদি : ওরে মুখ পোড়া, সকাল-সকাল মরার কথা ,আমি মরলে তোর খুব আনন্দ হবে তাইনা , তুই মরবি তোর গোটা বংশ মরবে।

আমি : হিহিহিহি ।

এরপরই দাদি নদীতে মাছ ধরতে চলে গেলো। নদীর পারে গিয়ে দাদি বলতে লাগল .....
দাদি : আল্লাহ আজ যেন একটা বড় মাছ ধরে। দয়া করো দয়া করো।

এই বলে জাল ফেলে নদীতে। কিছুক্ষন পর জাল তুলেই বলে ......
দাদি : এত প্রার্থনা করলুম আর তার বদলে উঠল পাতা ছাতা জালের মধ্যে আটকা পড়লো। দূর দূর ভাল্লাগেনা দূর ছাই।

এই বলে আবার জাল ফেলল নদীতে। আর বলতে লাগলো .......
দাদি : যা খুশি আয় বাবা যা খুশি আয় , দুটো খেয়ে পড়ে বাঁচি যা খুশি আয়। (কিছুক্ষন পর জাল টান দিতেই ) এইতো এইতো নেই মামা থেকে কানা মামা অনেক ভালো , আসলি তো আসলি পুঁটি মাছ। যাক বাবা তবুও ভালো ।

পাশে থাকা আরেক জন জেলে দাদিকে দেখে হেসে হেসে বলতে লাগল.....
জেলে : কি দাদি খালি পুঁটি মাছ ধরলে হবে বড় বড় মাছ ধরতে পারো না ?

দাদি : চুপ কর মুখ পোড়া , আমার কি সেই বয়স আছে , এই বয়সে জাল নিয়ে পানিতে নামলে আর মাছ ধরতে হবে না , মাছই আমায় নিয়ে চলে যাবে। এত বক বক করিস না যা।

জেলে : তা বললে কি হয় গো দাদি , এ পুঁটি মাছ আর দাম কত হয় ।
দাদি : তোদের শরীরে শক্তি আছে তাই এই কথা বলছিস। একদিন তোরা ও এমন হবিনে দেখেনিছ ।

এই বলে দাদি হাঁটে চলে যায় মাছ বিক্রি করতে। দাদি মাছ বিক্রি করে অল্প টাকা নিয়ে বাড়ি ফিরছে আর বলছে .........
দাদি : আজ এত অল্প টাকা পেলুম , দুবেলা ভাত খাওয়াও কপালে জুটবেনানে । ঘরে একটু নুন ও নেই সিদ্ধ আলু ভাতে কি পেট ভরে। এই জীবন রেখে কি লাভ , ওগো তুমি চলে গেলে আমাকে সাথে নিয়ে গেলে না কেন গো। বলে কাঁদতে লাগল দাদি।

দাদির বয়সের সাথে সাথে কষ্ট ও দিন দিন বেড়েই চলেছে। এভাবে দাদি প্রতিদিনের মতো মাছ ধরতে বের হয়। দাদিকে দেখেই জেলে নাতি বলল ......
জেলে : কি গো দাদি আজও চলে এলে মাছ ধরতে ?

আজ দাদি রাগের মাথায় কোনো কথা বললো না। জোর শরীরে বালতি রাখল মাটিতে। আর জলা জলা শরীরে জাল পানিতে ফেললো আর বলতে লাগলো ......
দাদি : আজ একটা বড় মাছ দাও আল্লাহ একটা বড় মাছ দাও। (কিছুক্ষন পর জাল তোলার সময় ) কি হলো জাল এত ভারী কেন , বড় মাছ ফেসেছে নাকি, এহ এহ এহ ই ই , মরে যাবো বাপু , আমি একা তুলতে পারছি না । আরে ও নাতি বলি ও নাতি একবার এদিকে আয় না নাতি ।

জেলে : কেন গো এইতো একটু আগে রাগ দেখিয়ে আমার সাথে কথায় বললে না।

দাদি : ও সব কথা রাগ করতে নেই বাবু , সব কথায় রাগ করতে নেই । একটু এদিকে আয় , জালে যেন কি আটকেছে , একা তুলতে পারছি না।

জেলে : দেখো গাছপালা লাগিছে নাকি।

দাদি : আরে আয় না একবার টেনে তুলে দিয়ে যা। যদি বড় মাছ উঠে তাহলে তোকে ভাগ দিবোনে ।

জেলে : আচ্ছা আসছি , আরে বাবারে বাবারে বাবা এত ভারী। এই দাদি এ তুমি কি করেছো গো , এবার তো ফাটিয়ে দিয়েছো । আরে আরে আমার যে কি আনন্দ লাগতেছে।

দাদি : আরে আরে এত বড় মাছ। আরে এটা কি মাছরে নাতি ?

জেলে : এটাতো বোয়াল বলে মনে হচ্ছে গো। এই জাতের বোয়াল খুব একটা কম দেখা যায় গো , আর এই মাছের তো অনেক দাম ।

দাদি আর দেরি না করে এই মাছ নিয়ে আড়তে চলে যায় । এই মাছ কেনার জন্য আড়তে অনেক মানুষ ভিড় করে । দাদি প্রায় সাড়ে তিন হাজার টাকা এই মাছ বিক্রি করে। সেখান থেকে কিছু টাকা জেলেকে দিয়ে দাদি খুশি মনে বাজার করে বাড়ী ফিরে আসে। বাড়িতে এসে মনের মধ্যে আনন্দ নিয়ে বলতে লাগল .......
দাদি : হি হি হি অনেকদিন পরে মাংস কিনে খাবো। কি ভালোই না লাগছে আমার।

দাদি সেই টাকা দিয়ে খুব আনন্দের সাথে দিন কাটাতে লাগলো।

Thank you all for visiting my page and giving your nice support.
@aislam
Check my others social sides profile-
Facebook - https://www.facebook.com/profile.php?id=100007607950342
Instagram- https://www.instagram.com/aminul6032/?hl=en