ই -কমার্স
বর্তমান বিশ্ব ইন্টারনেটের যুগ। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলেছে এগিয়ে যাচ্ছে বর্তমান। ফলস্বরূপ, বর্তমান প্রযুক্তি আর ও সমৃদ্ধ, উন্নত এবংগতিশীল । বর্তমানে বাংলাদেশে দুই হাজারেরও বেশি অনলাইন দোকান রয়েছে। প্রায় পাঁচ লক্ষ লোক অনলাইনে কেনা-বেচা করছেন। আজকের বিশ্বে সবকিছুই অনলাইনে বা ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে। ব্যবসা, বানিজ্য অর্থের লেনদেন, কথোপকথন বা ভ্রমণ এখন সবই অনলাইনে বা ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে। ইন্টারনেট আমাদের জীবনকে এত সহজ করে তুলেছে যে, আমরা এখন পুরো বিশ্বকে নিজের হাতে তুলতে নিতে সক্ষম হয়েছি। আমরা আজকাল অনলাইনে বা ইন্টারনেটে যে জিনিসটি করছি তা হ'ল অনলাইনে কেনা বা বিপণন।
(Image not shown due to low ratings)
(Image not shown due to low ratings)
(Image not shown due to low ratings)
Images were hidden due to low ratings.