আমার পরিচয় পর্ব || Welcome Me To Hive - My Introduction Post.

in BDCommunity3 years ago

আসসালামু আলাইকুম।

হ্যালো হাইভ এর বন্ধুরা!!
সবাই কেমন আছেন?? আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।

20220106_124212.jpg

বন্ধুরা আমি এখানে নতুন। আমার নাম আফলাতুন নিসা। আমি বাংলাদেশের গাজীপুরে বসবাস করি। আমাদের গ্রামের বাড়ি নোয়াখালী, আমার বাবার নাম মোহাম্মদ মহসিন, মায়ের নাম মোসা: জহুরা আক্তার। আমরা তিন ভাই বোন । আমার বড় ভাই ঢাকা কলেজে পড়াশুনা করে, আর আমার ছোট বোন ইন্টার 1st ইয়ার এ পড়ছে।

Screenshot_20220105-210001_Photo Editor.jpg

আমি গাজীপুর সরকারি মহিলা কলেজ থেকে এবার HSC পরীক্ষা দিয়েছি। ইচ্ছা আছে ভালো একটা ইউনিভার্সিটি তে ভর্তি হব।

গাজীপুরে আমার শশুর বাড়ী, আমার শ্বশুর বাড়ির সবাই অনেক ভাল, সবাই আমাকে খুব ভালোবাসে, আমিও তাদেরকে খুব ভালোবাসি।

2018 সালে আমার বিয়ে হয়, 2020 এ আমার একটা মেয়ে হয়। আমি আমার মেয়েকে খুব ভালোবাসি ।আমার মেয়েও আমকে খুব ভালোবাসে।

GridArt_20220105_212033607.jpg

অবসর সময় আমার অনেক কিছু করতে ভালো লাগে,যেমন আমি ফটোগ্রাফি করতে ভালোবাসি,

20210524_214644.jpg

আর্ট করতে ভালোবাসি,গান শুনতে ভালোবাসি, এবং অবসরে আমি আমার মেয়েকে নিয়ে খেলতে ঘুরতে সবচেয়ে বেশি ভালোবাসি।

GridArt_20220105_211528947.jpg

যেহেতু আমি ঘরের বউ সেহুতু আমি রান্না বান্না করতে ও ভালোবাসি। আমি সময় পেলে হুটহাট নতুন নতুন রেসিপি করে ফেলি। বাসার সবাই আমার রান্না খুব পছন্দ করে।

GridArt_20220105_212708963.jpg

আমি ঘুরতে যেতে খুব পছন্দ করি তাই যখনি সময় পাই আমি বাহিরে ঘুরতে যাই। কখনো বন্ধুদের সাথে। কখনো পরিবার নিয়ে।

FB_IMG_1629211155657.jpg

যেহেতু আমি এখানে নতুন সেহেতু আমি আশা করি আপনারা আমকে হেল্প করবেন।যদি আমার কোন ভুল হয় আশাকরি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুল ধরিয়ে দিবেন।

received_2571525529798497.jpeg

সবাইকে ধন্যবাদ আমার পোস্ট টি দেখার জন্য।

Sort:  

Welcome aflatt!
Ecency is fastest website, mobile and desktop application that improves your experience on Hive.

Use Ecency daily to boost your growth on platform!

Support Ecency
Vote for new Proposal
Delegate HP and earn more

Welcome to this lovely community @aflatt . Hope your journey will be good with us. Your art is so beautiful. I have an advise for you, "please try to read what others are writing and by this you can know many new things".

Thank you.

Thank you 😊😊

Most Welcome.

You are welcome It would be nice if your introduction could be a little more detailed.