বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামুয়ালাইকুম এবং আমার সকল হিন্দু ভাই-বোনদের প্রতি আদাব ও শুভেচ্ছা।আশা করি সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার পরিচিতিমূলক পোস্ট নিয়ে।আশা করি আমার এই পোস্টটি আপনাদের ভালো লাগবে।যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে উৎসাহিত করবেন।আর যদি কোনো ভুল করে থাকি তাহলে দয়া করে সংশোধন করে দেবেন।কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে।আমি একজন নতুন ইউজার, তাই ভুল হওয়াটা স্বাভাবিক।
.jpg)
আমার নাম মোঃ আবু বকর সিদ্দিক।আমি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ১নং খোঁড়াগাছ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খোঁড়াগাছ তেকানী গ্রামে জন্ম ও বেড়ে ওঠা।আমার বাবার নাম মোঃ তারাজুল ইসলাম, তিনি একজন পরিশ্রমী কৃষক।আমার মায়ের নাম মোছাঃ নুরবানু বেগম, তিনি একজন গৃহিণী।আমরা তিন ভাই, কোনো বোন নেই।বড় ভাই: মোঃ আশরাফ আলী (সোহান) ছোট ভাই: মোঃ আবু সাঈদ (রানা)
![]() |
|---|
আমাদের পরিবার একটি মধ্যবিত্ত কৃষক পরিবার। বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করে আমাদের মানুষ করেছেন। এখন তাঁর বয়স হয়েছে, আগের মতো আর কাজ করতে পারেন না। তাই আমি এখন ভাবছি কীভাবে আমি আমার বাবার পাশে দাঁড়াতে পারি — তাঁকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারি।
আমি পড়ালেখায় খুব ভালো না হলেও, আল্লাহর রহমতে ফলাফল সবসময় ভালো হতো।আমি দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হই। এরপর ভর্তি হই বদরগঞ্জ ওয়ারেছিয়া আলিম মাদ্রাসায়, সেখান থেকে আলিম পাশ করি জিপিএ ৪.৯৩ পেয়ে (কিছু নম্বরের জন্য জিপিএ ৫ পাইনি)।
![]() |
|---|
রেজাল্ট দেখে মন খারাপ হলেও আমি হাল ছাড়িনি।বর্তমানে আমি রংপুর কারমাইকেল কলেজে অধ্যয়ন করছি, আমার সাবজেক্ট ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।আমার বাবার পক্ষে এখন আর পুরো পড়াশোনার খরচ বহন করা সম্ভব হচ্ছে না।তাই আমি এই Hive প্ল্যাটফর্মে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি — যাতে একদিকে আমি আমার বাবাকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারি এবং অন্যদিকে নিজের পড়াশোনাও চালিয়ে যেতে পারি।
শৈশব থেকেই আমার স্বপ্ন ছিল অনলাইন থেকে ইনকাম করা, আর Hive সেই স্বপ্ন পূরণের একটা সুন্দর সুযোগ এনে দিয়েছে।
![]() |
|---|
Hive এমন একটা কমিউনিটি যেখানে পরিশ্রম, সৃজনশীলতা ও সততা দিয়ে অনেক দূর এগিয়ে যাওয়া যায়।এখানে মানুষ শুধু ইনকামই করে না, বরং শেখে, অভিজ্ঞতা ভাগ করে এবং নতুন নতুন সম্পর্ক তৈরি করে।আমি চাই এই প্ল্যাটফর্মের একজন সক্রিয় সদস্য হতে এবং নিজের জ্ঞান ও পরিশ্রম দিয়ে কিছু অবদান রাখতে।
![]() |
|---|
ছোটবেলায় আমার শখ ছিল খেলাধুলা করা।আমি ক্রিকেট, ফুটবল ও ব্যাডমিন্টন খেলতে ভীষণ ভালোবাসতাম।এখন সেই আগ্রহটা কিছুটা কমে গেছে, কারণ নতুন একটা শখ এসেছে — ভ্রমণ করা!আমি নতুন নতুন জায়গা ঘুরতে পছন্দ করি, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ভালোবাসি।ইতিমধ্যে বাংলাদেশের কয়েকটি জেলা ভ্রমণ করেছি।আমার স্বপ্ন হলো, আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের সব জেলা ঘুরে দেখা।
এছাড়াও, আমি আমার নিজের ইনকাম করা টাকা দিয়ে নিজের জমিতে একটি ছোট স্বপ্নের ঘর বানাতে চাই, আর একটা বাইক কিনতে চাই।আল্লাহ যেন আমার এই ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার তাওফিক দেন — আমিন 🌿
![]() |
|---|
এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচিতিমূলক পোস্ট।আশা করি আপনাদের ভালো লেগেছে।আপনাদের ভালোবাসা, দোয়া ও পরামর্শই আমাকে এই প্ল্যাটফর্মে আরও এগিয়ে যেতে উৎসাহ দেবে।সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা ❤️
– মোঃ আবু বকর সিদ্দিক
হাইভ কমিউনিটি নিউ মেম্বার:





Congratulations @abubakar122! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)
Your next target is to reach 50 upvotes.
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP