কুমিল্লার আসল মাতৃভান্ডারের রসমালাই এখনো খাওয়া হয় নি। আসলে জানা ছিলো না যে আসল মাতৃভান্ডারটা কোথায়, কারণ এখন কুমিল্লায় প্রবেশের পর থেকেই মাতৃভান্ডার নামে এতগুলো দোকান দেখা যায় যে আসল বা নকল বোঝা মুশকিল হয়ে যায়। আপনার পোস্টটি থেকে এখন জানলাম আসল মাতৃভান্ডারের রসমালাই পেতে কোথায় যেতে হবে।
কুমিল্লা শহর নিয়ে এতো তথ্যবহুল সুন্দর লিখাটির জন্য অসংখ্য ধন্যবাদ ব্রাদার :D
কুমিল্লায় দাওয়াত রইলো ভাই 😊 ঘুরা ও হবে খাওয়া ও হবে।
ইনশা আল্লাহ ভাই। :)
:-)