ব্যস্ততা

in BDCommunity3 years ago

মহল্লার রাস্তাগুলো যেমন হয়, খুব সরু। সামান্যতেই জ্যাম লেগে যায়।

এরকম জায়গায় বাইক নিয়ে জ্যামে আটকে থাকা আনন্দের কথা না। বাইক চালালে জ্যামে বসে থাকাকে অপমান মনে হয়। আধুনিকতার পার্শ্বপ্রতিক্রিয়া। তাই সামান্যতেই ধৈর্যচ্যুতি ঘটে। রাগ চড়ে যায় মাথায়।

হাতে সময় নেই, ভাবছি অসময়ে জ্যামটা লাগালো কোন শালা! মেজাজ খুব খারাপ হলো। আমার মতো আরো অনেকে, যাদের খুব তাড়া, ক্ষেপে উঠলো। মনের অসিহষ্ণুতা লুকিয়ে ফেলে একসময় সভ্য থাকার রেওয়াজ ছিল, আজকাল অসহিষ্ণুতা প্রকাশ করতে না পারলেই যেন নিজেকে দুর্বল দুর্বল মনে হয়।

কিছুক্ষণ পর বোঝা গেল জ্যামের কারণটা। সামনে একটা অ্যাম্বুলেন্স থামিয়ে রাখা, ফলে রাস্তার একপাশ ব্লক হয়ে গেছে। অ্যাম্বুলেন্সের ভেতর নিহত কোনো মানব সন্তান, আয়ু ফুরিয়ে গেছে। সেখান থেকে কে যেন বললো, ভাই দুইটা মিনিট, লাশটা নামিয়েই গাড়ি সরে যাবে। এদিকে আমরা জ্যামের মানুষেরা নিজেদের হাতঘড়ি দেখছি। হয়ত হিসাব গুণছি, আর কতক্ষণ মানবিকতার ছদ্মবেশে জ্যামটা সহ্য করা যাবে।
সাদা কাফনে মোড়ানো লাশটা নামাতেই নারীকণ্ঠী কে যেন আল্লাহ গো বলে কেঁদে উঠলো। বড় চেনা শোক, তবুও বুক মোচড় দিয়ে উঠলো না৷ যে মৃত্যুর শোকে নিজেরও একটা অংশ মরে যায়, সেই মৃত্যুই কেবল আমাদের তাড়িয়ে বেড়ায়। তড়িঘড়ি করেই অ্যাম্বুলেন্স থেকে খাটিয়ায় তুলে নেয়া হলো লাশ, জানাজা পড়াতে হবে, আগরবাতি জ্বলবে সারারাত, সান্তনা দিতে দিতে নিজেই কেঁদে ফেলবে কেউ কেউ, অনেক কাজ তাদের ।

আমাদেরও অনেক কাজ। তাই, আমরা একটু একটু করে এগোচ্ছি। হালকা এক্সেলেটর দিয়ে ক্লাচ চেপে ধরছি। বোঝাচ্ছি তাদের, আমাদের যেতে দিন। আমরা জীবিত।

জ্যাম পুরোপুরি কেটে গেল না।
তবে লাশ খাটে তুলে ফেলতেই, আটকে থাকা গাড়িগুলো হর্ণ বাজাতে বাজাতে লাশবাহী খাট বয়ে বেড়ানো মিছিলটাকে অতিক্রম করে গেল, যত দ্রুত পারা যায় ।কারণ, আমরা জীবিত, আমাদের অনেক তাড়া।

IMG_20190715_081957.jpg

Sort:  

সত্যি বলতে এটাই বর্তমান জীবনের চিত্র। মৃত্যু এখন আর মানুষ কে নাড়ায় না। 😔

ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক বলেছেন। আমাদের ব্যস্ততাই হয়তোবা এর মূল কারণ। শুধুমাত্র পরিচিত বা অপরিচিত মানুষের মৃত্যুতেই আমরা কোন কিছু অনুভব করি না তাই না, নিজেদের আপনজনদের হারানোর কষ্টও এখন আর আমাদের বেশিদিন তাড়িয়ে বেড়ায় না। আমাদের ব্যস্ত হয়ে যেতে হয় নিজেদের জীবনকে অর্থবহ করে তুলতে।

ট্র্যাফিক জ্যামে বাইকে থাকা সত্যিই খারাপ, আমার মনে আছে আমি যখন মোটরসাইকেল চালাচ্ছিলাম এবং আমার রাস্তা থেকে বের হচ্ছিলাম, আমি এমন ট্র্যাফিক দেখেছিলাম যে থেকে আমি মাথা সরাতে পারিনি, আমাকে মোটরসাইকেল প্যাক করে ট্রেক করতে হবে, যেহেতু আমি দূরে কোথাও যাচ্ছিলাম না

একদম ঠিক বলেছেন। মাঝে মাঝে মনে হয়, পায়ে হাঁটাই ভালো। তাহলে অন্তত জ্যামে বসে থাকতে হয় না। যদিও এটা সম্ভব না বর্তমান সময়ে। আমদেরকে এখন অল্প সময়ের মধ্যে অনেক কাজ করতে হয়।

সত্য কারণ আপনি যদি তাড়াহুড়ো করতেন তবে হয়তো সময় আপনার পক্ষে ছিল না, আপনি বরং হাঁটলে ভাল নয়

কিন্তু এখানে, রাস্তাটি এত সুন্দর দেখাচ্ছে, আলো সহ সমস্ত গাড়ি দেখতে দুর্দান্ত, 😍

ধন্যবাদ আপনাকে <3 ছবিটি আমার নিজেরও খুব পছন্দের।

আপনাকে স্বাগতম