Participation in practical examination

in Lifestyle2 years ago

Our practical test has started. Today is the third day. Earlier the first day and second day exams have been done.

The post is written today with a gap of about four days from the day I took these pictures.



IMG_20230305_100655_270.jpg

After waking up in the morning, I completed some practical writings that were left.

Then went to the canteen and had food. The meal was nutritious vegetable khichdi. After eating vegetable khichuri, I came to the room and then put on the dress.

We all went out together. I am from ceramic department and we had more friends from electrical department. We all got together and took a CNG.



IMG_20230305_093519_034.jpg

This is the CNG. Out of which some of us are leaving to attend the exam. Our college used to live but only 2 department students so very less. That's why the sirs said that you take a little trouble to take CNG because it will be more difficult if you have to take a bus.

All things considered we went out with some friends on CNG.



IMG_20230305_100649_619.jpg

I have gone to the exam hall. We all sat together in one room. Now sirs came and gave us notebooks we wrote practicals after completing everything sat for a long time.

We got the chance to take the mobile in the result because if it was a written test in the practical test X would have failed completely.

When I participated in the practical exam i.e. I have to give a viva in front of sir, I kept the mobiles in a bag and kept them in one place and then I participated in the viva.



IMG_20230305_100634_617.jpg

I saw that after writing the practical, I had to sit for a long time, watching cricket being played in the field from the side window. So I watched cricket for a while.

After some time sirs called then after completing the exam we left for college.



Bangla version

আমাদের প্রাকটিক্যাল পরীক্ষা শুরু হয়েছে। আজকে তৃতীয় দিন। এর আগে প্রথম দিন এবং দ্বিতীয় দিন পরীক্ষা হয়ে গিয়েছে।

এই ছবিগুলো যেদিন তুলেছি তার থেকে আজকে প্রায় চার দিন ব্যবধান নিয়ে পোস্ট লেখা।



IMG_20230305_100655_270.jpg

সকালে ঘুম থেকে ওঠার পর কিছু প্র্যাকটিক্যাল লেখা বাকি ছিল সেগুলো সম্পূর্ণ কমপ্লিট করলাম।

এরপর ক্যান্টিনে গিয়ে খাবার খাওয়া হল। খাবারটি ছিল পুষ্টিকর সবজি খিচুড়ি। সবজি খিচুড়ি খাওয়ার পর রুমে আসলাম এরপর ড্রেস পরলাম।

সবাই মিলে একসাথে বাহির হলাম। আমি হচ্ছি সিরামিক ডিপার্টমেন্টের আমাদের সাথে আরো বন্ধুবান্ধব ছিল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের। সবাই মিলে একত্রিত হয়ে একটি সিএনজি নিলাম।



IMG_20230305_093519_034.jpg

এই হচ্ছে সেই সিএনজি। যার ভিতর করে আমরা কয়েকজন চলে যাচ্ছি পরীক্ষায় এটেন্ড করতে। আমাদের কলেজ বাস যেত কিন্তু শুধুমাত্র ২ ডিপার্টমেন্ট এর ছাত্র তাই একদম কম। সেহেতু স্যারেরা বলল তোমরা একটু কষ্ট করে সিএনজি নিয়ে যাও কেননা কষ্ট বেশি পড়বে যদি বাস নিয়ে যেতে হয়।

সবকিছু বিবেচনা করে আমরা বাহির হলাম সিএনজি নিয়ে কয়েকজন বন্ধু।



IMG_20230305_100649_619.jpg

পরীক্ষার হলে চলে এসেছি। সবাই মিলে এক রুমে বসলাম। এখন স্যারেরা চলে এসেছে আমাদেরকে খাতা দিল আমরা প্রাকটিক্যাল লিখলাম সমস্ত কিছু কমপ্লিট করার পর অনেক সময় ধরে বসে রয়েছি।

আমরা ফলের মধ্যে মোবাইল নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি কেননা এটা প্রাকটিক্যাল পরীক্ষা লিখিত পরীক্ষা হলে একদম এক্স ফেল করে দিত।

যখন প্রাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করলাম অর্থাৎ স্যারের সামনে ভাইভা দিতে হবে তখন মোবাইল গুলো একটি ব্যাগের মধ্যে রেখে এক জায়গায় রেখে দিলাম তারপর ভাইভাতে অংশগ্রহণ করলাম।



IMG_20230305_100634_617.jpg

দেখলাম প্র্যাকটিক্যাল লেখার পর অনেক সময় ধরে বসে থাকতে হচ্ছে, পাশের জানালা দিয়ে দেখতেছি মাঠের মধ্যে ক্রিকেট খেলা হচ্ছে। তাই কিছুক্ষণ ক্রিকেট খেলা দেখলাম।

কিছুক্ষণ পর স্যারেরা ডাকলো তারপর পরীক্ষা সম্পূর্ণ কমপ্লিট করে আমরা চলে গেলাম কলেজের উদ্দেশ্যে।

Sort:  

Congratulations @jakaria121! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)

You received more than 200 upvotes.
Your next target is to reach 300 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Check out our last posts:

Our Hive Power Delegations to the February PUM Winners
Feedback from the March Hive Power Up Day
Hive Power Up Month Challenge - February 2023 Winners List
The Hive Gamification Proposal