আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ। এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি। আমার আজকের রেসিপিতে থাকবে ঘরে থাকা উপকরণ দিয়ে বিরায়ানি তৈরি।রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেই এই রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লেগেছে।
উপকরণ -
১.গরুর মাংস,
২.চিনিগুড়া চাউল,
৩.পেঁয়াজের বেরেস্তা,
৪.পেঁয়াজ বাটা,
৫.মরিচ বাটা,
৬.আদা বাটা,
৭.রসুন বাটা,
৮.বিরানি মসলা,
৯.গুড়া দুধ,
১০.লেবুর রস,
১১.লাবন,
১২.আলু বোখরা,
১৩.তেজপাতা,
১৪.গরম পানি,
১৫.চিনি,
প্রস্তুত প্রণালী -
সর্ব প্রথমে আমি এক কেজি গরুর মাংস খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মাংসগুলোর সাইজ মিডিয়াম রেখেছিলাম। প্রেসার কুকারে দিয়েছি তারপরে এক টেবিল চামচ লবনও দিয়েছি। এবারে আমি পাঁচটা বাঁশি দিয়ে মাংসগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। এখন টক দই তৈরি করে নিব। হাপ কাপ গুড়া দুধ নিয়েছি,দুই টুকরা লেবুর রস দিয়ে একটা চামিচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। এভাবেই টক দইটা তৈরি করে নিয়েছি। এখন চলে যাব চলে যাব চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এর মাঝে সয়াবিন তৈল দিয়ে দিয়েছি। দুইটা বড় পেঁয়াজ কুচি দিয়ে এক চা চামচ চিনি দিয়ে বেরেস্তা তৈরি করে নিব। কিছু বেরেস্তা তুলে রাখবো। বাকি বেরেস্তা গুলোর মাঝে মসলা উপকরণ দিয়ে দিব। সব মসলাগুলো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিব।আগে থেকে যে মাংসগুলো সেদ্ধ করে রেখেছিলাম এখন দিয়ে দিব।একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট জ্বাল করে নেব। এবার আমি এখানে এক কেজি চিনিগুলা চাউল দিয়ে দিব। চাউল গুলো ভালো করে ভেজে নিয়ে গরম পানি দিয়েছি।অপেক্ষা করবো পানি যতক্ষণ না শুখাচ্ছে। এরপর ঢাকনাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিব। এবার দমে রেখে দিব ১০ মিনিট। এখন পেঁয়াজের বস্তা গুলো উপরে ছড়িয়ে দিব।
এভাবেই তৈরি করে নেওয়া হয়ে গেল ঘরে থাকা উপকরণ দিয়ে বিরিয়ানি।
আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।
এতক্ষণ যারা আমার রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।
▶️ 3Speak
এই প্লাটফর্মে এসে বাংলাদেশি পাবো ভাবিনি,খুব ভালো,সম্ভব হলে ভাল করার কিছু টিপস দিয়েন।