Every person wants a partner, with whom they can grow and develop in the open air, under the open sky. The more you get to know each other, the more tolerant and connected you will be.
That's why from childhood a good environment, good and beautiful mannerisms, need to be initiated from home. Everyone needs to understand this.
Today, in the media we see killing and robbing rampant all over the world. Yet, it is possible to reduce it. It is not that educated children will have a peaceful family and that those who are less educated or uneducated will not have a peaceful family.
Family peace is simply a hostage to the mental judgment of the individual. Friendships are formed through love and respect for one another.
In the same way, around the globe marriage is a social event - between two people.
They will fulfil their needs by having some people as witnesses and having fun together. This makes the family good and beautiful. The two have a very happy friendship. A child will be born and will be the light of the house. Then the new parents gain some responsibilities to adopt. To pursue those successfully, one has to take some advice from doctors, seniors and even knowledge from YouTube.
প্রতিটি মানুষ চায় সঙ্গি-সাথি । চার প্বাশে মুক্ত আাকাশের নীচে,উমুক্ত বাতাসে বেড়ে উঠতে। যত বেশি একে অপরের সহিত পরিচয় করবে ততো বেশি সহনশীল হবে।
তাই শিশু থেকে ভাল পরিবেশ ,ভাল ও সুন্দর ব্যবহ।র ঘর থেকে আরম্ব। সবাইকে বুঝতে হবে।
আজ বিশ্ব জুড়ে মিডিয়া মারা-মারি,রাহাজানি চলছে,তা কমিয়ে আনা সম্ভব। শিক্ষিত ছেলে-মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেই যে শান্তিময় পরিবার হবে এবং অল্প শিক্ষিত বা অশিক্ষিত হলে পরিবার অশান্তি হবে তা নয়।
ব্যাক্তির মানষিক বিচার –বুদ্ধির কাছে পারিবারিক শান্তি রয়েছে জিম্মি। বন্ধুত্ব গড়ে উঠে একে অপরের ভালোবাসা ও শ্রদ্ধার এবং ভালোবাসার মধ্য দিয়ে।
ঠিক তেমনি পুরো পৃথিবীতে বিয়ে এক সামাজিক অনুষ্টান-এক ছেলে ও এক মেয়ে
কিছু মানুষকে সাক্ষী রেখে এক সঙ্গে থাকা আমোদ-ফুর্তি করে নিজেদের চাহিদা পূরণ করবে ।এতে পরিবার ভাল ও সুন্দর হয়।
দুজনের মধ্যে থাকে পরম সুখময় বন্ধুত্ব।
জন্ম নিবে সন্তান, সে হবে ঘরের আলো। তখন নতুন মা-বাবাকে কিছু দ্বায়িত্ব
নিতে হয়। তা জানার জন্য কিছুটা ডাক্তারের পরামর্শ,বয়জষ্ঠ্যদের এবং উ টিউব থেকে জ্ঞান নিতে হয়।
May it be respect, or laughter and happiness, children begin to learn everything in the house of their parents. If the children behave well with their parents, help out at chores, share their stories and live peacefully with mom and dad, then the child grows cheerfully and shapes into a model citizen. They eventually become the golden light of society.
On the other hand, if father and mother are beaten and abused, scolded and cursed, children become the bad images of the family. They become the worst representation of the whole family in society. In the parks there are rides and playgrounds that enhance children's knowledge, strategy and cognitive abilities.
But today, the Corona epidemic has shutdown those places of play and entertainment for the children. Can't go out, Can't run. They are sitting in the corner of the house becoming dependent on the electronic devices.
If not COvid, they are heading towards suffering from various other diseases. Everyone needs to be aware of this unseen circumstance. It is extremely vital that at home, or in its open spaces, parents need to indulge their children in drawing and painting, playing tag, Badminton etc. and other outdoor games.
Schools are closed in many countries, and being devoid of "sharing and caring" mentality at schools will soon be reflected when they grow up.
To live together with brothers, sisters, mother and father brings the honey-sweet days, and it comes only from family. In grief-mother gives peace, to rise Dad gives courage! This is an amazingly wonderful bonding, full of love and affection! Mother and father are the reservoir of selfless love, and hence decorating the family beautifully is a privilege given by the Creator. And so I am grateful.
মা-বাবা ঘরে শ্রদ্ধা শম্মাণ,হাসি-খুশি সব সন্তানেরা শিখে। যদি
বাবা মায়ের সাথে ভাল ব্যবহার খুশ গল্প করে কাজে সাহায্য করে এবং মা ও বাবার সঙ্গে সুন্দর আচরণ করে, তাহলে সন্তান প্রাণবন্ত হয়ে বড় হয় ।এরা-ই সমাজের সোনালি আলো হয়। তারা দেশ দশের সেবক হয় । পক্ষান্তরে বাবা, মাকে মার-ধোর,গালি-গালাজ করতে থাকে,সন্তানরা হয় পরিবারে খারাপ চরিত্র।
সমাজে ও করে দুরব্যবহার।
পার্ক গুলোতে দেখা যায় বাচ্ছাদের জন্য রয়েছে জ্ঞান কৌশল জানার বস্তু।
আজ করোনা মহামারীতে বাচ্ছাদের খেলার আর বিনোদনের স্হান
বন্ধ, উমুক্ত পার্কগুলোতে যেতে পারছে না। স্বচ্ছ ও প্রাণবন্ত দৌড়া-দৌড়ি করতে পারছে না। তারা ঘর কোণে বসে ডিভাইসের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। বিভিন্ন রোগে আক্রান্ত হতে চলছে । এ অবস্হায় সবাইকে সচেতন হতে হবে । ঘরে মা-বাবার পালাক্রমে মুক্ত স্হানে ছবি আকা,ছুয়াছুয়ি খেলা,বেটমিনটন ইত্যাদি আউটডোর খেলা
অত্যন্ত অত্যাবশক। অনেক দেশে স্কুল বন্ধ হওয়ায় "সেয়ারিং ও কেয়রিং" যে প্রয়োজনীতা শেখা থেকে বিরত হচ্ছে।
ভাই-বোন-মা-বাবা নিয়ে একত্রে সুখে-দুখে মিলে-মিশে অবস্হান করা
মধুময় দিন হয়, তা একমাত্র পরিবার থেকে আসে । দুখে-মা দেন শান্তনা ,উপরে
উঠাতে বাবা দেন সাহস! এ এক আশ্চর্য মায়া-মমতায় ভরপুর মিলন স্হান !মা-বাবার
নিস্বার্থ ভালবাসার আধার,তাই তো পরিবারকে সুন্দরভাবে সাজান এক সুমহান অপরুপ সৃষ্টিকর্তার দান,তাই সবাই কৃতজ্ঞ ।
Welcome to the Hive Community!
Thank you dear :-)
Congratulations @moshy! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :
Your next target is to reach 100 upvotes.
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Check out the last post from @hivebuzz:
Support the HiveBuzz project. Vote for our proposal!