A small scene drawn by my hand (bn/en)

in OnChainArt2 years ago

আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী ব্লগার ভাই ও বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভাল আছেন এবং সুস্থ আছেন।

IMG_20230304_221813_946.jpg

আপনাদের মাঝে আমি একটি চিত্রাঙ্কন নিয়ে এসেছি। ছবিটির মূল বিষয়বস্তু হচ্ছে, মেয়েটি তার পরিবারের জন্য ঝাকায় করে শাকসবজি মাথায় নিয়ে যাচ্ছে।



চিত্র অংকনের মূল উপকরণ সমূহ :-

  • পেন্সিল
  • রাবার
  • খাতা
IMG_20230304_215343_414.jpg

Step-1

IMG_20230304_215636_308.jpg

প্রথমে শরীরের মাঝখান থেকে বাম দিকে হাত অংকন করলাম এবং কাপড় অঙ্কন করলাম। কেননা বাম সাইড থেকে সহজ মনে হয়েছিল।

এরপর ডান সাইডের দিকে অংকন করলাম। মোটামুটি শরীরের অংশ এবং শারি ডিজাইন সম্পূর্ণ হয়ে গেল।



Step-2

IMG_20230304_215836_365.jpg

এখন ডান হাত উপর দিকে তুলে দিলাম কেননা মাথায় ঝুড়ি নিবে। হাত উপর দিকে অংকন করার পর মাথা অংকন করে চুল গজিয়ে দিলাম।চুল এবং হাত সম্পূর্ণ অংকন হয়ে গেল।



Step-3

IMG_20230304_220040_613.jpg

এখন মাথার উপর একটি ঝুড়ি অঙ্কন করলাম। ঝুড়ি অংকন করার পর দেখতেছি হাত অনেক দূরে অংকন করা হয়েছে।

তাই রাবার কাজে লাগিয়ে হাতটি আবার পুনরায় মুছে দিলাম। কেননা হাত অনেক ফাকে রয়ে গেলে ঝুড়ির সাথে না থাকলে ছবির সৌন্দর্য নষ্ট হয়ে যাবে।



Step-4

IMG_20230304_220304_112.jpg

হাতটি মুছে দেওয়ার পর আবার পুনরায় অঙ্কন করলাম ঝুড়ি বরাবর। অংকন করার পর এবার মাথার চুল গুলো আবার কালো কুচকুচে বানিয়ে দিলাম। এখন সৌন্দর্য দেখা যাচ্ছে। তবে আরো বাকি আছে চলুন সেগুলো দেখি।



Step-5

IMG_20230304_221118_966.jpg

এরপর রাস্তা দেওয়ার জন্য পেন্সিলের মাধ্যমে টান দিলাম দুই সাইড দিয়ে। এরপর ডান সাইডে একটি পুকুর বানিয়ে পুকুরের সাইড দিয়ে বাধা দিলাম।এখন এই রাস্তার সৌন্দর্য দেওয়ার জন্য হালকা করে পেন্সিলের মাধ্যমে কালো রং দিয়ে দিলাম।

রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এখন ঘর তৈরি প্রসেস। ঘরের উপরিভাগ সর্বপ্রথম অংকন করলাম এরপর নিজ দিয়ে টিনের বাধা দিলাম দরজা দিলাম এবং জানালা দিলাম।

সামনে গিয়ে সবুজ শ্যামল ঘাস বসিয়ে দিলাম। ঘরের পাশেই আরও একটি ঘর অঙ্কন করা হয়েছে এবং ঘরের পেছন দিয়ে গাছ গাছালিতে ভরপুর।



Step-6

IMG_20230304_221555_264.jpg

অভারঅল সাইট দিয়ে সৌন্দর্য প্রদান করলাম আরো ভালোভাবে লক্ষ্য করলাম কোথাও ত্রুটি আছে কিনা। সাইটে আরো একটি গাছের পাতা দিয়ে সৌন্দর্য দিয়ে দিলাম এবং হালকা করে কালো রং প্রদান করলাম পেন্সিলের সম্মুখভাগ দিয়ে।



Step-7

IMG_20230304_221704_916.jpg

এখন সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার পুনরায় প্রথম থেকে শেষ অব্দি দেখলাম দেখার পর সব ঠিকঠাক এখন সিগনেচার দেওয়া যায়। যেহেতু এটি আমি অঙ্কন করেছি তাই আমার নাম দিয়ে আজকের তারিখ বসিয়ে দিলাম।



English Version 🔰


My dear aspiring blogger brothers and friends. Hope you are all well and healthy.

IMG_20230304_221813_946.jpg

I bring you a picture. The main theme of the film is that the girl is washing vegetables on her head for her family.



Basic tools of drawing:-

  • Pencil
  • Rubber
  • Ledger
IMG_20230304_215343_414.jpg

Step-1

IMG_20230304_215636_308.jpg

First I drew the hand from the middle of the body to the left and drew the cloth. Because it seemed easier from the left side.

Then I drew on the right side. Roughly the body parts and Shari design are complete.



Step-2

IMG_20230304_215836_365.jpg

Now I raised my right hand upwards because I will take the basket on my head. After drawing the hands upwards, I drew the head and grew the hair. The hair and hands were completely drawn.



Step-3

IMG_20230304_220040_613.jpg

Now draw a basket on the head. After drawing the basket, I see that the hand is drawn too far.

So I used a rubber to wipe the hand again. Because if the hand is too far away from the basket, the beauty of the picture will be lost.



Step-4

IMG_20230304_220304_112.jpg

After wiping the hand, I drew again along the basket. After drawing, I made the hair of the head black again. Now the beauty is visible. But there are more left, let's see them.



Step-5

IMG_20230304_221118_966.jpg

Then I drew with a pencil on both sides to make the road. Then I made a pond on the right side and blocked it with the side of the pond. Now to give the beauty of this road, I lightened it with black color through pencil.

After the completion of the road work, now the house construction process. First I drew the surface of the house and then I made the tin barriers myself and made the doors and windows.

I went ahead and planted green grass. Another house is drawn next to the house and behind the house is full of trees.



Step-6

IMG_20230304_221555_264.jpg

Overall the site gave beauty and better noticed if there were any flaws. I added beauty to the site with another tree leaf and lightened the black color with the front of the pencil.



Step-7

IMG_20230304_221704_916.jpg

Now after the complete process is completed, I again looked from the beginning to the end, after seeing everything is fine, now the signature can be given. Since I drew it, I put today's date with my name.



DeviceName
AndroidTecno Spark 7
Camera16M Dual camera
LocationBangladesh 🇧🇩
Short by@jakaria121
Sort:  

Congratulations @jakaria121! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)

You distributed more than 50 upvotes.
Your next target is to reach 100 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Check out our last posts:

Our Hive Power Delegations to the February PUM Winners
Feedback from the March Hive Power Up Day
Hive Power Up Month Challenge - February 2023 Winners List
The Hive Gamification Proposal