ওয়েস্টইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে পঞ্চম টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ২৫ রানে জিতেছে

in Hive Learners3 years ago


IMAGE SOURCE
ওয়েস্টইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে শনিবার এই টি২০ ম্যাচ অনুষ্ঠিত হয়। আমাদের ভারতীয় সময় রাতের দিকে এই খেলাটি হয়েছে, প্রায় রাত ১১:৩০ এ ।

এই ম্যাচে ওয়েস্টইন্ডিজ এর হয়ে অধিনায়কের দ্বায়িত্ব পালন করেছেন কিয়েরন পোলার্ড এবং দক্ষিণ আফ্রিকার হয়ে অধিনায়কের দ্বায়িত্ব পালন করেছেন তেম্বা বাভুমা।

এখন খেলার মূল বিষয়ে চলে আশা যাক। প্রথমে এই দুই অধিনায়কের মধ্যে টস হয় এবং টসে দক্ষিণ আফ্রিকার জিত হয়। টসে জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে দক্ষিণ আফ্রিকার দিক থেকে ওপেনিং করতে আসে স্বয়ং অধিনায়ক বাভুমা এবং ডি কক।

অধিনায়ক প্রথমে আসলেও তিনি টিকতে পারলেন না, মাত্র ৩ বল খেলে গেইল এর কাছে ক্যাচ তুলে দেন এবং আউট হয়ে যান। তারপর ডি কক এবং মারকরাম ম্যাচ এর হাল শক্তভাবে ধরে। তারা দুইজনই ম্যাচ অনেকদূর অব্দি টেনে নিয়ে যান।

কম বল খেলে দুইজনই বড়ো রান তৈরি করেন। এর মধ্যে ডি কক ৬০ রান করে আউট হন এবং মারকরাম ৭০ রান করে আউট হয়ে যান। তারপর লাস্টে ২০ ওভার ম্যাচ এর ম্যাচের ইতি ঘটান মিলার।

এই ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৬৮ রান তুলতে সক্ষম হয় ৪ উইকেট হারিয়ে। এই রানের জবাব দিতে ওয়েস্টইন্ডিজ ব্যাট করতে আসে কিন্তু তাদের অবস্থা দক্ষিণ আফ্রিকার বোলিং পেসারের সামনে নড়বড়ে হয়ে যায়।

মাত্র ২-৩ জন ছাড়া কেউই টিকতে পারেননি। ওয়েস্টইন্ডিজ ব্যাটসম্যানদের মধ্যে এভিন লুইস এবং সিমরন হিটমিয়ার মোটামুটি ভালো খেলেছে এবং তার ফলস্বরূপ ওয়েস্টইন্ডিজ ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলতে সক্ষম হয়।

ধন্যবাদ:))