IMAGE SOURCE
আজকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল খেলার চতুর্থ দিন ছিল. তবে হিসেবে অনুযায়ী তৃতীয় দিন হয় কারণ বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা বাতিল হওয়ায় দিন এইরকম আগেপিছে হয়ে গেছে।
আজকেও অবিরাম বৃষ্টির কারণে খেলা বাতিল হয়ে গেলো মানে আরো একটি দিন বেশি হয়ে গেলো এখানে। এমন দুর্ভোগ সইতে হচ্ছে সেটা বলার মতো না. দুটি টিমের মধ্যে ফাইনাল খেলা হচ্ছে যেন ঝিমিয়ে ঝিমিয়ে। খেলার আনন্দ, মজা দুটিই হারিয়ে যাচ্ছে।
এই সমস্যাগুলোর কারণে খেলোয়াড়দের মনোবলও খারাপ হয়ে যাচ্ছে। শুধু যে বৃষ্টির কারণে হচ্ছে তাই না এই মাঠে বৃষ্টির সাথে সাথে লাইট এরও সমস্যা রয়েছে। খেলোয়াড়রা সুস্থভাবে খেলার সুযোগ পাচ্ছেনা এইসব সমস্যার মধ্যে একপ্রকার।
প্রথম ইনিংসে ভারত ২১৭ রান করেছিল সবকয়টি উইকেট হারিয়ে। তার জবাবে নিউজিল্যান্ড মাঠে নামে এবং ২ উইকেট হারিয়ে ১০১ রান তোলে। এরপর আজকে মানে চতুর্থ দিনে খেলা হওয়ার কথা ছিল এখান থেকে কিন্তু হলো না.
ব্যাট হাতে এখনো অপরাজিত আছেন উইলিয়ামসন এবং টেলর। নিউজিল্যান্ড কে এখনো ১১৬ রান করতে হবে. এখন দেখা যাক কালকে কি হয়, খেলা শুরু হচ্ছে না কালকের দিনও বৃষ্টির জন্য বাতিল হচ্ছে।
ধন্যবাদ:))
Thanks for sharing the update information, Stay safe
Thank you too and you too stay safe.
You welcome.