এমন একটা মানুষ চাই
যে শুধু মানুষ বোঝে অন্য কিছু নয়
মানুষের মাঝে যে অন্য মানুষ
তাকে খোঁজায় আসল মানে।
রাস্তায় পড়ে থাকা অভুক্ত
আমি পাশ কাটিয়ে যাই
মিথ্যে সভ্যতার অহমিকায়,
আমি মানুষ হতে চাই।

Image
নদীর ধারে বসে কাশফুল দেখে
আমার আরাম লাগে আর
আমি আরো স্বার্থপর হয়ে যাই,
বিশ্বাস করো আমি মানুষ হতে চাই।