আসসালামুআলাইকুম
আমার প্রিয় বন্ধুগণকে আমার পক্ষ থেকে অনেক আন্তরিকতা ও ভালোবাসা জানাই।
আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুটা অসুস্থতার কারণে কয়েকদিন ধরেই এই ব্লগে পোস্ট করতে পারি নি। তাই আজ সুস্থতা অনুভব করে আমি আজকের একটি পোস্টে আমার কাজ দেখাতে চলে এলাম।
আজকের পোস্টে আমি আমার করা একটি আর্ট শেয়ার করব। এই আর্ট হলো কিছুটা ভিন্ন। এখানে আমি কিছু ফুলের ছবি একেছি। ফুলগুলো ডালের মধ্যে খুব সুন্দরভাবে ফুটে রয়েছে। সবুজ পাতার ভিড়ে গোলাপি রঙের ফুল অংকন নিয়ে চলে এলাম।

আমি এই আর্ট করার জন্য যেসব জিনিস ব্যবহার করেছি তা নিম্নে উল্লেখ করে তারপর ধাপে ধাপে আমার অংকন তুলে ধরলাম।
ড্রয়িং খাতা
জলরং (লাল, সাদা, সবুজ, বাদামী)
তুলি
পানি

প্রথম ধাপ
পাশেই নিয়ে নিলাম সাদা, সবুজ আর বাদামী রঙ।

দ্বিতীয় ধাপ

তৃতীয় ধাপ
গোলাপি রঙ লাগানোর পর তুলির সামনের অংশে অল্প একটু সাদা রঙ নিলাম।

চতুর্থ ধাপ

এইভাবে সবগুলো ফুল একে নিয়েছি। ছোট ছোট কিছু ফুলের কলি একে নিয়েছি।
পঞ্চম ধাপ
এইভাবে পুরো ডাল খুব সাবধানে একে নিলাম।

ষষ্ঠ ধাপ

এরপরে পাশে কিছু ছোট ছোট পাতা একে দিলাম। পাতাগুলো সম্পূর্ণ সবুজ আর বাকি যে ডালপালা আকলাম, সেগুলো করার ক্ষেত্রে আমি বাদামী রঙ ব্যবহার করেছি।
এইভাবে আমি বাকি পাতাগুলো একে নিয়েছি। সাথে পুরো কাজটা শেষ করেছি।


এইতো একে নিয়েছি খুব সহজেই ফুলের ছবি। বলে রাখি, এটি হচ্ছে আমার প্রথম জলরঙের আর্ট, যেটিতে আমি সম্পূর্ণভাবে জলরং ব্যবহার করে এঁকেছি।



আমার নিজের করা আর্ট এর সাথে একটি সেলফি দিলাম।

সবার মতামতের অপেক্ষায় রইলাম , আমার আঁকা এই ফুলের ছবিটি কেমন হয়েছে জানাবেন কিন্তু। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।
| ফটোগ্রাফার | @bristy1 |
|---|---|
| ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি জে৫ প্রাইম |
| লোকেশন | https://maps.app.goo.gl/hip5r7Lqpsxc6tF38 |
💦
💦 BRISTY 💦
💦

Beautiful flowers!!! 🥰🌸🌸🌸