FLOWER ART BY Watercolor

in Hive Diy4 years ago

আসসালামুআলাইকুম

আমার প্রিয় বন্ধুগণকে আমার পক্ষ থেকে অনেক আন্তরিকতা ও ভালোবাসা জানাই।

আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুটা অসুস্থতার কারণে কয়েকদিন ধরেই এই ব্লগে পোস্ট করতে পারি নি। তাই আজ সুস্থতা অনুভব করে আমি আজকের একটি পোস্টে আমার কাজ দেখাতে চলে এলাম।

আজকের পোস্টে আমি আমার করা একটি আর্ট শেয়ার করব। এই আর্ট হলো কিছুটা ভিন্ন। এখানে আমি কিছু ফুলের ছবি একেছি। ফুলগুলো ডালের মধ্যে খুব সুন্দরভাবে ফুটে রয়েছে। সবুজ পাতার ভিড়ে গোলাপি রঙের ফুল অংকন নিয়ে চলে এলাম।

Image_1634836792.jpg

আমি এই আর্ট করার জন্য যেসব জিনিস ব্যবহার করেছি তা নিম্নে উল্লেখ করে তারপর ধাপে ধাপে আমার অংকন তুলে ধরলাম।

  • ড্রয়িং খাতা
  • জলরং (লাল, সাদা, সবুজ, বাদামী)
  • তুলি
  • পানি

Image_1634877861.jpg

প্রথম ধাপ

প্রথমত আমি জলরং আর তুলি নিলাম। এরপরে আমি গোলাপি রঙ তৈরি করব। এজন্য আমি সাদা আর লাল রঙ নিলাম। সমপরিমাণ করে নিয়ে একসাথে মিশিয়ে নিলাম। আর রঙ আরেকটু পাতলা করার জন্য ২ ফোটা পানি দিলাম।

পাশেই নিয়ে নিলাম সাদা, সবুজ আর বাদামী রঙ।
photoart.collagemaker.picgrid.edit.photoframe_202110220757512.png

দ্বিতীয় ধাপ

এরপরে আমি খাতার মধ্যে রঙের কাজ শুরু করব। এজন্য প্রথমে তুলিতে গোলাপি রঙ লাগিয়ে নিলাম। পুরো তুলতেই রঙ লাগিয়ে নিলাম।

Image_1634831654.jpg

তৃতীয় ধাপ

গোলাপি রঙ লাগানোর পর তুলির সামনের অংশে অল্প একটু সাদা রঙ নিলাম।

photoart.collagemaker.picgrid.edit.photoframe_2021102123231278.png

চতুর্থ ধাপ

রঙ লাগানোর পর তুলির সাহায্যে খাতায় একটি পাপড়ি একে নিলাম। এক্ষেত্রে তুলির চিকন দিক থেকে মোটা দিকে টেনে নিয়ে এলাম। এভাবে একটি একটি করে কয়েকটি পাপড়ি পাশাপাশি একে একটি ফুল তৈরি করলাম।

photoart.collagemaker.picgrid.edit.photoframe_20211021232749229.png

এইভাবে সবগুলো ফুল একে নিয়েছি। ছোট ছোট কিছু ফুলের কলি একে নিয়েছি।

পঞ্চম ধাপ

এবারে আমি আরেকটি তুলি নিলাম, এরমধ্যে বাদামী রঙ নিলাম, এটির সাহায্যে ফুলের ডালটি আকলাম। এজন্য আমি চিকন, মোটা ২ ভাবেই অংকন করলাম। ফুলের নিচ থেকে ডাল পর্যন্ত দাগ টেনে নিলাম।

এইভাবে পুরো ডাল খুব সাবধানে একে নিলাম।

photoart.collagemaker.picgrid.edit.photoframe_20211021233148429.png

ষষ্ঠ ধাপ

সবুজ রঙ লাগিয়ে নিলাম,এরপরে ফুলের পাতাগুলো একে নিয়েছি। প্রথমত আমি ফুলের বোটা থেকে নিচের দিকের অংশ গুলোতে সবুজ রঙ করলাম।

Image_1634836623.jpg

এরপরে পাশে কিছু ছোট ছোট পাতা একে দিলাম। পাতাগুলো সম্পূর্ণ সবুজ আর বাকি যে ডালপালা আকলাম, সেগুলো করার ক্ষেত্রে আমি বাদামী রঙ ব্যবহার করেছি।

এইভাবে আমি বাকি পাতাগুলো একে নিয়েছি। সাথে পুরো কাজটা শেষ করেছি।

Image_1634836633.jpg

photoart.collagemaker.picgrid.edit.photoframe_20211021233332222.png

এইতো একে নিয়েছি খুব সহজেই ফুলের ছবি। বলে রাখি, এটি হচ্ছে আমার প্রথম জলরঙের আর্ট, যেটিতে আমি সম্পূর্ণভাবে জলরং ব্যবহার করে এঁকেছি।

Image_1634836746.jpg

Image_1634836712.jpg

Image_1634836825.jpg

আমার নিজের করা আর্ট এর সাথে একটি সেলফি দিলাম।

Image_1634839916.jpg

সবার মতামতের অপেক্ষায় রইলাম , আমার আঁকা এই ফুলের ছবিটি কেমন হয়েছে জানাবেন কিন্তু। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।

ফটোগ্রাফার@bristy1
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি জে৫ প্রাইম
লোকেশনhttps://maps.app.goo.gl/hip5r7Lqpsxc6tF38

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Beautiful flowers!!! 🥰🌸🌸🌸