মজাদার সবজি পকোড়া তৈরির রেসিপি ।

in ecoTrain3 years ago

আসসালামুআলাইকুম

প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে কিছুটা অসুস্থতা অনুভব করতেছি। তবে একটা মজার আর আনন্দের বিষয় হলো আজকের এই পোস্ট আমার করা ১০০১ তম পোস্ট। ১০০০ পার করে আবারও শুরু করলাম, আর সেটা "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে৷ এটা দেখেই ভালো লাগতেছে।

আজকে আমি আপনাদের সাথে আমার তৈরি করা একটি রেসিপি শেয়ার করব। আর এটি হলো সব্জি পকোড়া। এর মধ্যে আমি শাক এবং সবজি ব্যবহার করেছি।

2021-10-30_20.54.16.jpg

তাহলে বন্ধুরা দেখে নিন আজকের রেসিপি।

সবজি পকোড়া তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহঃ-

উপকরণপরিমাণ
আটা১ কাপ
লাউয়ের শাক৩/৪ টি
পুই শাকপরিমাণ মত
আলু কুচিদেড় কাপ
গাজর কুচি১ কাপ
পেয়াজ কুচিআধা কাপ
রসুন কুচিসামান্য পরিমাণ
কাচামরিচ কুচি৪/৫ টি
হলুদ গুড়োআধা চা চামচ
মরিচ গুড়োদেড় চা চামচ
জিরে গুড়োআধা চা চামচ
লবণ১ চা চামচ
রসুন বাটাদেড় চা চামচ
ডিম১টি
সয়াবিন তেলভাজার জন্য পরিমাণ মত

photoart.collagemaker.picgrid.edit.photoframe_20211030195147176.png

প্রথম ধাপ

প্রথমেই আমি সবগুলোকে কাটার পূর্বে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে আমি এগুলোকে কুচি করে কেটে নিলাম। কেটে নেয়ার পর আমি এগুলোকে আলাদাভাবে রেখে দিলাম এর পরে আলু গাজর পেঁয়াজ কাঁচামরিচ। রসুন এগুলোকে কুচি করে রেখে দিলাম।
photoart.collagemaker.picgrid.edit.photoframe_2021103019540135.png

দ্বিতীয় ধাপ

সবগুলো শাক এবং সবজি আমি একটি বাটিতে নিয়ে নিলাম। এরপরে এরমধ্যে আমি হলুদ গুড়ো, মরিচ গুড়ো, রসুন বাটা, লবণ, আর জিরে গুড়ো দিয়ে দিলাম।

photoart.collagemaker.picgrid.edit.photoframe_20211030195526289.png

সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম, যাতে সবকিছু একসাথে মিশে নরম হয়।
Image_1635600891.jpg

চতুর্থ ধাপ

এরপরে এরমধ্যে একটি ডিম ভেঙে দিলাম। ডিম দেয়ার পর আগের মত হাত দিয়ে মেখে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম।

Image_1635600868.jpg

পঞ্চম ধাপ

এরপরে এরমধ্যে ১ কাপ পরিমাণ আটা যোগ করব। তাই আমি প্রথমে অল্প করে আটা দিলাম,সেগুলো মেখে নিলাম। তারপরে আবারও অল্প অল্প করে আটা দিয়ে মাখতে থাকলাম। হাত দিয়ে ভালোভাবে মেখে নেয়ার পর এটি ভাজার জন্য প্রস্তুত হয়ে গেল।

photoart.collagemaker.picgrid.edit.photoframe_20211030195636369.png

ষষ্ঠ ধাপ

এরপরে আমি একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। এরমধ্যে ভাজার জন্য পরিমাণ মত তেল দিয়ে দিলাম। তেল দেয়ার পর যখন গরম হয়ে আসে তখন আমি পূর্বে তৈরি করে রাখা সব্জির মিশ্রণটি হাতে নিয়ে পকোড়ার আকার করে তেলের মধ্যে ছেড়ে দিলাম।
photoart.collagemaker.picgrid.edit.photoframe_20211030195750424.png
এভাবে কয়েকটি পকোড়া তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভাজতে শুরু করলাম। ভাজার সময় আমি আগুন কম আঁচে দিয়ে ভাজতে থাকলাম, যাতে ভিতরের অংশ ভালোভাবে রান্না হয়ে যায়।

সপ্তম ধাপ

ভাজতে ভাজতে যখন পকোড়ার রঙ বাদামী বর্ণের হয়ে আসে তখন আমি ছাকনির সাহায্যে তেল ছাড়িয়ে তুলে নিলাম।

photoart.collagemaker.picgrid.edit.photoframe_20211030195851583.png

এইভাবে আমি সবগুলো পকোড়া ভেজে তুলে নিলাম। এইতো তৈরি হয়ে গেল খুব সহজেই শাক-সবজি মিলিয়ে ভীষণ মজাদার পকোড়া। সত্যিই এটি খেতে অসাধারণ হয়েছে।

Image_1635601173.jpg

Image_1635601249.jpg

পরিবেশনের ক্ষেত্রে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করলাম। টমেটো সস ছাড়া পকোড়া খেতে ভালোই লাগে না৷

Image_1635601276.jpg

আশা করি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে৷ সবার মতামতের অপেক্ষায় রইলাম।

সবাই নিজের প্রিয় মানুষদের নিয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নিজের খেয়াল রাখুন,পরিবারের যত্ন নিন।

♥️আল্লাহ হাফেজ♥️

ফটোগ্রাফার@bristy1
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি জে৫ প্রাইম
লোকেশনhttps://maps.app.goo.gl/hip5r7Lqpsxc6tF38

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif