ছোলা বুট রান্নার রেসিপি|| Foodies Bee Hive ||১৭-০৭-২০২১

in Foodies Bee Hive4 years ago

হ্যালো বন্ধুরা


আমি @sangram5 বাংলাদেশ থেকে লিখছি!


░▒▓█আসসালামুআলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?█▓▒░





IMG_20210709_080737.jpg




🧉 ছোলা বুট রান্নার রেসিপি 🧉


  • ছোলা বুট রান্না করতে যা যা উপকরণ লাগবে তার বর্ণনা টেবিলের নিচে দেওয়া হল

  • উপাদান:পরিমাণ:
    ছোলা বুট:500 গ্রাম
    আলু:পাঁচটা
    তেল:125 মিলি
    মরিচ:নিজেদের স্বাদমতো
    লবণ:পরিমাণ মতো
    পেঁয়াজ:125 গ্রাম
    রসুন:পাঁচটা
    তেজপাতা:চার পাতা
    হলুদ:পরিমাণমতো
    গরম মসলা:স্বাদমতো
    আদা বাটা:চার চামচ

    IMG_20210709_073310.jpg

    IMG_20210709_073841.jpg

    IMG_20210709_073550.jpg

    IMG_20210709_073556.jpg




    • ধাপ ১: আমি ছোলা বুট গুলোকে রাতের বেলা পানিতে ভিজিয়ে রাখি, যাতে করে বুটগুলো নরম হয়ে আসে।

    • IMG_20210709_073307.jpg

      IMG_20210709_073346.jpg

      ধাপ ১


      • ধাপ ২:তারপর আমি বুট গুলো কে ধুয়ে রান্না করার জন্য প্রস্তুতি নিন

      • IMG_20210709_073348.jpg

        ধাপ ২

        IMG_20210709_073841.jpg

        ধাপ৩:


        • ধাপ৩: তারপর আমি বুটের উপর ধাপে ধাপে পিয়াজ, মরিচ, রসুন দিয়ে থাকি।


          • ধাপ ৪:এবং সেগুলোর উপর লবণ, হলুদ, তেল, তেজপাতা, আদা বাটা এগুলো দিয়ে দিই।

          • IMG_20210709_073907.jpg

            ধাপ ৪

            IMG_20210709_074107.jpg

            ধাপ ৫:


            • ধাপ ৫: তারপর আমি সে গুলোকে পানি দিয়ে এবং উপর নিচ করে দিই।


              • ধাপ ৬:তারপর সে গুলোকে চুলের ওপর বসে দেই এবং জ্বাল দিতে থাকে।

              • IMG_20210709_074308.jpg

                ধাপ ৬:

                IMG_20210709_075602.jpg

                ধাপ ৭:


                • ধাপ ৭:তারপর কিছুক্ষণ পরে আমি কষিয়ে নিই এবং আমার ঢাকনা লাগিয়ে দিই।


                  • ধাপ ৮: এবং কিছুক্ষণের জন্য বুট গুলোকে ঢাকনা দিই। যাতে করে বুট গুলো সিদ্ধ হয়ে য়ায।

                  • IMG_20210709_074302.jpg

                    ধাপ ৮:

                    IMG_20210709_080613.jpg

                    ধাপ ৯:


                    • ধাপ ৯:তার পর ঢাকনা খুলে বুটগুলোকে দেখি সিদ্ধ হয়েছে কি না।


                      • ধাপ ১0: কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি আমার রান্না প্রায় শেষের দিকে।

                      • IMG_20210709_080617.jpg

                        ধাপ ১0:

                        IMG_20210709_080617.jpg

                        ধাপ ১১:


                        • ধাপ ১১: তারপর বুট গুলোকে চুলের উপর থেকে নামিয়ে ফেলি


                          • ধাপ ১২:এবং সেই বুটগুলোকে একটা পরিস্কার বাটিতে রেখে দিই।

                          • IMG_20210709_080700.jpg

                            ধাপ ১২:

                            IMG_20210709_080655.jpg

                            ধাপ ১৩:


                            • ধাপ১৩: যাতে করে আমার বুটগুলো ঠান্ডা হয় তাই বাটি মধ্যে রাখলাম।


                              • ধাপ১৪: তারপর আমি আমার রান্না করা বুটগুলো সাথে একটা ছবি তুলে ফেলি।
                              • IMG_20210709_080737.jpg

                                ধাপ ১৪:




                                আশা করি বন্ধুরা আমার এই পোস্টটি আপনাদের অনেক ভালো লেগে থাকবে, আর যদি লেখায় এবং ছবিতে কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।




                                শুভেচ্ছান্তে :-

                                আমার পরিচয়

                                IMG_20210629_120319.jpg
                                আমার নাম মোঃ আবু হানিফ সংগ্রাম। আর আমার ইউজার আইডি নাম হচ্ছে @sangram5 আমি একজন নিয়মিত ছাত্র, বর্তমানে আমি পার্বতীপুর সরকারি কলেজের বিএসএস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার বাসা দিনাজপুর জেলার অন্তর্গত পার্বতীপুর থানা, ঢাকা, বাংলাদেশ।




                                ধন্যবাদ সবাইকে

                                @sangram5 আশা করি বন্ধুরা আপনারা সবাই ভাল আছেন, আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আজকে আমি@Foodies Bee Hive ছোলা বুট রান্নার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, তো চলুন বন্ধুরা দেরি না করে রেসিপিটার সম্পর্কে জেনে নেওয়া যাক। !
                                Sort:  

                                Congratulations @sangram5! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

                                You received more than 10 HP as payout for your posts and comments.
                                Your next payout target is 50 HP.
                                The unit is Hive Power equivalent because your rewards can be split into HP and HBD

                                You can view your badges on your board and compare yourself to others in the Ranking
                                If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP