(Alkananda Flower Photography.) অলকানন্দ ফুলের ফটোগ্রাফি।

in CCH8 months ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে।‌ আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি আজকের ফটোগ্রফি গুলো হলো অল-কানন্দ ফুলের ফটোগ্রাফি।

এখন আমি বেশি কিছু সময় কাজ করছি ফটোগ্রাফি নিয়ে বিশেষ করে ফুলের ফটোগ্রাফি করতে বেশি ভালোবাসে এছাড়াও অন্যান্য ফটোগ্রাফি করে থাকি।

ফুল প্রত্যেকটি মানুষের ভালোবাসার একটি জায়গা এই পৃথিবীতে বিভিন্ন রকম ফুল রয়েছে এবং তার সৌন্দর্য ও ভিন্নরকম ঠিক তার ব্যতিক্রম নাই অল-কানন্দ ফুল।

অলকানন্দ ফুল মূলত কয়েকটি জায়গায় বেশি জন্মায় যেমন বেলে ধোয়াশ মাটিতে এঁটেল মাটি ও স্বেত স্বেত জায়গায় । এই ফুলের উৎপত্তি হয়েছিল চীন ভারত ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সুবাদে। এই ফুলগুলো বিভিন্ন রকম জাত রয়েছে আমি যে ফটোগ্রাফি গুলো করছি এগুলো মিডিয়াম আলকানন্দ ফুল এর চেয়ে অনেক বড় বড় ফুল ফোটে মাইকের মতো দেখতে সবুজ পাতার ফাঁকে ফাঁকে হলুদ রঙের এই ফুলগুলো বেশ সুন্দর লাগে।

অলকানন্দ ফুলের কয়েকটি রং দেখা যায় তবে বেশি সৌন্দর্য এবং বেশি মানুষের মনে জায়গা করে নিয়েছে এই হলুদ রঙের আলকানন্দ ফুল। আমি এই ফুলগুলো কালেকশন করেছি মালয়েশিয়ার রাস্তার সাইট থেকে।

মালয়েশিয়া রাস্তার সাইটে এমন সুন্দর সুন্দর ফুলের দেখা মেলে যেগুলো পরিচর্যা করার জন্য মানুষের রাখা রয়েছে এই জন্য এই কাজগুলো দেখতে বেশ সুন্দর লাগে রাস্তার সাইডে।

DeviceName

Picture Photography

•Categoryflowers 🌹🌹
•Camera UsedHandphone
•Modelvivo Sy 15y
•Photographer@mdsahin111
•Location Aceh/ Malaysia

Software Editing Adobe Lightroom

My name is Md. Sahin, I am a Bangladeshi. I love to do photography. Writing is my passion. Photography is my profession. I feel more comfortable writing in my own language. So I always write my articles in Bengali. I am not very good at English. So I prefer my own language.

Sort:  

Congratulations @mdsahin111! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)

You distributed more than 1500 upvotes.
Your next target is to reach 1750 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP