বিসমিল্লাহির রাহমানির রাহিম,
ফোনের অ্যাপস দিয়ে ছবিটি এডিট করা হয়েছে
🦎আমরা অনেকেই এই প্রাণীটি দেখেছি এগুলো বেশি অংশ বাড়ির ছাদে অথবা দেয়ালে থাকে কিন্তু মাঝে মাঝেও এ প্রাণীটি ভয়ঙ্কর রূপ ধারণ করে। এই প্রাণীর লালা খুবই বিষাক্ত মানব দেহের জন্য হুমকি স্বরূপ।
তীব্র গরমের ভিতরে হঠাৎ করে টিকটিকিটা বেরিয়ে পড়ল
হলুদ লাইনের উপরেই প্রাণে কি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমি প্রাণীটির কয়েকটি ছবি আপনাদের সাথে তুলে ধরেছে এই প্রাণীটি যদিও খুবই ছোট তবে হঠাৎ করে দেখলে আপনার ভয় লাগবে কেননা এদের ডোরাকাটা চেহারার মধ্যে রয়েছে ভয়ংকর রূপ।
যতবারই ছবি তুলতে যাচ্ছি প্রাণী টি আমার আক্রমণ করার চেষ্টা করছি
এগুলো আমি ছবিগুলো সংগ্রহ করছি আমার রুমের সাইটে একটি জঙ্গল ছিল জঙ্গল পরিষ্কার করার সময় হঠাৎ করে বেরিয়ে পড়ে এই টিকটিকির প্রথম দেখেই আমি অনেকটাই আতঙ্ক ছিলাম টিকটিকির গায়ের এই রঙ দেখে।
হলুদ লাইন থেকে বের হয়ে এবার পালানোর জন্য রাস্তা খুঁজছে
সাথে আমার বন্ধু ছিল তিনি বললো যে অদ্ভুত দেখতে এই প্রাণী অবশ্য যেগুলো আমাদের বাড়ি অথবা সাথে থাকে সেগুলো দেখতে এমন অদ্ভুত নয় পরিষ্কার সাদা ধবধবে হয়ে থাকে কিন্তু এগুলো দেখতে একেবারেই ভিন্ন রকম।
লিখতে বসে ভুলেই গিয়েছিলাম আপনাদের সাথে কুশল বিনিময় করতে তো আপনারা এখন কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদিও আমরা এখন ব্যস্তময় সময়ে লেখা পড়তে খুব একটা অভ্যস্ত নই তবুও মাঝে মাঝে সবাই লেখাপড়ার চেষ্টা করবেন।
সর্বশেষ একটি কথাই বলে যাই আপনারা সবাই সাবধানে থাকবেন এই প্রাণীগুলো যেমন দেখছেন নরম ভদ্র তেমনি ভাবেই এদের মুখের লালা যদি কোন খাদ্যের সাথে লেগে আমাদের পেটে যায় তাহলে ডায়রিয়া অথবা অন্য কিছু হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
তো বন্ধুরা আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।