বিসমিল্লাহির রাহমানির রাহিম,,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ সকাল,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি অনেকদিন পরে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি পারিবারিক কিছু সমস্যার কারণে কোন পোস্ট করতে পারি নাই। আমি আজকে আপনাদের মাঝে ভাগ করতে চাই সকালের সৌন্দর্যের প্রতীক সানসেট ফটোগ্রাফি।
প্রথমে ছবিগুলো সাজিয়েছি
Device | Name |
---|
Picture | Photography 📷📷 |
---|
•Category | sunset 🌇 |
---|
•Camera Used | Handphone |
---|
•Model | vivo 15y |
---|
•Photographer | @mdsahin111 |
---|
•Location Aceh 📍🌐/ | Malaysia |
---|
Software Editing Adobe Lightroom
সকাল হয় একটি দিনের নতুন আবহাওয়া আমাদের শরীরে লাগে পশ্চিম দিক থেকে শুধু সূর্য উদিত হয় তারপর বুঝতে পারি যে সকাল হয়েছে সূর্য মামার আনাগোনা তে আমাদের ঘুম ভাঙ্গে।
যেমন দিনশেষে রাত হয় রাত শেষে দিন হয় এভাবে চলছে কত হাজার বছর ধরে তবু কারো জানা নাই সূর্য কোথায় গিয়ে থামে তার গতিপথ কোথায়। সূর্যের ফটোগ্রাফি করাটা অনেক ধৈর্যের বিষয় কেননা পারফেক্ট সময় এবং আকাশের ভাবমূর্তি দেখে ফটোগ্রাফি গুলো করতে হয়।
আমি মালয়েশিয়া থেকে ফটোগ্রাফি করছি এবং এগুলো আমার রুমের সাইটে সিকিউরিটি গার্ডের সামনে থেকে উঠানো ছবি এখানে সকালে খুব সুন্দর একটি ভিউ দেখা যায়।
জায়গা কি অনেক ফাঁকা এবং এখানে আশেপাশে ঘরের চালের উপরে সূর্য গুলো উঠে থাকে এজন্য এত সুন্দর লাগে যদিও এই সূর্য একটু পরেই তীব্র রো দ ও গরমে পতিত হবে কেননা মানুষের সাথে প্রচুর পরিমাণ গরম তাই সকালে সূর্য নরম রোদে ফটোগুলো ফটোগ্রাফি হয়।
সামনে একটি গাড়ি রেখে ছবি উঠেছি বিভিন্ন স্থান থেকে সামনের ভিউ সুন্দর করার জন্য ঘুরে ঘুরে ছবিগুলো কালেকশন করেছি। বন্ধুরা কেমন হয়েছে ফটোগ্রাফি গুলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন।
আজকের মত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Thank you so much for supporting me.