Life is not just glitter.

in Hive Bangladesh4 years ago (edited)

▶️ Watch on 3Speak


Assalamu Alaikum Hello friends, how are you all? I hope everyone is well. I am also fine with your prayers. I am Imran from Malaysia, I have joined a new video. Today I will share with you that glitter is not gold. Because we have no shortage of seemingly beautiful objects in this world, fake vain stylish objects have been removed everywhere. Which is difficult to recognize easily. Like Makal fruit is beautiful to look at but ash inside. So fascinated by Kuhelika, ignorant people get confused and make human life trivial. It is said that they are not as expensive as gold. Many times he acts as a truthful and virtuous person so lies are worthless. So it is the work of a wise man to look for a formless talented person who is not attracted to shiny objects. In fact, if you shine, you will never become gold./
আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি ইমরান মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে।আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চকচক করলেই সোনা হয় না আমরা মানুষের বাহ্যিক দিক দেখে বিচার করি অনেক সময় কিন্তু আসলে এটা ঠিক না। কারণ আমাদের এই বিশ্বসংসারে আপাত সুন্দর বস্তুর অভাব নেই সর্বত্রই নকল অসার আড়ম্বরপূর্ণ বস্তু সরিয়ে আছে। যা সহজে চেনা কঠিন।যেমন মাকাল ফল দেখতে সুন্দর কিন্তু ভেতরে ছাই।তাই কুহেলিকায় মুগ্ধ হয়ে অজ্ঞান মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে এবং মানব জীবনকে তুচ্ছ করে দেয়। দেখায় তাই বলে সেগুলো সোনার মত দামী নয়।উচ্চারণ করলে সে ধার্মিক হবে এমন ভাবা ঠিক নয়। অনেক সময় সত্য সাধন ও গুণবান ব্যক্তি মতো অভিনয় করে সুতরাং মিথ্যার মূল্যহীন। তাই চকচকে বস্তু পিছে আকৃষ্ট না হয় রুপহীন প্রতিভাবান ব্যক্তির অন্বেষণ করা জ্ঞানীর কাজ।আসলে চকচক করলেই কখনো সোনা হয় না তো বন্ধুরা আজ এ পর্যন্তই সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আল্লাহ হাফেজ


▶️ 3Speak

Sort:  

Thik bolecn chokchok korlei jemon sona hoy na thik temoni manus apnr sathe valo bebohar korlei j se apnr valo cay eita kintu noy.manuser bajjik dik die tak chena hard. Bijjik dik bichar kore obvantorin condition bojha jay na.ei juger manus ekn makal foler moto.

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও টি দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

হ্যাঁ ভাই ভাল কিছু কথা বলেছেন, আমাদের সমাজে প্রচলিত আছে এক কথায় চকচক করলেই সোনা হয় না কথাটা আসলেই বাস্তব।আপনার কথাগুলো খুবই ভালো লাগলো, বাইরের সৌন্দর্য দেখে কাউকে বিচার করা উচিত নয় বলে আমিও মনে করি।ধন্যবাদ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

ধন্যবাদ ভাই ভিডিওটি দেখে গুরুত্বপূর্ণ মন্তব্য করার জন্য।

ভাই এই কথাটা এখন আর বর্তমান সমাজে সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়,
কারন বর্তমানে সবাই উপরের দিকটিকে মূল্যায়িত করে, কিন্তু ভেতরের গুনটির কোন দাম নেই।
আপনি কোথায় যাবেন যদি ভালো পোষাক না থাকে, তবে কেউ আপনাকে দাম দিবে না, এই বাস্তবতা!

হ্যাঁ ভাই আমরা তো সবাই শেখ সাদীর সেই গল্পটা জানি। পোশাকেই সম্মান বৃদ্ধি করে ভেতরের মানুষটার কি যোগ্যতা আছে সেটার কোনো দাম নেই আমাদের সমাজে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Society te amn kisu manush ase jara bahirer sondhorjer dike onk attracted, tadr kache manusher inside beauty r cheye outside beauty matter kore r setar basis e judge kore, apnr kothar sthe amio akmot na hoye parlam na...Manush k china ato soja na... Manush mukhos o pore thake...

হ্যাঁ ঠিকই বলছেন আমাদের সমাজে এমন লোকের অভাব নাই। অনেকে মানুষের ওপরে চাকচিক্য দেখে বিচার করে তার কী যোগ্যতা আছে তার ভেতরে কি আছে সেটা কে প্রাধান্য দেয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

প্রথমে বলব আপনার কথায় অনেক যুক্তি আছে। আপনি যতগুলো কথা বলছেন সবগুলো কথা মধ্যে যুক্তি আছে। কথায় আছে “যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখতে পারো ভাই পাইলে পাইতে পার মানিক রতন”। আবার আরেকটা কিছু উক্তি আছে “চক চক করলেই সোনা হয় না আসল সোনায় প্রকৃত সোনা”।