How HIVE Affects My Personal Life|| Hive-Bangladesh Contest-02 [ENG-BNG]

in Hive Bangladesh4 years ago (edited)

IMG_20210324_105224.jpg

Hello friends!

Hope everybody is well. Friends, @hive-bangladesh community is a great privilege for me to have the golden opportunity to share my experiences and feelings again through the second contest.From the bottom of my heart, deep respect and gratitude to every leader of the @hive-bangladesh community for creating this golden opportunity.Today I will try to let you know through the second contest of @hive-bangladesh community how #hive has affected my personal life. Writing about the important impact of my life through blogs is rarely published. Because each of us has some events in our personal life which, if expressed only through writing, make it difficult to comprehend its meaning from the heart. Because reality can never be turned into reality by boiling on the pages of a novel. Similarly, the great contribution that #hive has made to my extraordinary life will hardly be published in just this blog.

হ্যালো বন্ধুরা! আশা করি সবাই ভাল আছেন। বন্ধুরা,@hive-bangladesh কমিউনিটির পক্ষ থেকে আবারও দ্বিতীয় কনটেস্ট এর মাধ্যমে আমার অভিজ্ঞতা, অনুভূতি শেয়ার করার সুবর্ণ সুযোগ পাবো এটা সত্যিই আমার জন্য একটি সৌভাগ্য। এই সুবর্ণ সুযোগ তৈরি করে দেওয়ার জন্য @hive-bangladesh কমিউনিটির প্রত্যেক লিডারের জন্য রইল মনের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং অশেষ কৃতজ্ঞতা।আজ @hive-bangladesh কমিউনিটির দ্বিতীয় কনটেস্ট এর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব কিভাবে #hive আমার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছে। আমার জীবনের গুরুত্বপূর্ণ প্রভাবের কথা ব্লগের মাধ্যমে লিখলে খুবই কম ভাবে প্রকাশ করা হচ্ছে। কেননা আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে এমন কিছু ঘটনা থাকে যা শুধু লেখার মাধ্যমে প্রকাশ করলে তার মর্ম অন্তর থেকে উপলব্ধি করা কঠিন হয়ে যায়। কারণ বাস্তব কখনো উপন্যাসের পাতায় ফুটিয়ে তুলে বাস্তবতায় রূপ দেওয়া যায় না। তেমনি #hive আমার অস্বাভাবিক জীবনে যে বড় অবদান রেখেছেন তা শুধু এই ব্লগে লিখলে খুবই কম ভাবে প্রকাশ ঘটবে।

The effects of Hive in my personal life:

★Freed from the neglect of society:

In our bifurcated society, the name only says "equal rights for men and women in all cases". But in reality, women are being neglected at every step. Just because she is a woman and she is not connected with earning money, women are constantly being ignored by the society more than a man. Only a man can earn money by working outside. And even if a woman works hard at home from the first part to the last part of the day, her work is not evaluated only because she does not earn money.And with all these misconceptions, a girl is constantly being neglected from the society, which has happened in my life as well. And because of this great contribution of the #hive platform, I am now free from neglect by the society as an income while sitting at home. So I would say hive is a blessing in my life.

hands-5851675_1280.jpg
image source

আমার ব্যক্তিগত জীবনে Hive এর প্রভাব সমূহ:

★সমাজের অবহেলা থেকে মুক্তি দিয়েছে:

আমাদের এই দ্বিখন্ডিত সমাজে নামে মাত্র বলা হয়েছে "সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার"। কিন্তু বাস্তবতার ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় প্রতিটি পদক্ষেপে নারীদের অবহেলার সম্মুখীন হতে হচ্ছে। শুধুমাত্র একজন নারী হওয়ার কারণে সে অর্থ উপার্জনের সাথে সংযুক্ত না থাকার কারণে প্রতিনিয়ত সমাজের কাছে একজন পুরুষ অপেক্ষা নারীকে অবহেলা করা হচ্ছে। একজন পুরুষ হলেই সে বাহিরে কর্মের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে। আর একজন নারী বাড়িতেই দিনের প্রথম ভাগ থেকে শুরু করে শেষ ভাগ পর্যন্ত কঠোর পরিশ্রম করলেও তার কাজের মূল্যায়ন করা হয় না শুধুমাত্র অর্থ উপার্জন না করার কারণে।আর এই সব ভুল ধারণা নিয়ে সমাজ থেকে প্রতিনিয়ত একজন মেয়েকে অবহেলিত হতে হচ্ছে যা আমার জীবনেও হয়েছে। আর #hive প্ল্যাটফর্মের এই বড় অবদানের কারণে ঘরে বসেই উপার্জন স্বরূপ আমি এখন সমাজের কাছে অবহেলা থেকে মুক্তি পেয়েছি।তাই আমি বলবো হাইভ আমার জীবনে আশীর্বাদ স্বরূপ।

★Helped to be self-sufficient:

I was a burden to my family as an unemployed woman for not working outside before joining #hive. I had to reach out to my family and my husband to meet my daily needs, which also lowered my self-esteem. Also, being an unemployed woman, I did not need my opinion in making the final decision. But now through the Hive platform I have the opportunity to become self-sufficient by earning money sitting at home which has doubled my self-esteem towards a society and family.So I would say I am not a burden to a society and family now. I made an anklet as my most favorite wish with the first money from Hive. Under the influence of Hive I am now recognized as a self-reliant woman.

IMG_20210324_130102.jpg

★স্বাবলম্বী হতে সাহায্য করেছে:
#hive এ যুক্ত হওয়ার পূর্বে বাহিরে কর্ম না করার কারণে আমি একজন বেকার নারী হিসেবে আমার পরিবারের কাছে বোঝা হয়ে ছিলাম। দৈনন্দিন প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য পরিবারের কাছে এবং আমার স্বামীর কাছে হাত পাততে হতো যা আমার আত্মসম্মানকেও নিচে নামিয়ে এনেছিল। এছাড়াও শুধু বেকার নারী হওয়ার কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার মতামতের প্রয়োজন পরতো না। কিন্তু এখন হাইভ প্ল্যাটফর্ম এর মাধ্যমে আমি ঘরে বসে অর্থ উপার্জনের সাথে যুক্ত হয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছি যা একটি সমাজ এবং পরিবারের কাছে আমার আত্মসম্মানকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।তাই আমি বলবো আমি এখন একটি সমাজ এবং পরিবারের কাছে বোঝা নই।আমি হাইভ থেকে প্রথম টাকা দিয়ে আমার সবথেকে প্রিয় ইচ্ছা হিসেবে নূপুর বানিয়েছি। হাইভ এর প্রভাবে আমি একজন স্বাবলম্বী নারী হিসেবে এখন স্বীকৃত।

★Ability to give gifts to loved ones:
I think there is nothing in this world like joy and happiness to give as a gift to loved ones on different special days. Because we all want to give a gift to a loved one and if that is by buying something from our own earned money. I use the first 6000 rupees through #hive to make my anklets and buy a shirt within my means for my husband's first birthday after marriage. I gave.In fact I was very happy that day in a family where I was able to understand that today the influence of Hive has been able to give a gift to the beloved husband. I think getting a girl like this can be nothing. So I salute #hive.🙏🙏

fashion-918446_1280.jpg
image source

★প্রিয়জনদের উপহার দেওয়ার সামর্থ্য দিয়েছে:
আমি মনে করি বিভিন্ন বিশেষ দিনগুলোতে প্রিয়জনদের উপহার দেওয়ার মতো আনন্দ এবং সুখ এই পৃথিবীতে একাধিক কিছু নেই। কেননা আমরা প্রত্যেকেই চাই প্রিয়জনকে উপহার দিতে আর সেটা যদি হয় নিজের উপার্জন করা টাকা থেকে কিছু কেনার মাধ্যমে।আর #hive এর মাধ্যমে প্রথম 6000 টাকা তুলে আমি আমার নূপুর বানানোর কাজে ব্যাবহার করি এবং বিয়ের পর আমার স্বামীর প্রথম বার্থডে উপলক্ষে আমার সামর্থের ভিতরে একটি শার্ট কিনে দিয়েছি।আসলে সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম যেখানে একটি পরিবারে আমি বোঝা ছিলাম সেখানে আজ হাইভ এর প্রভাবে প্রিয়তম স্বামীকে উপহার দেওয়ার সামর্থ্য হয়েছে। আমি মনে করি এর মতো বড় পাওয়া একটি মেয়ের কাছে কিছুই হতে পারে না। তাই #hive কে স্যালুট জানাই।🙏🙏

★Increased knowledge and skills:

None of us acquire knowledge or skills from the past before being conducted at any level of life. In life we ​​learn many things by stumbling and we can also learn from mistakes. Before joining Hive I was busy with work inside the house. But now when it comes to blogging and vlogging at Hive, I can learn about different communities and different levels of Hive. There has also been an opportunity to know the overall situation outside. There has been an opportunity to know the outside world from house arrest. And what is the difference between this internal and external aspect and the opportunity to know and understand everything from within.And this complete knowledge and skill acquisition has been possible only because of joining the Hive platform. So I would say Hive is a store of knowledge.

dance-4052847_1280.jpg
image source

★জ্ঞান এবং দক্ষতা বাড়িয়েছে:
জীবনের কোন স্তরেই পরিচালিত হওয়ার আগে আমরা কেউই পূর্ব থেকে জ্ঞান বা দক্ষতা অর্জন করি না। জীবনে আমরা অনেক কিছুই ঠেকে শিখি আবার ভুল থেকেও শিখতে পারি। হাইভ এ যুক্ত হওয়ার পূর্বে আমি বাড়ির ভেতরে কর্মের মধ্যে ব্যস্ত ছিলাম। কিন্তু এখন হাইভ এ ব্লগ এবং ভ্লগ করার ক্ষেত্রে আমি হাইভ এর বিভিন্ন কমিউনিটি এবং বিভিন্ন স্তর সম্পর্কে জানতে পারছি। এছাড়াও বাহিরের সার্বিক অবস্থা জানার সুযোগ হয়েছে। ঘরবন্দি থেকে বাইরের জগত চেনার সুযোগ হয়েছে। আর এই অভ্যান্তরীন এবং বাহ্যিক দিক এর কত পার্থক্য এবং এসবের ভেতর থেকে সবকিছু জানার ও বোঝার সুযোগ হয়েছে।আর এই সম্যক জ্ঞান এবং দক্ষতা অর্জন সম্ভব হয়েছে একমাত্র হাইভ প্লাটফর্মে যুক্ত হওয়ার কারণেই।তাই আমি বলবো হাইভ হচ্ছে একটি জ্ঞান ভান্ডার।

★Taught to be punctual:

We all know, time waits for no one. Everyone should take advantage of the time. I wasted a lot of time before joining Hive which made me realize how much work is worth doing on time. I wasted time in negligence. But now that I have finished my household chores, I have a thought in my head that I have to work, eat, take a bath and sit at the hive during that time. In other words, I have to do everything in my routine now. So I can say that my whole life has changed #hive. Taught punctuality and revealed routines.

watch-1893395_1280.jpg
image source

★সময়ানুবর্তিতা হতে শিখিয়েছে:
আমরা প্রত্যেকেই জানি, সময় কারো জন্য অপেক্ষা করে না। সময়ের সদ্ব্যবহার করা সকলেরই উচিত। হাইভ এ যুক্ত হওয়ার পূর্বে আমি অনেক সময় নষ্ট করেছি যা আমাকে বুঝিয়ে দিয়ে গেছে সময়ের কাজ সময়ে করার মূল্য কতখানি। আমি অবহেলায় সময় নষ্ট করেছি। কিন্তু এখন আমি সংসারের কাজ সারানোর পরে আমার মাথায় চিন্তা থাকে আমাকে ওই সময়ের ভেতরে কাজ-কর্ম, খাওয়া গোসল সেরে হাইভ এ সময় দেওয়ার জন্য বসতে হবে। অর্থাৎ আমার প্রতিনিয়ত এখন রুটিনের ভেতর সব সারতে হয়। তাই আমি বলতে পারি আমার পুরো জীবনকে বদলে দিয়েছে #hive। সময়ানুবর্তিতা শিখিয়েছে এবং রুটিনের প্রকাশ ঘটিয়েছে।

★Increased the spirit of being generous:

Charity is a characteristic and noble quality that is not present in all of us. I donate to the poor, miserable, helpless people from the past. After the first withdrawal from the hive, I donate some money to the poor. In addition, an organization has been set up in our village to donate to the poor and needy. Every Friday, one day a week, I donate to the poor and needy. I think they also have a right to the money we earn. So Hive has given me more space with this opportunity to donate.

donation-556704_1280.jpg
image source

★দানশীল হওয়ার মনোভাব বাড়িয়েছে:
দানশীলতা একটি চারিত্রিক এবং মহৎ গুণ যা আমাদের সকলের ভেতরে থাকে না ।আমি পূর্ব থেকেই গরিব, দুঃখী, অসহায় মানুষদের দান করি।হাইভ থেকে প্রথম টাকা তোলার পর আমি কিছু টাকা গরিবদের দান করি। এছাড়া আমাদের গ্রামে একটি গরিব, দুঃখীদের দান করার জন্য এটি অর্গানাইজেশন এর ব্যবস্থা করা হয়েছে। সপ্তাহের একটি দিন প্রতি শুক্রবারে এখানে গরিব, দুঃখীদের দান করি। আমি মনে করি আমাদের উপার্জিত অর্থের ভেতর তাদেরও হক আছে। তাই হাইভ আমাকে এই দান করার সুযোগ দিয়ে আরো প্রশস্ত করে দিয়েছে।

Friends, I mentioned earlier that the effect of hive would be less when it comes to writing. Still, I tried to tell you a little bit. I hope you enjoy hearing about #hive's impact and great contributions in my personal life. To you it may seem like a classic story. But I got a golden opportunity to speak among you through that @hive-bangladesh community contest which is a big achievement for me. Today I am very happy that I was able to share my feelings with you. Good luck to all of you.

বন্ধুরা আমি প্রথমেই বলেছি হাইভ এর প্রভাবের কথা লিখতে গেলে কম হবে। তবুও আমি সামান্য ভাবে আপনাদের বলার চেষ্টা করলাম। আমি আশা করি আমার ব্যক্তিগত জীবনে #hive এর প্রভাব এবং বড় অবদানের কথা শুনে ভালো লাগবে। আপনার কাছে এটা চিরায়ত গল্প মনে হতে পারে। কিন্তু আমি @hive-bangladesh কমিউনিটি কনটেস্ট এর মাধ্যমে আপনাদের মাঝে বলার সুবর্ণ সুযোগ পেলাম যা আমার জন্য বড় পাওয়া। আজ আমি অনেক খুশি যে আপনাদের মাঝে আমি আমার অনুভূতির কথা গুলো শেয়ার করতে পারলাম। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল।

Thanks everybody for visit my blog

About Me

IMG_20210220_222430.jpg

I am Sumaiya Rahman. I am from Bangladesh. Love to express myself in my own language. Nature lover, Animal Lover, Photography Lover, Traveler,Love cooking. I love to keep myself engaged in the service of people. I like to help people in danger. I explain all my experiences and feelings through blogs and vlog.

HiveBangladesh Banner.jpg
image source

21-09-18-hive-didver6.gif

Sort:  

আপনার কনটেস্ট পোস্ট সবার থেকে অনেক বেশি ভালো লেগেছে। আপনি সব কিছু লেখার চেষ্টা করেছেন যা খুবই খুবই আকর্ষণীয়। আপনার লেখাগুলো মাঝে আকর্ষণ আছে। আমি সবগুলো লেখা পড়েছি। সবচেয়ে বেশি ভালো লেগেছে ”স্বাবলম্বী হতে সাহায্য করেছে” এই লেখাটি আমার কাছে খুবই অর্থবোধক মনে হল। আপনার জন্য শুভকামনা

Thanks for your encourage.

 4 years ago (edited) 

Asa kori apnr aii story r maddhome aro 10 meyer moddhe akjon atleast nijr jnno kisu korer chesta korbe... Apnr story onek meyer jnno onuprerona especially amadr desh e akhono onk meye nijr jnno kisu krte voy pai even step o nite parena... Ami asa korbo apnr moto aro meye jeno shabolombi hote pare jibone...

@priyanarc yeah,society aj meyeder j obosthane rekhece kintu ekjon meye k nije sabolombi howar madhome dekaite hbe j meyera asolei kothao obohelito noy & karo upor boja hoy na.Thanks apu eto sundor vabe comment korar jnno.

অনেক মেয়েদের জীবনে চলার পথে পুরুষের ওপর নির্ভর করে কিন্তু আপনি সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছেন এবং নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেছেন। সবচেয়ে ভালো লাগলো আপনি আপনার উপার্জনের কিছু টাকা ব্যয় করেছেন আপনার প্রিয় মানুষটির জন্য এবং তাকে কিছু উপহার দিয়েছেন। ধন্যবাদ

Thanks for your encourage.

অনেক ভালো লিখেছেন সুমাইয়া আপু।হাইভ এর উপর আপনার জীবনের প্রভাব নিয়ে এত সুন্দর ভাবে গুছিয়ে লেখার জন্য অনেক ধন্যবাদ।ধন্যবাদ কথাগুলো শেয়ার করার জন্য।আশা করি আপনার উৎসাহ দেখে আরো অনেকেই বেকার নারীরা এখানে কাজ করার উৎসাহ পাবে।

Onk onk dhonnobad vaiya