সত্যিই ভাই অসাধারণ কথা বলেছেন।আপনি যখন বাংলায় কথা বলছিলেন সত্যিই খুব কথাগুলো মনে ধরেছিল আমার।জীবনে উত্থান কিংবা পতন আসা আসলে সাভাবিক একটি বিষয়, কিন্তু মাঝে মাজে পরিস্থিতি এমনভাবে দারায় যা আমরা সকলেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারি না।জীবনের সমস্যাগুলোকে আসলে একটা সুতায় গাঁথা কোন মালার মতো, একবার সুতা ছিড়ে গেলে তা একের পর এক পড়তে থাকে।এবং আমরা দীর্ঘশ্বাস ফেলি এবং হতাশার সাগরে ডুবে থাকি।তবে আমি মনে করি আমাদের হতাশার সাগরে ডুবে না থেকে, পরবর্তীতে কি অপেক্ষা করছে এগুলো চিন্তা না করে আমাদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা উচিত।আপনাকে অনেক ধন্যবাদ ভাই বিষয় গুলো শেয়ার করার জন্য।
You are viewing a single comment's thread from:
Bai Ami chacchi amader sobai Amar Moto eveabe banglay Kotha boluk and video toiri koruk. We jonnoi ai group create kora hoise.
Banglay Kotha bole Amra bishoyta joto sohoje oposthapon korte parbo seta English e possible na.