আসলে ভাই মাটির কাপে চা খেতে খুবই সুস্বাদু হয়, আমি জানি ইন্ডিয়াতে মাটির কাপের বিখ্যাত চা পাওয়া যায়।তবে ইন্ডিয়ার মত করে আমাদের দেশেও এখন এই চা বিভিন্ন জায়গায় পাওয়া যায়। আপনার ভিডিওর মাধ্যমে যে চা টা দেখতে পেলাম মাটির কাপে এইরকম চা আমাদের টাঙ্গাইলের দুই জায়গায় বিক্রি হয়।আমি খেয়েছি এই চা।মাটির কাপের এই চা আসলে খুবই সুস্বাদু ও অসাধারণ, আমার কাছে খুবই ভালো লাগে এই চা খেতে।ধন্যবাদ আপনার মাটির কাপে চা খাওয়ার অভিজ্ঞতা এখানে শেয়ার করার জন্য।
You are viewing a single comment's thread from:
ami ai cha ei potom khailam er jonno onek valo legeche