Invest Time & Try to Learn Something New [BNG/ENG]

in Hive Bangladesh4 years ago

▶️ Watch on 3Speak


শুভ সন্ধ্যা সবাইকে,
বন্ধুরা আজ আমাদের জীবন এবং কাজের সফলতার ব্যাপারে একটি বিষয় নিয়ে কথা বলবো। কারন জীবনকে উপরে তোলার জন্য এবং নানা ক্ষেত্রে সমফলতা অর্জনের জন্য আমরা নানা ধরনের উদ্যোগ নিয়ে থাকি। আর সেই সকল উদ্যোগকে সফল করার লক্ষ্যে আমরা নানা ধরনের প্রচেষ্টা চালিয়ে থাকি।

Good evening everyone
Friends, today we will talk about one thing about our life and work success. Because we take various initiatives to uplift life and achieve success in various fields. And we continue to make various efforts to make those initiatives a success.

কিন্তু তবুও কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকতে পারি না, কারন আমাদের কোথায় যেন একটু কমতি থেকে যায়। যার কারনে চেষ্টা করার পরও আমরা কাংখিত ফলাফল পাই না। সুতরাং আমাদের উদ্যোগগুলোকে বাস্তবায়নের জন্য কিছুটা ভিন্নভাবে চেষ্টা করা উচিত, যাতে আমরা কাংখিত ফলাফল অর্জনে সক্ষম হতে পারি।

But still in some cases we can't be satisfied with our position, because we have a little lack somewhere. Due to which even after trying we do not get the desired result. So we should try to implement our initiatives a little differently, so that we can be able to achieve the desired results.

আপনি একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন, আমরা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছি, আমাদের আগ্রহ এবং চাহিদারও পরিবর্তন ঘটছে। সুতরাং কাংখিত সফলতা অর্জনের জন্য আমাদের চিন্তাগুলোকেও পরিবর্তন করতে হবে। তাই নতুন নতুন কৌশল আয়ত্ব করতে হবে আমাদের। তবে তার জন্য আমাদের চাই সঠিক জ্ঞান, আর সঠিক এবং নতুন বিষয়ে জ্ঞান অর্জনের জন্য সময়কে বিনিয়োগ করতে হবে। সময় বিনিয়োগের মাধ্যমে নতুন নতুন বিষয়ে আমাদের আইডিয়া বাড়াতে হবে। তবেই আমরা আমাদের উদ্যোগগুলোকে নতুন আইডিয়ার আলোকে সাজাতে পারবো।

As you can see, we are constantly changing, our interests and needs are changing. So we also need to change our thinking to achieve the desired success. So we have to master new strategies. But for that we need the right knowledge, and we have to invest time to acquire knowledge about the right and new things. We need to increase our ideas on new topics by investing time. Only then can we organize our initiatives in the light of new ideas.


▶️ 3Speak

Sort:  


excellent topic that you have addressed, I appreciate very much that you gave your opinion on it
Undoubtedly we must do things differently if we want different results, we cannot expect positive results if we do not change our optics
I take this opportunity to wish you a wonderful afternoonhello dear friend @hafizullah good afternoon

Hello friend
Good night from Bangladesh
Thanks a lot for your excellent and positive feedback. Yes in the real life if we don't change our minds, we will not able to use the opportunity.

শিক্ষার কোনো বয়স নেই , কাংখিত সফলতা অর্জনের জন্য আমাদের চিন্তাগুলোকেও পরিবর্তন করতে হবে। তাই নতুন নতুন কৌশল আয়ত্ব করতে হবে আমাদের। তবে তার জন্য আমাদের চাই সঠিক জ্ঞান, আর সঠিক এবং নতুন বিষয়ে জ্ঞান অর্জনের জন্য সময়কে বিনিয়োগ করা । সময় বিনিয়োগের মাধ্যমে নতুন নতুন বিষয়ে আমাদের আইডিয়া বাড়বে । তবেই আমরা আমাদের উদ্যোগগুলোকে নতুন আইডিয়ার আলোকে সাজাতে পারবো। ভাই আপনার চমৎকার কোথায় আমি মুগ্ধ , অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শিক্ষণীয় বিষয় গুলো নিয়ে ভিডিও তৈরী করে শেয়ার করার জন্য।

Ji ETA Amra sobai Jani je shikkhar kono boyos nei but in our real life Amra ETA apply Korte chai na. Dukkho jonok hole o ETA nirmom sotto Kotha.
Thank you so much for your valuable response 😊
Have a wonderful day

Vai... t-shirt ta valo lagse... apnare manaiseo but amake kintu beshi manaito jodi apni ota kiney amake gift korten.
It's a nice topic you talked about.
Ajkal kichu shikhar khetre koyjon time invest kore vai?
sobai to busy takar pichone.
Sundor topic ta niye kotha bolar jonno onek dhonnobad apnake.

হে হে হে ভালো জিনিষ আমি ঢেকে রাখি, সেদিন ভুলে এটা গায়ে দিয়ে ভিডিও করে ফেলেছি। আচ্ছা প্যাকেট করে পাঠিয়ে দিবো নি, যেহেতু আপনি এটা দেখে ফেলছেন।
হ্যা, আজকাল কেউ ই সময় বিনিয়োগ করতে চায় না, বরং অধিকাংশ অন্যের কিছু কপি করার চেস্টা করে।
ধন্যবাদ আপনাকেও।

You are right brother, we are investing our time in Video making and it’s not a loss project. We are increasing our capacity in talking fluent English. Thanks for your video.

জ্বী ভাই এখানে আমরা যতো সময় বিনিয়োগ করতে সক্ষম হবো, বিষয়টি সম্পর্কে আমরা ততো বেশী দক্ষতা অর্জন করতে সফল হবো। শুধু এখানে না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে এই সত্যটা প্রযোজ্য।
ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।

বেশিরভাগ সময় দেখা যায় আমরা আমাদের নিজেদের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকি না, মনে হয় কোথায় যেন কমতি আছে।আমরা যতই এগিয়ে যাই তবু আমাদের দেখা যায় আরো কিছু মনে হয় কমতি রয়েছে এরকম চিন্তা ভাবনা হয়।তাই অবশ্যই সফলতা অর্জনের জন্য আমাদের চিন্তাগুলোর পরিবর্তন আনতে হবে।ভাই এ বিষয়ে আপনি চমৎকার কিছু উদাহরণ দিয়েছেন।গুরুত্বপূর্ণ এই কথাগুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

ভাই সবচেয়ে বড় কথা হলো আমরা নিজেদের পরিবর্তনের চেষ্টা করি না, নিজের অবস্থান উন্নত করতে চাই কিন্তু তার জন্য অধিক সময় বিনিয়োগ করতে চাই না। যার কারনে আমাদের অবস্থানের পরিবর্তন ঘটে না।
ধন্যবাদ ভাই।

আমরা বর্তমানে অনেকটাই অলস হয়ে গেছি। সেই অলসতা দিয়েই সফলতা চাই। অথচ সফলতার জন্য সময় প্রয়োজন। সেই সময়টাই আমরা বিনিয়োগ করতে নারাজ। যেকোনো কাজেই সময় বিনিয়োগ করলে সেখান থেকে আমরা নতুন নতুন আইডিয়া কিংবা সঠিক জ্ঞান অর্জন করতে পারব। সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

হ্যা, আমিও আপনার সাথে এখানে একমত পোষন করছি ভাই,
কারন আমি সব সময় ভালো প্রত্যাশা করি কিন্তু অলসতা দূর করার চেষ্টা করি না, যার কারনে আমাদের সময়গুলোর উত্তম ব্যবহার আমরা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছি।
ধন্যবাদ ভাই আপনাকে।

আমি মনে করি আপনি অনেক সুন্দর কিছু কথা বলেছেন আপনার এই ভিডিওর মাধ্যমে কিন্তু দুঃখের বিষয় হলো আমি ভিডিওটি দেখতে পারলাম না যাইহোক তারপরও যা আপনি ভিডিওতে বলেছেন অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন আমি সত্যিই অনুতপ্ত যে ভিডিওটি না দেখেই কমেন্টস করতে হচ্ছে

ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য, কিন্তু দুঃখ পেলাম আপনি চেষ্টা করেও ভিডিওটি দেখতে না পাওয়ার জন্য। হ্যা, ভাই মাঝে মাঝে টেকনিক্যাল কিছু সমস্যার তৈরী হয় কিন্তু পরবর্তীতে অতি দ্রুততম সময়ে তার সমাধানও চলে আসে।

Congratulations @hafizullah! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You distributed more than 45000 upvotes. Your next target is to reach 46000 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Do not miss the last post from @hivebuzz:

First Hive Power Up Day of 2021 - Get a Hive Power delegation
Offer a gift to your friends for Christmas
 4 years ago  

Notun kisu shikhte hole obossoi time dite hobe sthe dedication but amra asole amn hoye gese j sob kisu akbr e chai, satisfaction baper ta to kobei chole gese, patience level boleo kisui nai amadr, Shikhar agroho tao onk kom akhn kar new generation er... Tara sob kisu ratarati chai...

জ্বী আপু আপনি ঠিক বলেছেন, আসলে আমরা কিছু করতে চাই, ভালো কিছুর প্রত্যাশা করি কিন্তু আমরা সময় বিনিয়োগ করতে রাজি না এবং নতুন কিছু শেখার চেস্টা করি না।
ধন্যবাদ আপনার মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

ভাই হান্ডেট পার্সেন্ট ঠিক বলেছেন। একবার সময় চলে গেলে আর ফিরে পাওয়া সম্ভব না। সময় পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কিন্তু আসলে আমরা সেটা বুঝতে চায় না তাইতো হেলাই হেলায় সময়কে নষ্ট করি। আপনার সুন্দর একটি আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Thanks brother for your response.

Thanks for tips

you are welcome