ক্রিকেট আসলেই ভালো লাগার মত একটি গেমস। আগে মানুষ ক্রিকেট আর ফুটবল গেমস ২ টা খুব খেলতো। তবে বর্তমানে মানুষ এখনও ফিফা খেলে কিন্তু ক্রিকেট গেমসটা খুব কম খেলে। এত এত নতুন একশন গেমের মাঝে এই দুই গেম হারিয়ে গেছে। তবুও অবসর গেমস খেলতে মন্দ লাগে না। ভালোই লাগে।
Thank you